Onk valobasha roilo apnar jonno, valobashar manush gulor jonno holeo apnake beche thakte hobe ei noshto prithibi te, never give up, keep ur head high and be proud.
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নিরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানায় তোমাকে যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকে পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমে সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিনবো একে একে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে
কেমনে পারে এতো লম্বা লিরিক্স দিয়ে এতো কঠিন করে সুর কণ্ঠ ইত্যাদি দিয়ে এতো মুগ্ধকর ভাবে সাজিয়ে ইতিহাস গড়ে গান বানাতে একমাত্র ব্যন্ডই দেখেছি পারে তবে মুগ্ধকর করছে আমায় বলে বুঝাতে পারবনা love U আর্টসেল
আর্টসেলের লিরিক্স আমার কাছে বিশ্বের অন্যতম সেরা ব্যান্ডের লিরিক্স থেকেও উৎকৃষ্ট মানের মনে হয়।মেটালিকার থেকেও উৎকৃষ্ট।আমরা বাংলাদেশীরা আর কিছু পারি আর না পারি ব্যান্ড রিভুলেশনে আমরা পৃথিবীর প্রথম সারিতে থাকার যোগ্যতা রাখি।
Metallica bohut ager band. Unader ke idol menei Artcell gaan banaise. Metallica 1987 er dike banaise ar Artcell ei 2002 te. Yui hishab korle Still Metallica er sound quality Artcell theke sundor. Artcell onek valo band but eishb comparison koiren na
আর্টসেলের এই গানটা অন্যগুলার তুলনায় কিছুটা আন্ডাররেটেড।এই গানটা বিশেষ করে আমার এতো ভালো লাগে কেনো জানিনা। বিষন্ন দিনগুলোতে এই গানটা আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবন কেটেছে এইসব গান শুনতে শুনতে। এতো মানুষের কোলাহলের মাঝেও কানে হেডফোন লাগিয়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া আহা কী সব দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসে এখন পরিবার বন্ধুবান্ধবহীন একা শহরে চাকরি জীবন, তবুও এখনো যেন ঠিক আগের মতোই অনুভূতি হয় এ গানগুলো শুনলে। ধন্যবাদ আর্টসেল, জীবনে এতো সুন্দর কিছু অনুভূতির জন্ম দেওয়ার জন্য।
আর্টসেলের এই গান পর্যন্ত যে আসতে পারছে সে আসলেই একজন প্রকৃত আর্টসেল লিসেনার, বর্তমানের অনিকেত প্রান্তর দুক্ষবিলাস ফ্যানদের থেকে। এই গান আসলে মাস্টারপিস, যেদিন গানটা আপনি আপনার মনের মধ্যে নিতে পারবেন ততোদিনে সব শেষ।।।
Asholei sesh. 2003-4 er friend er basar sriti. Tokhon kisui bujhtam na artcell er lyrics. Music r sur r ki j valo lagto seitao bujhtam na. Pray 20 years with artcell. 😊 Eitai bujhtam na j eto eto bosor ei gaan gulo shunbo. We are the future self ❤
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে তোমারই অন্ধকারেযে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নিরবে মনেরই ইন্দ্রজাল জুড়েযে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানায় তোমাকে যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকে পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথচিনবো একে একে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে
গানটার প্রত্যেকটা শব্দ যেন একেকটা বাস্তবতার প্রতিচ্ছবি। ভালোবাসার আর্টসেল ধীরে ধীরে রক্তে মিশে গেছে। আর্টসেলকে বুঝতে হলে সময়ের প্রয়োজন,প্রয়োজন বাস্তবতা। 😍😍
কথা ও সুর - এরশাদ জামান।,,,। জীবনকে নতুন করে বাচঁতে শেখাবে।। মহাকালের এক সৃষ্টি।। ARTCELL is HEART CELL ARTCELL is BLOOD CELL...ershad jaman+ shaju+ cezzene+linklon= ARTCELL...
আর্টসেলকে নিয়ে লিখতে বসলে শেষ হবে না। শুধু এতোটুকুই বলবো আর্টসেল আমার দুঃসময়ের সবচেয়ে বড় বন্ধু ♥ ডিপ্রেশনে থাকলে আর্টসেল শুনেই নতুনভাবে শুরু করার জন্য অনুপ্রাণিত হই। ভালোবাসি আর্টসেল ♥ ভালোবেসে যাবো অবিরাম ♥
সেই তো ৪টা বছর ধরে শুনেই যাচ্ছি যখন অনেক কিছু বলার থাকার পরেও কিছু বলতে পারি না তখন মধ্যরাতে ছাদে এসে একটা বিড়ি ধরাইয়া আকাশ দেখি কানে উৎসবের উৎসাহে বাজে বহুদিনের অভ্যাস 💚 আর্টসেলের প্রত্যেকটা গানেই সেরা তবে উৎসবের উৎসাহে ইতিহাসের সেরা গানদের তালিকায় নিঃসন্দেহে
I feel crying when I see Artcell has taken a guitarist to continue the Band, What a song Ershad bhai composed what a solo, what a Melody. Artcell could never be in this stage without Ershad bhai and Artcell will never compose any melody like before I bet.
"ওরা আর্টসেল শুনতো 🥀 ওরা আর্টসেল না বুঝে ভালোবাসতো 🥀" কোনো এক সময় কোনো একটা জেনারেশন এগুলো ভাববে তারা বুঝবে আমাদের দিন রঙিন করার পিছনে কোনো একদল কারিগর এর হাত ছিলো তারা "সাজু সেজান এরশাদ ফয়সাল লিংকন" 🥀
@@johnalexi7562 আপনি এক তরফা হইতে পারেন আমি আর্টসেল এর ফ্যান। পৃথিবীতে যত বড় বড় ব্যান্ড থাকুক না কেন। কেউই প্রথম লাইনাপে নাই। তাই বলে কি ব্যান্ড খারাপ হয়ে গেছে? আর্টসেল আরও ৫০ বছর পর নতুন লাইনআপে চললেও আমি আর্টসেল। যেই থাকুক না কেন।
শুধু এই গানটার অরজিনাল ফিলিংস নেয়ার জন্য, শত ঝামেলা থাকলেও ইউনিট থেকে রমজান মাসে ছুটি আসি বাড়ি,, এই রমজানেই এই গানটার সাথে বিশেষ একটা স্মৃতি জড়িয়ে আছে। যতদিন বেঁচে আছি চলবেই।❤ i love you Artcell ,
The song takes away your breath momentarily but when you realize it's too late you are already swept away by the beautifully orchestrated melody and its lyrics.
Ershad bhai has given us such an example that his creation can last decades, even after 10 years of this song, people are still listening and even playing. That's why ARTCELL has only two precious albums. NO one can take his place and fullfill ARTCELL as a whole, mostly for composition Without Shaju bhai and Ershad bhai together, Artcell can never produce such songs that people can listen to after a decade.
Listening Artcell for 21 years....still it felt like just yesterday we used to sing Artcell sitting on the roof of university bus, inside a CNG, roof of hall..life changed a lot but Artcells different song gives meaning to life at different emotion's
শুধু বাংলাদেশি গান বলে এই বিশ্বমানের গান গুলি অবহেলিত। যখন বাহিরের দেশের মানুষেরা এই গান গুলোর অর্থ বুঝবে আমার মতে এই মহাকাব্যিক আর্টসেল এর গান গুলি। মেটালিকা, স্কর্পিয়নস, গানস অ্যান্ড রজেস এর সাথে থাকবে।
সেই পেন্টিয়াম কোর আর উইন্ডোজ এক্সপি এর পিসি তে শুনেছিলাম এই গুসবাম্পস 💔😭 দীর্ঘশ্বাস ফেলে বলতে পারি শৈসবের প্লেলিস্ট এতোটাও নিছক রুচির ছিলো না! আজ শরীর হিম হয়ে আসছে যেন! এক সোনালী শৈসব কে পেছনে ফেলে এসেছি! এ গানের সাথে সহস্র স্মৃতি রয়েছে আমার! বেচে থাকুক এরশাদ ভাইয়ার অন্যতম সৃষ্টি উৎসবের উৎসাহে 🤍🌺
Whenever I listen to this song my hypothalamus springs into action to stimulate the lacrimal glands. My eyes fill with water. The day when this will stop happening, I will surely know that I've become a heartless person. This song hits hard every time like It's the 1st time.
Artcell! Remember the name. They are magnificent in all department of Progressive Music. Lyrics, Guitar, Riff, Base, Drumps and the composition is just a masterclass. We will never forget ARTCELL for their masterpiece songs like Chile Kothar Sepai, Onno Somoy, Cayar Ninad, Ghune Khawa Rodh, Dhusor Somoy, Obosh Onuvutir Deyal. All we want that Artcell comes back again.
বিষন্নতাকেও আপন করে নেওয়া যায় , নিজের বানিয়ে নেওয়া যায় আর এই কাজটি সুচারুভাবে সম্পাদন করে থাকে উৎসবের উৎসাহে......। নতুন গান পাচ্ছি না ত কী হয়েছে ? এই অনবদ্য সৃষ্টিগুলোতেই বেঁচে থাকুক আর্টসেল ।
First listened to their songs in 2008 , now i am 29 and still listening to every song of Artcell including this.Don't really know when i will get bored of their song. I miss my country so damn much. my soul is made with the cells of Artcell.
আজ ২০২১/10/01 আর্টসেলের গান শুনতাম না, আর্টসেল বলে যে কোন ব্যান্ড আছে বাংলাদেশে এটা আমার জানা ছিল না, হঠাৎ করে আমার এক বন্ধু সিয়াম সরকার ফেসবুকেতে Artcell fans club গ্রুপে ইনভাইট করে,তারপর থেকে আর্টসেলের ফ্যান হয়ে যাও আমি... আর্টসেলের গান যুগ যুগ ধরে বেঁচে রবে... আর্টসেল এর সকল কলাকৌশলীদের কে মন থেকে জানাই অবিরাম ভালোবাসা... আর্টসেলের গানের মধ্যে মানুষের হৃদয়ের কথা রয়েছে... এই কমেন্টটা স্মৃতি হয়ে রয়ে যাবে..
গানটা শুনছি অনেক অনেক দিন ধরে,সবচেয়ে প্রিয় গানের তালিকায় একটি!তবে আজ চেষ্টা করছিলাম অনলাইন পরীক্ষার কিছু কাজ করার জন্য,গানটা বাজিয়ে লেগে পড়লাম তবে "তখন ভাঙতে হবে ঘোর..............."থেকে আর না গেয়ে পারলাম না❤
২০১০-২০২১ এর মধ্যে আর্টসেল এর গান গুলো লক্ষ বার শুনেছি মেবি। আমার সৌভাগ্য। ধন্যবাদ প্রিয় আর্টসেল। আর্টসেল আমাকে যা দিয়েছে যা লিখে শেষ করা ইম্পসিবল। ❤️❤️
This song saved my life. I was frustrated, depressed, suicidal once. And the only medicine which saved my life was "Utshober Utshahe". Live long Artcell, live long music!
I listening this song since from 2014, more than thousands time. but never getting older for me! The most underrated song of Artcell.... but for me, that's the best song of artcell.
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায়.. তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায়... জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গোপনে..... তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নীরবে.. মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেবো সেই সীমানায় তোমাকে... যত দূর চলে গেলে দূরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে.. সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা... সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে.. আবার এসে দাঁড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকা পরাজয় হয়েছে ম্লান চিরকাল... জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছো আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা..... আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ.. অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয়... তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দী করে রেখে.. জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে... বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিনবো এঁকে এঁকে.. পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমিষে... তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দী করে রেখে.. জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে... বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিনবো এঁকে এঁকে.. পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমিষে...
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমেষে....🔥🔥💙
২০১৬ থেকে শুনতাছি।২০১৯/০৮/২৫ এ এসে একটা কমেন্টস রেখে গেলাম।১০ বসর,২০ বসর পরও এই গান সবার কাছে এমনি থাকবে,অই প্রজন্ম ও এয় গানের জন্য পাগল থাকবে,,,তারা বুঝতে কমেন্টস পড়তে আসলে , artcell অনেক আগে থেকেই সবার কাছে লাভ।।
এই গান না আমার বয়স বাড়াই , না আমাকে আমার হতে দেয়.... আমি গীটারে তুলেছিলাম গানটি... এখন আল্লাহকে ভালবেসে আর গীটার বাজায় না , মন খারাপ হলে শুনি.... আবার এসে দাঁড়ালে একা , দেখবে আমার চোখে সম্ভাবনা, তবুও আমার বিষাদ ছায়া হয়ে..... ঢেকে দেয় তোমায় ....❤️❤️❤️
"বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে, চিনিয়ে নেব পথ চিনবো একে একে। পিছু ফিরে পাই, ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে। এই কথা, এই সুর, এই গান- সব শুনে মনে হয় বেঁচে থাকি অনেকদিন। আবার মনে হয়- ভালভাবে মরতে শিখি। This is the finest and most addictive art of Artcell, and for me- the best of all Bangla Music.
এমন মাস্টারপিস বাংলা রকে খুব কমই আছে... যখনই শুনি আচ্ছন্ন হয়ে থাকি... অপার্থিব... কুর্নিশ করি আর্টসেলের সব সদস্যদের.. সৌভাগ্য আমাদের; আমরা জন্মেছি তোমাদের সময়ে... ❤🙏
ঠিক এক বছর পর আবারও রমজানে ছুটিতে আসলাম ,, এই গানটার সাথে বিশেষ একটা স্মৃতি জড়িয়ে আছে। সময়টা শুধু বদলে গেছে বেচে থাকলে সামনের বছর আবারও কমেন্ট করবো ইনশা আল্লাহ #
amader 90's er genaration er jonno ei song gula chilo drugs.kiser yaba kiser nesha.ei gaan tai sorgio pnuvhuti dey akn o . honestly depressed life nia jara straggle korteche oder jonno ei gaan ta ja dite pare tar jonno artcell ke thanks dite chai na . ekdom mon theke roilo valobasha .
Dear Artcell, you will be loved in this century and the one after that and the one after that… 1:58 to 2:29 second unexplainably heart rendering lyrics.
আমার জীবনের সবচেয়ে প্রিয় গান।আজ ৬বছর শুনছি,একটু ও অবেগ কমেনি এই গানের প্রতি।টানা ১০০বার শুনতেও বিরক্ত লাগেনা। গার্লফ্রেন্ড আসবে যাবে কিন্তু উৎসবের উৎসাহ থেকে যাবে❤️ ২০২১এর জুলাইতে এসেও কেউ আছেন?