আজকের খেলা ও গানের আয়োজনটা খুব সুন্দর হয়েছে বিপ্লব শোভা মনির রানি আতিয়া তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে ওস্তাদ রাজুভাই এবং শরিফুল ভাইকে জানায় ধন্যবাদ এমন একটা সুন্দর বিনোদন উপহার দেওয়ার জন্য ❤❤❤❤❤
বিপ্লব আতিয়ার হাত ধরে যেভাবে গান করেছে শোভার মুখটা কালো করে রেখে দিয়েছে শোভা তুমি টেনশন করো না বিপ্লবকে আমরা দর্শকেরা তোমার ছাড়া আর কারো হতে দেবো না বিপ্লব তোমার তোমারই থাকবে দুবাই থেকে
আমার মনে হয় সবার সঙ্গে বিপ্লবের কিছু হয়েছে। হয়তো সামান্য একটু দ্বন্দ্ব হয়েছে। বিপ্লব এবং শোভা তোমাদের দুজনেরই বয়স কম হয়তো একটু ঠকাঠুকি হইতে পারে, এটা নিজেদের মধ্যে মিটিয়ে নিও এতে আমরা তোমাদের দর্শকরা অনেক খুশি থাকব। তোমরা দুজন যখন হাসি খুশি থাকো তখন সত্যিই আমাদের অনেক ভালো লাগে। তোমরা কমেন্টে না থাকলে আমরা কোন কমেন্ট করি না। ঠিক তেমনি তোমাদের মধ্যে কোন মনোমালিন্য দেখলে আমাদের খারাপ লাগে। সভা বিপ্লব সেরা জুটি