Тёмный

আপনার সন্তানকে কেন বাংলা মিডিয়াম স্কুলেই পড়াবেন? 

Learning for Development
Подписаться 2,3 тыс.
Просмотров 16 тыс.
50% 1

আপনি কি একজন শিশুসন্তানের অভিভাবক? হ্যাঁ, আপনাকেই বলছি! আপনি কোন কোন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন যে, আপনার সন্তানকে বাংলা বা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবেন? নাকি বিশেষ কিছু না ভেবে আগে থেকেই ঠিক করে রাখেন? #BanglavsEnglishMedium
আপনি কী চান? আপনার সন্তানের শিক্ষালাভ ভালোভাবে হোক, নাকি ইংরেজি ভাষাটা ভালো করে শেখা হোক? এখন বলুন, নিজের ভাষায় একটি চেনা পরিবেশে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষালাভ করা ভালো, নাকি বিদেশী একটি ভাষায় দম বন্ধ করা একটি পরিবেশে শিক্ষালাভ করা ভালো?
#মাতৃভাষায়শিশুশিক্ষারসুবিধা
আজ পর্যন্ত আমি একজন শিক্ষাতত্ত্ববিদ বা শিক্ষা দার্শনিক খুঁজে পেলাম না, যিনি মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষায় শিক্ষার শুরুর কথা বলেছেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললে তো আবার মানবেন না অনেকেই, কারণ আমরা পশ্চিমী ভাবনায় শিক্ষাকে দেখি। কিন্তু আজ পর্যন্ত আমি একজন পশ্চিমা পণ্ডিতও খুঁজে পেলাম না, যিনি মাতৃভাষা বাদ দিয়ে অন্য কোনো ভাষাকে শিক্ষার বাহন করতে বলছেন, বিশেষ করে শিক্ষার শুরুতে।
জাতিসংঘের শিক্ষাবিষয়ক সকল নীতি এবং বাংলাদেশেরও শিক্ষাবিষয়ক সব দলিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলছে। তাহলে আমরা কোন যুক্তিতে উল্টো পথে হাঁটছি? অভিভাবকদের একটি সাধারণ কথা, ইংরেজি না জানলে এই যুগে কিছুই করা সম্ভব নয়, তাই ইংলিশ মিডিয়ামে পড়ানোর কোনো বিকল্প নেই। প্রশ্ন হলো, বাংলা মিডিয়ামে পড়ে কি ইংরেজি শেখা যায় না? ইংরেজি একটু কম ভালো হয়েও যদি বিদ্যার্জনটা ভালোভাবে হয়, সেটিই কি বেশি কাম্য নয়?
আপনার সন্তানকে কেন বাংলা মিডিয়াম স্কুলেই পড়াবেন, এর পক্ষেই নানা ‍যুক্তি তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। দেখুন আপনাদের কোনো কাজে লাগে কি না।
আর যদি এসব কিছুই না ভেবে কেবল অন্যের দেখাদেখি ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তানকে ভর্তি করে জাতে ওঠার বড়াই করেন তাহলে আমার আর কিছুই বলার নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে!

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
Далее
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 512 тыс.