অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সকল থাকার পরেও কেন যেন পৃথিবীর সবচেয়ে বড় ধাক্কা মনে হচ্ছে মানুষের জীবনের উপর ধাক্কা। সেটা যে দল করেছে আল্লাহ তাদেরকে আর এই বাংলায় অসহায় মানুষের ওপর না চাপিয়ে দেন এই দোয়া করি। আর অনেক আগে থেকেই তাদের থেকে তওবা করে বিদায় নেই। আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে পাকড়াও না করেন।