আপনার ভদ্রতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে সিনিয়রকে সম্মান দিয়ে বলা "আমি এই গানকে নই, বরং গানটা আমাকে জনপ্রিয় করেছে"। এই উক্তিই প্রমাণ করে আপনি কতোটা ভদ্র ও গুরুভক্ত।
কত সুন্দর কথা, 'আমি গানটাকে জনপ্রিয় করিনি, গানটা আমকে জনপ্রিয় করেছে' এবং এটাই সত্যি। নোবেল হলে হয়ত বলত, 'আমার জন্য মানুষ আব্দুল করিমকে চেনে'। কারো গান ব্যবহার করলে মূল লেখক ও গায়কের প্রতি শ্রদ্ধা থাকাটাই আদবের লক্ষণ।
সত্যি কত সুন্দর গোছানো সাজানো কথা দিয়ে শাহ আব্দুল করিম সাহেবের গান খানা তৈরি যতবার শুনি হৃদয় ভরে যায়❤️ আশিক ভাইয়ের গলায় সুরের মাধুর্য দিয়ে ফুটিয়ে তুলছে
অসাধারণ গান আমার প্রাণ প্রিয় শিল্পী আসিক ভাই তবে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিলো কিন্তু আজ দাউদকান্দি উপজেলায় আপনাকে দেখে সেই ইচ্ছে টা পুরন হলো অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য
গানটা যে আমার কত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আর জনাব আশিকের কন্ঠে গানটা যেনো মধুময় গান হয়ে ধরা দিয়েছে।আমি গানটা কতবার যে শুনেছি আর গুন গুন করে গেয়েছি তা গুনে শেষ করতে পারবো না।বলা যায় গানটার জন্যই আমি জনাব আশিক কে আমার গুরু মানলাম। এতো সুন্দর গায়কি আমি আর কোন শিল্পির গলায় পাই নাই। যদি কখনও সুযোগ হয় গুরুর পায়ের ধুলো নিতে পারলে ধন্য হবো।অনেকে ভাবছেন আমি বাড়িয়ে বলছি।সত্যি বলছি একটুও বাড়িয়ে বলছি না। ভালোবাসার থেকে বলছি।ভালো থাকবেন গুরু…
এই গানটি উনি বাংলাদেশ বেতারে শিল্পি বাছাই পর্বে গেয়েছিলেন মনে হয়। তখনি প্রথম গানটি শুনেছিলাম। গানের কিছু শুর মনে ছিল কিন্তু গানের কথা মনে ছিল না তারপর অনেক মনে মনে খুজেছি। বেশ কিছু বছর পর উনার গলায় সেই গানটি প্রথম বারের চাইতে আরও অসাধারন লেগেছিল।
আহ কলিজার ভাই এমন কন্ঠ আর বাংলায় পাইলাম নাহ দুয়া রইলো ভাইয়া আমারো আশা শিল্পি হউয়ার চেস্টা চালাচ্ছি সুধু মাত্র আপনার গান এবং আপনাকে ফলো করে দুয়া করবেন আমার জন্নে💙💜💚💛💙💙