আমি একটা জিনিস বুঝিনা vivo ফোন আপনারা এতো সমস্যা খুজে বেড়ান কেন আর vivo থেকে কি ভাবে itel infixn ভালো হবে আমি নিজে vivo y 21 চালাই শুরু তে যেমন কিনছিলাম এখন ও তেমন ই কোন সমস্যা পাইনাই বিষয় করে ব্যাটারি একটু ও কমে নাই যেমন কিনছিলাম এমন ই
প্রথম কথা হচ্ছে এই দুইটা ফোনেই নরমাল ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসা নরমাল ইউজার হলে দুইটা স্মার্টফোনের মধ্যে যে কোন একটা স্মার্টফোন নিতে পারেন ram বেশি প্রয়োজন হলে ভিডিও দেখতে পারেন
Redmi 10c ফোনটি এক বছর দুই মাস ধরে ব্যবহার করতেছি। কিন্তু গত দেড় মাস মোবাইলটি চালানোর সময় দু-তিনদিন অন্তর অন্তর কয়েকদিনের জন্য অটোমেটিক কাজ করা শুরু করে। আবার গত কয়েকদিন ধরে নর্মাল ফোন কলের সময় মাঝেমধ্যে হঠাৎ নেটওয়ার্ক চলে যাচ্ছে এই সমস্যাটি কি কারনে হচ্ছে? ডিসপ্লের কারণে নাকি মাদারবোর্ডের কারণে নাকি অন্য কোন কারণে? আর এটা অফিসিয়াল সার্ভিস সেন্টারে ঠিক করতে কত খরচ হতে পারে? আশা করি উত্তর পাবো
@@amithasandipu7155 আমি ৫৪০০ টাকা দিয়ে একটি লোকাল দোকান থেকে ঠিক করেছিলাম।(তারা বলছে এটা display issue , আর অরিজিনাল ডিসপ্লের দাম ৫০০০ টাকা)। কিন্তু একমাস পরে সেই আগের মতন হয়ে গেছে ।
সুন্দর উপস্থাপনা ভালো লাগলো ধন্যবাদ। আমি একজন শিক্ষক। গেমিং বাদে প্রায় সব কাজই ভালোমত ফোন দিয়ে করতে হয় বিশেষ করে বই পুস্তক পড়া জুম মিটিং করা ইত্যাদি। সব ধরনের ফাইল সাপোর্ট করে, লংজিভিটি ও ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার। বিশ হাজারের মধ্যে কোনটি ভালো হয় জানালে উপকৃত হব। tecno camon 20 pro,poco x5 5g এবং infnix note 30 কেমন