ইউটিউব-এই প্রথম শুনেছিলাম। এই গান প্রথম শোনার পর যে মুগ্ধতা তৈরি হয়েছিল, তা কয়েক দিন - এমনকি কয়েক সপ্তাহ হয়তো তাড়া করে বেড়িয়েছিলো। আজ সার্চ করে গানটা শুনতে শুনতে আবার সেই সব দিনের কথা মনে পড়ল। ♥️
তুমি দেখবে তুমি দেখবে, তুমি দেখবে ওই দুটো হাত বাড়ালে, কিছু হাত ওই হাত ধরবে তুমি তোমার মাটিতে দাঁড়ালে, মাটি জানবে তুমি আস্থার পায়ে দাঁড়িয়েছ তাই স্নিগ্ধ তার জীবন স্তন্যে ধন্য ধন্য হল বিশ্ব । আমি বিশ্বাস রাখি একদিন এক দারুন তুফান ছুটবে তার ধাক্কায় এই দুনিয়ার সব হিমারত কেঁপে উঠবে । আমি স্বপ্ন দেখি একদিন চির সাম্যের ফুলে ধন্য হবে মানুষের দেয়া রক্ত মানুষের দেয়া স্তন্য । আমি প্রেমিকার ঠোটে আঁকবো সেই ফুলের পরাগ অল্প আমি প্রেমিকের চোখে আঁকবো সেই স্বপ্নের কিছু গল্প । আমি প্রেমিকার হাতে তুলে দেব এক গুচ্ছ বন্য রঙ্গন আমি প্রেমিকের কাছে খুলে দেব এই আকুল বক্ষ অঙ্গন । আমি বন্ধুর হাত ধরে চলে যাবো হালকা চলার ছন্দে আমি বন্ধুর বুক ভরে দেবো সব আগামী দিনের গন্ধে । আমি কৌশিক আর ধ্রুবর গীটারে গাইব জীবন কাব্য আমি অন্য কথা অন্য গানে জীবনের কথা ভাববো । যারা চলে গেছে তারা রয়েছে স্মৃতি প্রতিটির কোন কক্ষে ফেলে আসা গান গুলো রয়েছে এই অন্য গানের বক্ষে । বেঁচে থাক সব, বেঁচে থাক সব আহা মানুষ আমার বিশ্ব আমি মানুষের মতো পূর্ণ মানুষের মতো নিঃস্ব ।