@@mdjalaj7049 ভাই আপনি কি আল্লাহর প্রতি ঈমান আনছেন। যদি আল্লাহর প্রতি ঈমান আনতেন তবে কখন এমন মন্তব্য করতে পারতেন না। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তা এক মাএ আল্লাহ ভালো জানেন। কোন দল করে কেউ কোন দিন জান্নাত, জাহান্নামে যেতে পারবে না। বিএনপি, জামাত, আওয়ামী কোন দল করে কেউ যেতে পারবে না। আপনার দুনিয়ার জীবনের উপর নির্ভর করে আল্লাহর আপনার কৃতকর্মের ফল দিবেন ❤
জীবনের শেষ বয়সে সত্য বলার জন্য অনেক ধন্যবাদ। বি এন পির মত সাধারণ মানুষের সমর্থনপুষ্ট দলের সাথে যেহেতু বর্তমানে জড়িত আছেন বাদ বাকী জীবন এই দলের সাথে কাটিয়ে দেন।
১০০ ভাগ সত্যি আমি নিজে দেখেছি তখন তখন বাংলাদেশের সমস্ত ছাত্রলীগ নেতাকর্মীরা ফজলুর রহমান হতে চাইতো। আমি নিজে দেখেছি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভা শেখ হাসিনা প্রধানঅতিথি ফজলুর রহমান যখন বক্তব্য দেওয়া শেষ হয়ে যেত তখন মাঠর অর্ধেক লোক জনসভা থেকে চলে যেত শেখ হাসিনা বক্তব্য না শুনে। আমরা জানতেন পারলাম বাংলাদেশের আর কোন জনসভা ফজলুর রহমান কে নেওয়া হতোনা।
জনাব তারেক রহমানের নিকট বিনীত অনুরোধ তিনি যেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মূল্যায়ন করেন, অসাধারণ নেতৃত্ব গ্রহণ রয়েছে ভদ্রলোকের, দক্ষ একজন সংগঠক উনি
মুল্যায়ন না করলে তারেক জিয়াও ঠুস করে পরে যাবে। তারেক জিয়া জিয়াউর রহমানের ছেলে বিধায় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক আর ফজলুর রহমান সাহেবদের পিতার পরিচয় দরকার হয়না। তারা বাংলাদেশের রাজনীতির ধারা তৈরি করেছে বা করে।
সব দলেই আবোল তাবোল বলা পাগলের অভাব নাই। রাজনীতি ভালো কোন পরিবারের বা ভালো কোন জ্ঞানী উচ্চ শিক্ষিত লোক করেনা। তারা সচিব হয়, আমলা হয় আর ছাগল গুলাকে স্যার ডাকতে হয়।
আপনি একজন আদর্শবান মানুষ আপনাকে আমি চিনি কারণ আপনি যখন মাস্টার্স ফাইনালে আমি তখন জগন্নাথ থেকে ইনটারমিডিয়েট পাশ করি আমাদের জিন্নাহ ভাই ভি পি ছিলেন বিভিন্ন করনে ইউনিভার্সিটিতে যাওয়া হত সেখানেই আপনার সাথে পরিচয়।1975 শেখ মুজিব মারা যাবার পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম।এখনও বিদেশ ই আছি।দীর্ঘ পঞ্চাশ বছর পর দেশের অবস্থা দেখে খুবই ভাল লাগছে।আপনি বি এন পি একজন নেতা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যাতে বি এন পি খমতায় এসে আবার হাসিনার মত নৈরাজ্য শুরু করে না দেয়।আমি দেখতে পাচ্ছি বি এন পি কিছু নেতা already শুরু করে দিয়েছে তাদের খমতায় যাবার লোভ। আপনি এদের দমন করবেন আশা করি।বাংলাদেশের ছাত্র জনতার এই সাফল্য কে যাতে আমরা ধরে রাখতে পারি।সব শহীদের আত্মার শান্তি কামনা করছি।
অসংখ্য ধন্যবাদ মানবতা আদর্শ সততা যার মধ্যে মনুষ্যত্ব বিবেগ বুদ্ধি আছে তারা আওয়ামী লীগ ছাড়বে অবশ্যই ১৭. বছর দেশ বিরোধী জনগন বিরোধী মানবতা বিরোধী কাজ করেছে সৈরাচার সরকার।
আমি যখন আনন্দমোহন কলেজ পড়ি কলেজ নির্বাচনে প্যনেল পরিচিত অনুষ্ঠানে গায়ক আবদুল জব্বার ও ছাত্রলীগের ফজলুর রহমান । যখন ফজলুর রহমান বক্তব্য শুনতে শুনতে তখন আবদুল জব্বার গানের কথা ভুলে গেছে। আবদুল জব্বার গান ছাড়া সিনেমা হলে সিনেমা মানুষ দেখেনা।