একটু আগেই বাড়ি ফিরলাম সিনেমাটি দেখে। মন ছুঁয়ে গেছে। আর জয়তীদির এই গান...আহা....!, এখনও অনুরণন হয়ে চলেছে। বাড়ি ফিরে আবার গানটি শুনে চলেছি , আগেও বহুবার শুনেছি। খুব প্রিয় একটি রবীন্দ্র সংগীত।
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে আমায় শুধু ক্ষণেক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কূলহারা সাগরে॥ বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে এল আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসীন চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে জীবন-সমর্পণের গান গাব নীরব অবসরে॥
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে আমায় শুধু ক্ষণেক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কূলহারা সাগরে॥ বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে এল আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসীন চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে জীবন-সমর্পণের গান গাব নীরব অবসরে॥
খুব সুরেলা। অদ্ভুত ম্যানারিজম নিয়ে রবীন্দ্রসংগীত গাইতে গিয়ে সুরেলা ভাবটাই রাখতে পারেনা অধিকাংশ শিল্পী।জয়তী,ইমন ম্যাডামদের গায়কীতে সুরেলা ব্যাপারটা থাকে যা খুব দরকার।
@@Soma-wu2fknational award pelei valo na hole valo gaite parena,ei concept ta boddo boka boka.r arek ta kotha jayati madam iman er age theke gan kore famous
একদম ঠিক বলেছেন ❤। আমার ঠিক মনে নেই দুদিন আগে মানে ২৯/৫/২৪, ৩০/৫/২৪ এর কোনো একদিন আলো চ্যানেলে হয়তো একটা নতুন গাওয়া রবীন্দ্র সংগীত শুনলাম 😢 কিন্তু রবীন্দ্র সংগীতের সুর টাই মনে ছোঁয়াতে পারেনি সেই গান 😢 রবীন্দ্র সংগীতের একটা টানা সুর থাকে সেটা না রাখতে পারলে রবীন্দ্র সংগীত শুনে তৃপ্তি মেটেনা ❤
@@sangitasingingbirdabcs4439 ami baba eder gaan suni e na... Shonar somoy paina...oi Mohordi,suchitradi,chitralekhadi,purabidi.,purba Dam ....golden era r gaan e barebarey suni... Oder kaachhedharey keu aste parle tokhhon sunbo ..
Parody ta suno guru. Amader ar lagai felo na. Amra Nachir bhakto taka neyai dekhai keta. Tar lagga mana amader lagga. Guru tumi shob ranger deri habar aga fera asho.....