Тёмный

আমার সোনার বাংলা | Amar Shonar Bangla | Bangladesh National Anthem | Adity Mohsin 

Adity Mohsin
Подписаться 20 тыс.
Просмотров 231 тыс.
50% 1

Song: আমার সোনার বাংলা - Amar Shonar Bangla (Bangladesh National Anthem)
Singer: Adity Mohsin
#AmarShonarBangla

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@mukthizcreation
@mukthizcreation Год назад
চোখের পানি ধরে রাখতে পারলাম না। একা একা কাদতে ইচ্ছে করে। এ গান আমি গাইতাম ৭১ সালে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের শিবিরে শিবিরে ভারতে। এমন কি তাজউদ্দীন ভাইকেও টেবল থাপড়ে এ গান শুনিয়েছি অনেক দিন কোলতাকায়। গান থামতেই দেখতাম, তিনি কাদছেন। আমি তখন কোন সুর জানতাম না। বেসুরো গলায় গাইতাম। তাও অনেক মুক্তিযোদ্ধা স্বজন হারা মাতা পিতা হারা সন্তান হারা অনেক মুক্তিসেনাই কাদতো এবং প্রশিক্ষণ শেষে আমার ক্যাম্পে এসে আবার শুনতে চাইতো। কেমনে ভুলিবো সে দিনের সে হৃদয় গ্রাহী সোনালী দিনগুলোর কথা। কবি গুরুর জন্ম হয়েছিলো এ গান লিখবার জন্য আর বাংলাদেশের জন্ম হয়েছিলো এ অমর সঙ্গীত কে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য। তোমার গলায় যেনো কি এক সুরের মাধুরী লুকানো। তাই মাঝে মধ্যেই শুনে সময় কাটাই। বিশ্ব ভারতীর বুলবুল দিদি আমায় বলেছিলেন দাদা তুমি রবীন্দ্র সঙ্গীত না গেয়ে পল্লিগীতি গাও খুব ভালো মানায় তোমার কন্ঠে। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সর্বনাশা পদ্মা নদী গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলাম। সে ২০০৫ সালে। ভালো থেকো বুবু। পপ রক এন্ড রোলের আঘাতে রবীন্দ্র নজরুল সঙ্গীত হারিয়ে যাচ্ছে। ধরে রাখো আগামী প্রজন্মের জন্য। প্রাণ ভরে দোয়া করি।&💚am💛p;l❤t;❤
@kakalisamajpati8868
@kakalisamajpati8868 7 месяцев назад
@bosudebooray5992
@bosudebooray5992 7 месяцев назад
আপনি সারা বিশ্বজুড়ে একজন বাঙালি পাবেন না যিনি এই গান শুনে কাঁদেন না বা গাইতে গিয়ে কাঁদেন না। আপনার মত মুক্তি যোদ্ধার সাক্ষীর সঙ্গে এই অনুভুতির কথা বলতে করে ধন্য বোধ করছি।প্রণাম।
@LokoGaan
@LokoGaan 6 месяцев назад
অনেক অনেক শ্রদ্ধা প্রিয়।
@mamunchoudhury8738
@mamunchoudhury8738 6 месяцев назад
এই গান শুনলে শুধু কান্না না, সব কিছু ক্ষনিকের তরে হারিয়ে ফেলি এক অতলে, মনে হয় আমার যে রিন (বানান টা ভুল) তা সাগরের অতলে গেলেও শেষ হবে না, ক্ষমা করো সবাই, কোথায় পাবো তাদের.....
@saifulbari825
@saifulbari825 6 месяцев назад
♥️🇧🇩♥️ আমি মনে করি কোন বাঙলাদেশী বা বাঙালী তার মাতৃভূমিকে ভালোবাসে কিনা তা যাচাই করে দেখার একটা মাপকাঠি হচ্ছে এই সংগীত। এই গান গেয়ে অথবা শুনে কারও চোখ দিয়ে যদি নিজের অজান্তে পানি চলে আসে অথবা আবেগে আচ্ছন্ন হয় তবে সে বুঝতে পারবে যে বাঙলার জন্য বা বাংলাদেশের জন্য তার ভালোবাসা আছে। আমার বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় ৮ বছর, ১৯৭১ সনের ২৫ শে মার্চ আছরের নামাজের পর এবং মাগরেবের আগে চট্টগ্রামের হালিশহর ইপিআর ক্যাম্প থেকে পালিয়ে দুইজন বাঙালী সেনা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরা অবস্থায় আমাদের উত্তর আগ্রাবাদের বাসায় দৌড়িয়ে ক্লান্ত অবস্থায় থামে। আমার মা তাদেরকে ভাত খেতে দেন এবং সন্ধ্যার আগেই তারা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরার জন্য আবার রওয়ানা দেয়। আমার মা তাদেরকে আমার বাবার দুটো লুঙ্গি এবং দুটো শার্ট দিয়ে দেন। আমার মামা মুক্তিযুদ্ধের শুরুতে কাউকে না জানিয়ে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল। আপনার প্রতি রইলো আমার শ্রোদ্ধা এবং সালাম, মনে মনে আপনার পায়ের ধুলা মাথায় নিয়ে মাখলাম। আপনারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন বলেই নিজের দেশে বাংলা মায়ের সন্তান হিসেবে নিজেদের পরিচয়ে বাঁচতে পারি। আপনি সুস্থ থাকবেন, Thank you soldier, SALUTE.
@tapaskumarray9897
@tapaskumarray9897 Год назад
এটি তো একটি সাধারণ রবীন্দ্রসঙ্গীত নয় একটি দেশের একটি জাতির জাতীয় সঙ্গীত। বাংলাদেশ এর মানুষের আবেগ এর সঙ্গে জড়িয়ে আছে। স্পষ্ট উচ্চারণ আর দরদ দিয়ে সঙ্গীত টি পরিবশন করেছেন। অসাধারণ শিল্পী,খুব ভাল লাগল। ভারতবর্ষ থেকে।
@S.BHAOWAR3217
@S.BHAOWAR3217 3 месяца назад
লেখক টি কে ছিলেন?
@nazmulhossain4292
@nazmulhossain4292 7 месяцев назад
অদিতি মহসীনের কন্ঠে প্রতিটি গানে মোহাবিষ্ট হয়ে পড়ি, অপ্রতিদন্দী!
@parth3429
@parth3429 3 года назад
অসাধারণ ।রবীন্দ্রনাথের গানগুলো মাত্র কয়েকজন শিল্পীর জন্য সৃষ্টি । অদিতি মহসিন তাদের মধ্যে একজন ।
@sirajulislam4405
@sirajulislam4405 Год назад
Shuvo💖
@anwerhossain1396
@anwerhossain1396 4 месяца назад
পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সংগীত ❤️🇧🇩❤️
@poddarkanchan
@poddarkanchan 6 месяцев назад
বাংলাদেশের শিল্পিদের গলায় একটা আলাদা গভীরতা আছে। আমি ভারতে থেকেও বলছি ।
@pavelchakraborty9942
@pavelchakraborty9942 2 года назад
কেন জানি না , এই গানটা শুনলেই আর গাইলেই চোখে জল চলে আসে । নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আমি একজন বাঙালি হয়ে জন্মেছি , সত্যিই " আমি নয়ন জলে ভাসি "
@amaldatta174
@amaldatta174 Год назад
একজন বাঙ্গালীর সর্বোত্তম আবেগ আর সুর মাধুর্য্য দিয়ে গাওয়া এই গানটি শুনে কোন বাঙালি আপ্লুত না হয়ে পারেনা ।
@tathagatasen7136
@tathagatasen7136 3 года назад
এই গান শুনলে চোখ ভেসে যায় চোখের জলে! সব বাঙালির নিশ্চয় একই প্রতিক্রিয়া হয়! ভুবনমনো মোহিনী বাংলা মা আমাদের!
@swapanmajhi5946
@swapanmajhi5946 Год назад
রবীন্দ্রসঙ্গীতকে সবাই ধারণ করতে পারেন না, কেউ কেউ পারেন, অদিতি মহসিন তাঁদের মধ্যে একজন। যতবার শুনি - কান্না পায়। আনন্দের অশ্রুতে প্লাবিত হতে মন চায় তখন।
@pallabkumarroy3990
@pallabkumarroy3990 3 года назад
আমাদের বাঙ্গালীর গর্ব হচ্ছে শিল্পী অদিতি মহসিন। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের স্নিগ্ধতা এবং সৌন্দর্য শিল্পী অদিতি মহসিনের কন্ঠ শুনেই প্রেমে পড়েছি। তবে আজ নিজ দেশের (বাংলাদেশে🇧🇩🇧🇩🇧🇩❤️❤️) জাতীয় সংগীত উনার কন্ঠে একটি ভিন্ন মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে।
@avijitbandyopadhyay4525
@avijitbandyopadhyay4525 3 года назад
রবীন্দ্রসঙ্গীতের দিকপাল শিল্পীদের মধ্যে একজন। অসাধারণ!!🌹🌹🙏🏻 🙏🏻
@ZiniaEmon
@ZiniaEmon 4 месяца назад
প্রবাসী বাংলাদেশি সকলের প্রাণ জুড়ে যাওয়া স;গীত।ছুটে যেতে চায় প্রাণের দেশে,মন দোয়ার খুলে বলতে ইচ্ছে করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...❤❤❤❤
@saidulislam9724
@saidulislam9724 4 месяца назад
যতো শুনি ততোই মধুর লাগে,, এতো ভালো দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীত বিশ্বে আর কোনো দেশে নাই
@dilipdas-js4lw
@dilipdas-js4lw Год назад
অদিতি মহসিনের গাওয়া ও আমার দেশের মাটি ও আমার সোনার বাংলা এই গান দুটি অসাধারণ গেয়েছেন । অতি চমৎকার সুরালো কন্ঠস্বর । মন ছুঁয়ে যায় । রবীন্দ্র সংগীতের বিখ্যাত গায়ক গায়িকাদের ইনি একজন।
@AbdulHaqueDevan
@AbdulHaqueDevan 9 месяцев назад
❤ bangali nhi samajhta phir bhi bangla anthem bahut sunta hu achha lagta hai ❤
@debajyotisengupta686
@debajyotisengupta686 3 года назад
কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
@ashrafulkabir7464
@ashrafulkabir7464 8 дней назад
আমার প্রাণের এবং হৃদয়ের গান। গানটি শুনলে আমি আমার মনে অনেক শান্তি ও আনন্দ পাই
@pranabchowdhury5398
@pranabchowdhury5398 2 года назад
অদিতি মহসিনের বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার মতো ঝড়ে পড়েছে। ওনার গান যত শুনি ততই মোহীত হয়ে যাই।
@mintleaf182
@mintleaf182 11 дней назад
অভাগা জাতি আমরা যারা নিজেরা কী চাই জানিনা!.. অন্য কোন গানের সাথে এই সৃষ্টির তুলনা কিভাবে চলে আমার জানা নাই!!
@anwerhossain1396
@anwerhossain1396 5 месяцев назад
পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সংগীত
@santomitra8702
@santomitra8702 7 месяцев назад
খুব সুন্দর করে গেয়েছেন। শ্রদ্ধা নিবেদন করছি শিল্পীকে ।
@gmhasan4790
@gmhasan4790 2 года назад
অদিতি অনন্যা। এটা আপনার দরদীয়া অনন্ত দেশপ্রেমিক কন্ঠে শোনার জন্য আমার একটা নাছোর হাপিত্তেস ছিল। আজ তৃপ্ত শান্ত মনে ঘুমাবো। আপনাকে অশেষ শ্রদ্ধা জানাই।
@plutuskarmakar5230
@plutuskarmakar5230 День назад
Sotti Aporup. Apnake ank ank dhanyobad. Joy Bangla, Joy Bongobondhu
@dibakarguin3571
@dibakarguin3571 6 месяцев назад
Heartfelt regards & Hundred of Salutes to your legend voice, expression & emotion towards each & every song. Always in my heart. Soulfully prayer for peace, happiness & always good health with the blessings of Omnipotent Allah Tallah. Jai Hind-Jai Bangla. 🌹🙏🌹
@rockenggpltd
@rockenggpltd Месяц назад
aar koto din ei gan gaite parben ..... one of the best national anthem ..... GOD SAVE BANGLADESH
@THEGREENCHANNELnet
@THEGREENCHANNELnet 3 года назад
দেশান্তরী হৃদয়ের হাহাকারটা আরও বাড়লো! ছুঁয়ে গেল মনের বেডরক। ধন্যবাদ এবং শুভকামনা।
@portraitbymac221
@portraitbymac221 7 месяцев назад
মুক্তিযোদ্ধাদের পরে এমন করে কেউ গাইতে পারেনি 💚 ❤
@morshed1975
@morshed1975 12 дней назад
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" শৈশব ও কৈশোর জীবন থেকেই এ মধুর সঙ্গীত আমার ভালো লাগে। গানের কথা, সুর আর গায়কী এমন যে একে ভালো না বেসে পারিনি। বড় হয়ে ওঠার পর যখনই গানটি শুনেছি চোখ ভিজে গেছে, গায়ে কাঁটা দিয়ে উঠেছে আর বিশেষ এক আবেশে দেহমন শিহরিত হয়েছে। এরই নাম যদি হয় ভালোবাসা; তবে আমি এ সঙ্গীত ভালোবাসি। আমি বাংলাদেশকে ভালোবাসি। জাতীয় সঙ্গীত || ০৪-০৯-২৪
@kajalneogi1229
@kajalneogi1229 Год назад
ওনার কন্ঠে সরস্বতীর বাস, অসাধারণ সুরেলা কন্ঠ।
@AnmonaAnmona
@AnmonaAnmona 8 месяцев назад
এই সংগীত শোনলে চোখে পানি এসে যায়।
@ShakhawatUllah
@ShakhawatUllah 11 дней назад
আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর গান
@debabratamukherjee8218
@debabratamukherjee8218 Год назад
Can't help being nostalgic whenever Adity sings 🙏🙏 🙏
@kailashdebbarma3519
@kailashdebbarma3519 3 года назад
এত প্রিয় শিল্পী যা কথায় বুঝাতে পারবো না ।
@jibondas6440
@jibondas6440 2 года назад
Excellent
@manikapaul3416
@manikapaul3416 2 года назад
ADITY MAA TOMAR GAAN SHUNE MONTA VORE GALO .GOD BLESS YOU
@ajaydutta7858
@ajaydutta7858 3 года назад
AIJONNOI ETO VALOBASI R THIK TOTOTAI SRODHHA KORI APNAKE DIDIYA ADITY APU.............. ...... KOLKATA 21ST SEPTEMBER 2021
@nirenshome1423
@nirenshome1423 2 года назад
I am very glad to listen almost all the Rsbindra Sangeet in sweet & melodious tone of Aditi Mohasin , may God bless her to spread the sweet fragrance of Ravindra Sangeet , the deep philosophical meaning of which is not commonly understood , unless it is presented by the singer calmly with devotional feelings
@budhansaha2660
@budhansaha2660 10 месяцев назад
আপনি অন্তর দিয়ে গান করেন। অনেক অনেক ধন্যবাদ । ভারতবর্ষ , পশ্চিম বঙ্গ , বীরভূম থেকে ৷
@kalyanchattopadhyay3819
@kalyanchattopadhyay3819 11 месяцев назад
শামা, গুরুদেবের কথা আর সুর এবং আপনার কণ্ঠের অমৃত ধ্বনি আমাকে এমন জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা কঠিন ।
@bapitalukder8113
@bapitalukder8113 2 года назад
আমি গান পাগল মানুষ, কনকচাঁপা,রেজওয়ানা চৌধুরী বন্যা,কাদেরি কিবরিয়া প্রমুখদের অসম্ভব ভক্ত। আজ ওনার অনেক গান শুনলাম আহঃ কি দরদ তার কন্ঠে, যতই শুনি ততই দেহ মনে প্রশান্তি লেগে হৃদয়টা জুড়িয়ে যায়।। ওনার শতো গানের ভিড়ে, ঐ দেশাত্মবোধক গানটি.... ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই গানটি কতো আবেগ, কতো দরদ দিয়ে গেয়েছেন, যাহা শুনে সত্যিই বিমোহিত হয়ে গেছি। গানটি শোনার একপর্যায়ে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পরেছে,যখন ওনার চোখে মুখে দৃষ্টিপাত করি, তখন আমিও আমার আবেগটুকু ধরে রাখতে পারিনাই।। আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি, মহান আল্লাহ পাক ওনাকে দির্ঘজিবি করেন।।
@shyamalkantidas5153
@shyamalkantidas5153 2 года назад
অসাধারণ অতুলনীয় গায়নশৈলী দ্বারা পরিবেশিত গানটি মনে যারপরনাই খুশির বাতাবরণ ‌ সৃষ্টি করে মনকে বিপুলভাবে নাড়া দিয়ে যায় । দিদিভাই আপনাকে এর জন্যই অসংখ্য শুভেচ্ছা শুভকামনা ও ধন্যবাদ জানাচ্ছি ।
@m.a.quashem1989
@m.a.quashem1989 3 года назад
Adity, Amar salam o bhalobasha roilo apnar jonno.Apnar gaan amake besh anurito kore.Bhalo thakben.
@mukul5509
@mukul5509 7 месяцев назад
Aditi Mahasin ke asesh dhanyabad janai Gan ti gaibar janya ar Rabindra Sangeeter Sugandha ke dhare rakhar janya.
@SushenGhosh-sc5bg
@SushenGhosh-sc5bg Год назад
Wonderful performance no confusion,thanks
@ARKhan990
@ARKhan990 3 года назад
অসাধারণ গেয়েছেন। Ataur Rahman Khan
@shambhu522
@shambhu522 7 месяцев назад
অসাধারণ কন্ঠ। মন ভরে গেল।
@resunward6599
@resunward6599 7 месяцев назад
amader jatio Sangeet gurudeb er upohar . salute gurudeb.
@md.ruhulaminmunshi4303
@md.ruhulaminmunshi4303 2 года назад
It is crossing the tears line, i love Bangladesh.
@biplab_Pramanik
@biplab_Pramanik 10 месяцев назад
দুই বাংলার হৃদয স্পর্ষ করাগান।
@jitennath9196
@jitennath9196 2 года назад
অসাধারণ সুর এবং অভিব্যক্তি
@kazisafin8226
@kazisafin8226 2 года назад
হৃদয়টা একদম ছুঁয়ে গেলো 🇧🇩
@milankantidas7723
@milankantidas7723 11 месяцев назад
অনেক দিন পরে ম্যাডামের গান শুনলাম। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন । নমস্কার।
@gourharihazra2273
@gourharihazra2273 4 дня назад
দারুণ। অসাধারণ। ভারত থেকে।
@suparnasarkar1456
@suparnasarkar1456 7 дней назад
E gaan praner antorer anubhob, Apurbo Adity.
@atanubandyopadhyay5215
@atanubandyopadhyay5215 2 дня назад
অপূর্ব গায়ন! অথচ এই গানের বিরুদ্ধে আজ কত কথা বাংলাদেশ জুড়ে। কারণ হাস্যকর- রবীন্দ্রনাথ নিষ্ঠুর হিন্দু / ব্রাহ্ম জমিদার, বাংলাদেশী নন, মুসলমান নন। গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তাতে বাংলাদেশের উল্লেখ নেই। বাংলাদেশে শিক্ষিত সমাজে পর্যন্ত এরকম উদ্ভট ও বিকৃত চিন্তার লোক প্রচুর।
@Arnobritchil178
@Arnobritchil178 Год назад
এই গান শুনলে সেই ছোট্ট বেলার কথা মনে করিয়ে দেয়।
@amnurrahamanaminur8265
@amnurrahamanaminur8265 6 месяцев назад
অসাধারণ গেয়েছেন, অদিতি মহসিন আপা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন
@forhadraza2689
@forhadraza2689 3 года назад
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস কী যে শিহরণ জাগায়!
@JafetHansdah
@JafetHansdah 6 месяцев назад
Ei ganta School jibone khuboy partam,ekhon sur tante boro kosto lage.
@MAHMUDCALYX
@MAHMUDCALYX 3 года назад
অদ্ভূত সুন্দর! সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। Adity keep it up. নতুন কিছু গান শুনতে চাই।
@bakibillah8719
@bakibillah8719 7 месяцев назад
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি ❤
@drmahbuborrahman1061
@drmahbuborrahman1061 3 года назад
হৃদয় দুমড়েমুচড়ে মিশে যায় রক্তাক্ত বাংলায় !
@pallabgayen4073
@pallabgayen4073 Год назад
আহা! কি মর্ম কথা !! শ্রদ্ধা জানাই
@khalilahmed6741
@khalilahmed6741 Год назад
Hello
@khalilahmed6741
@khalilahmed6741 Год назад
Thank you
@khalilahmed6741
@khalilahmed6741 Год назад
Very good
@noelchakrobartty1716
@noelchakrobartty1716 6 месяцев назад
Excellent job ❤thanks bor di vahi❤ god bless everyone ❤
@sahabuddinahmed11
@sahabuddinahmed11 2 года назад
Adithi kay proshongsha korley, thakey choto kora hobey.Adithi Banglar Pride. !
@niveditachakraborti1513
@niveditachakraborti1513 3 года назад
অসাধারণ...🙏💖💥🌻
@joydevmondal6775
@joydevmondal6775 6 месяцев назад
এক কথায় অসাধারণ.
@jyotisaha5069
@jyotisaha5069 Год назад
Apurbo Just Apurbo . 🙏🙏🌷🌷🌷
@user-ug6tn3qs5r
@user-ug6tn3qs5r 5 месяцев назад
Gaye kata dei, ai ganta sunle, bises kore Aditir kanthe!.... Abegmohito gayoki!
@user-ky3lz1ym6n
@user-ky3lz1ym6n 2 года назад
সত্যিই অসাধারণ
@EhsanulHaque107889
@EhsanulHaque107889 2 года назад
After Ajit Roy's version of this song from the film Jibon Theke Neya, yours is the best version so far Adity Apu.
@saradacharan7167
@saradacharan7167 5 месяцев назад
বাংলা, বাঙালী, বাংলাদেশ - আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের ভালোবাসা ....🙏
@MohdAhmed-v6s
@MohdAhmed-v6s 3 месяца назад
Excellent love from the heart as a Bangali from New York.
@subhasray7598
@subhasray7598 4 месяца назад
Waw what a beautiful displayed by you Aditi. 83 yrs old RTD Engineer from Bangalore Bengal.
@monjubhuiyan9815
@monjubhuiyan9815 7 месяцев назад
নি:সন্দেহে অপূর্ব !
@mohiuddinbhuiyan8039
@mohiuddinbhuiyan8039 7 месяцев назад
অত্যন্ত সুন্দর।
@kiranmoydutta2059
@kiranmoydutta2059 3 года назад
অসাধারণ দিদি। আমি আপনার অনেক বড় ভক্ত🥰🥰
@md.shafiqulislamsiddique6292
@md.shafiqulislamsiddique6292 6 месяцев назад
অসাধারণ গেয়েছেন শিল্পীকে অভিনন্দন ।
@AlamgirHossain-kz3fs
@AlamgirHossain-kz3fs Год назад
এক কথায় অসাধারণ ♥️
@abutaherhowlader8466
@abutaherhowlader8466 3 дня назад
মন ছুইয়ে যায়। আর কিছু বলতে পারছি না
@nazrulislam-jh8hs
@nazrulislam-jh8hs 6 месяцев назад
অসাধারণ গায়কি
@chwdurirebeka9066
@chwdurirebeka9066 2 года назад
হৃদয় উথলে উঠে
@jahangiralam-pf7ic
@jahangiralam-pf7ic Год назад
অসাধারণ দিদি ।
@ferdousirahman439
@ferdousirahman439 5 месяцев назад
স্বার্থক জাতীয় সংগীত
@balaramdhali2618
@balaramdhali2618 Год назад
Nice unbelievable ❤❤❤
@shurojitshen
@shurojitshen Год назад
খুব সুন্দর গেয়েছেন।
@user-xr7jk7vn3g
@user-xr7jk7vn3g 4 месяца назад
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩♥️🇧🇩।
@azharulislam4975
@azharulislam4975 12 дней назад
❤ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ❤
@kheyalibanerjeemusical6143
@kheyalibanerjeemusical6143 7 дней назад
জাতীয় সঙ্গীত হিসাবে এই গান আর কত দিন গাইতে পারবেন? 😢 শুভবুদ্ধির উদয় হোক🙏
@suvashchandraroy1349
@suvashchandraroy1349 9 месяцев назад
অসাধারণ
@babulnath4192
@babulnath4192 6 месяцев назад
Osadharon Madam.
@shubhadebbarma3656
@shubhadebbarma3656 4 месяца назад
কি অদ্ভুত
@bhaskarray2717
@bhaskarray2717 5 месяцев назад
অদিতি দিদিভাই মন ভরিয়ে দিলেন।
@swrajitbarua9077
@swrajitbarua9077 3 года назад
দিদি মন ভরে গেলো। আমার জাতীয় সংগীত।💐💐💐💐💐
@anupacharya8731
@anupacharya8731 9 месяцев назад
অপূর্ব অপূর্ব 🎉🎉🎉 এপার বাংলা থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল ❤আপনি দীর্ঘজীবী হোন 😊
@sujataghosh7343
@sujataghosh7343 3 года назад
অতুলনীয় পরিবেশনা দিদি!🙏
@nazmulhossain4292
@nazmulhossain4292 7 месяцев назад
আদিতি মহসীন, গগন হরকরা র " আমি কোথায় পাবো তারে " - এই গানটি আপনার কন্ঠে শুনতে চাই।
@hmed_ullah
@hmed_ullah 9 дней назад
বাহ্, অসাধারণ
@arundiptikayal3207
@arundiptikayal3207 6 месяцев назад
Excellent singing.May God bless you to sing more and more.. From- Arundipti Kayal.(India).
@ranjbabu3845
@ranjbabu3845 2 года назад
আপনার সম্পর্কে আর কিই বা বলবো? যত‌ই ভূয়সী প্রশংসা করি সবই কম। আপনার তুলনা আপনি নিজেই। আমি আপনার গান শুনতে খুব ভালোবাসি। আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুধু একটাই অনুরোধ করব যে কবিগুরুর লেখা "বাংলার মাটি, বাংলার জল" এই গানটি আপনার এই সুমধুর কন্ঠে একটিবার শুনতে চাই। আপনি এই গানটি গাইলে আমি খুবই খুশি হব। যদি সম্ভব হয় তো আমার এই অনুরোধ-টুকু Please 🙏🙏 একটু রাখবেন Madam। ধন্যবাদ। প্রণাম নেবেন। 🙏🙏🙂🙂
@AnjanMistryAnjan
@AnjanMistryAnjan 2 месяца назад
Very sweet voice. 🎉❤❤❤🎉
@sumankantibarua2658
@sumankantibarua2658 5 месяцев назад
আমার মাকে খুব মনে পরে গেল। আমি আমার মায়ের মুখে আমার বাংলা মাকে দেখতে পাই। মা তুমি ওপারে ভালো থেক। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
Далее
Моя Бывшая - Зомби Вернулась!
24:45
Amar Sonar Bangla
7:32
Просмотров 10 тыс.