জয়তী চক্রবর্তীর কন্ঠনৈপুন্য এবং গায়কী নিঃসন্দেহে অনন্য। সে ব্যাপারে কোনো কথা হবে না। কিন্তু মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা অভিনীত 'হারানো সুর' সিনেমার গীতা দত্তের কন্ঠের বিখ্যাত এবং বহুশ্রুত এই গানটি গাওয়ার সময় গানের কথার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত ছিলো ওনার। প্রথম অন্তরায় - ১. "আমারি পরাণে আসি" এর স্থলে উনি গাইলেন,"আমারও পরাণে আসি", ২. " তুমি যে বাজাবে বাঁশি" এর স্থলে "তুমি যে বাজালে বাঁশি" ৩. "সেই তো আমারি সাধনা" এর স্থলে "তুমি যে আমারি সাধনা", যা কিনা বড্ড কানে বাধছিলো। আবার বেশ কয়েকটা জায়গায় সুরও উল্লেখযোগ্যভাবে ভুল করলেন এমন একটা গানের ক্ষেত্রে যেটাকে শিল্পীর নিজস্ব স্টাইল বলে ক্ষমা করা যায় না...
গানটি খুব ভালো গেয়েছেন কিন্তু কথা ভুল বলেছেন অনেক জায়গায়, এটা ঠিক নয়। উনার এই গান শুনে অনেকে গান তুলবেন, এই ভুল কথা গুলো শুনে তারাও ভুলই বলবেন। এবিষয়ে যত্মবান হওয়া উচিৎ ছিলো😢😢
তুমি যে আমার, ওগো তুমি যে আমার (x2) কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি (x2) সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাওগো আমারে ভরে, নীরব অহংকারে (x2) জীবন মরণ মাঝে, এসোগো বধুর সাজে (x2) সেই তো আমারি জিবনে, তোমারি অভিসার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার তুমি যে আমার, ওগো তুমি যে আমার।