রাজু ভাই একজন উচিৎ বাদী লোক সে সবাইকে সমান ভাবে দেখে, মিলন ভাইয়ের মতো একজনকে এগিয়ে দে না, মিলন ভাই শুরুতে রিয়ার নাচ গান দিয়ে শুরু করে আর সবাই একটা করে গান গাইলেও রিয়া বেশী বেশী গান গেয়ে থাকে মাতব্বরি বেশী করে এটা রাজু ভাই পছন্দ করে না বলে রিয়া নেই
শোভা বিল্পবের জন্য দোয়া রইলো আল্লাহ যেন ওদের দুজনের বিবাহ মিলিয়ে দেন শোভা বিল্পব দুজনকে সারাজীবন এক সাথে দেখতে চাই শোভা বিল্পব কে অনেক ধন্যবাদ সৌদি পবাসী
মনির, বিপ্লব ও ইমন তোমাদের কাছে থেকে নতুন নতুন গান চাই। আজ খেলাতে মনির ও রানি বিজয়ী কিন্তু গানের আজকে ইমন ফাটাফাটি ❤❤❤ ইউ ইমন ভাই,সেরা জুটি চাইনা, সেরা গান চাই, সে যে কেউ হোক, শ্রদ্ধা তার প্রতি, ভালোবাসা প্রতি, লাভ ইউ তার প্রতি, ভক্ত ও তার প্রতি, অনুসরণ ও তার প্রতি।
শোভা তুমি কোন চিন্তা করিও না বিপ্লব কোন দিন ভুলিবে না আর তুমিও বিপ্লব কে ভুলিয়ে না আমরা দশ্ক আছি তবে সবার গান ভালো হয়েছে তবে বিপ্লব শোভা যেখানে দশ্ক সেখানে আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরিও আল্লাহ হাফেজ মিডিয়া কে ধন্যবাদ
আমাদের প্রিয় জুটি শোভা বিপ্লব গোল দিতে না পারলেও গান অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আর আরেক কথা না বললেও নয় বর্তমানে এই টিমটা সুন্দর একটা টিম এটা সব সময় এভাবে যেন থাকে ধন্যবাদ সবাইকে দুবাই থেকে