Excellent presentation of the Tagore song-- the song did justice to the lyrics and carried us to a new world, visualized by Tagore.Congratulations! We would like to hear more Tagore songs from Ms.Ratna Banerjee.
চোখে পানি চলে এসেছে। খুব কষ্ট লাগে যখন সোনার বাংলায় শকুন বেড়ে যায়।দূর্নীতিবাজ, ভূমিদস্যু,টাকাপাচারকারী বাংলাকে ক্ষতবিক্ষত করে সাম্প্রদায়িক শক্তি যখন ত্রাসের রাজত্ব করে দেশটাকে গ্রাস করতে চাই খুব মায়া লাগে সোনার বাংলার জন্য
অদিতি মহসিন সত্যিই অদ্বিতীয় ! সুন্দর গেয়েছেন | নিলুফার ইয়াসমিন, রেজয়ানা বন্যা ইত্যাদি কত ভাল ভাল গায়ক বাংলাদেশে আছে ! এইসব গানই আসল বাংলাদেশের সংস্কৃতি ! কবে কি করে একদল মরুভূমির শুষ্ক আরবী ব্যবসায়ীর দল তাদের সংস্কৃতি ফাঁকা মাঠে গোল দিয়ে বাংলাকে ঝগড়ার মধ্যে ঠেলে দিয়ে বোকা বানিয়ে আমাদের মাথা মন দখল করে পরাধীন করে দিল | যত দিন আমাদের মাথা মনে এই শুষ্ক মরুভূমি কাঠখোট্টা আরবী সংস্কৃতি থাকবে ততদিন আমরা পরাধীন | বাংলাদেশ তার নিজস্ব কাদা মাটি পানিতে ভেজা শষ্য শ্যামলা সোনার বাংলাদেশকে বুঝে নিজস্ব মাটির সংস্কৃতিকে মাথায় ও মনে বসাবে তখনই সে প্রকৃত অর্থে স্বাধীন ! জয় বাংলা !