Ever green eternal lovers Suchitra Uttam the greatest legends of Tollywood film industry they've contributed 29 films within three decades, the relationships of the actors were as the friend, philosopher and guides to each other. Love, respect regards which remain till their deaths.
উত্তম-সূচিত্রা র মাঝে প্রেম ছিল কি ছিল না,, তা নিয়ে এতো জল্পনা কেন?? পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল।। সেটাই বড়ো।। উত্তম কুমার এর কথা চিন্তা না করলেও সূচিত্রা সেন আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধা ভাজন ব্যক্তি।।
অতুলোনীয় যা কল্পনাতীত ও অবিশ্বাস্য এবং স্বাভাবিক দৃষ্টি সীমার বাইরে বুঝতে হলে অবশ্যই পার্থিব জীবন ও জগতের বাইরে থেকে দেখতে হবে যা সকলের জন্য উন্মুক্ত নয় বরং আশীর্বাদ প্রাপ্ত ও সংরক্ষিত।
যা ছিল সেটা বোঝার মত মন আর চোখ সবার তো নেই। তাই সবাই অনুমান করে নিয়েছেন নিজেদের মতো। যাইহোক ওনাদের যে কখনো যে ইগো, আবার মিল, অসময়ে পাশে থাকা, আবার রাগ, আর আজীবনের অটুট বন্ধুত্ব ছিল, আমি সবকিছু দারুণ উপভোগ করি। একটা সম্পর্কে যা যা ইমোশন থাকে সব ছিল। শুধু প্রেমে যে চাহিদা থাকে সেটা বাদ দিয়ে।সেরা জুটি অনস্ক্রিন অফস্ক্রিন দুটোই।
প্রত্যেক মানুষের মধ্যে প্রেম থাকা উচিত । প্রেম না থাকলে ঈশ্বর লাভ হয় না । রাধা-কৃষ্ণ , রামকৃষ্ণ-সারদা প্রত্যেকেই পরস্পর প্রেমে জড়িত । প্রেম মানেই শরীরের সম্পর্ক নয় , মনের সম্পর্ক । শরীর চিরকাল থাকে না, কিন্তু আত্মারূপী মনের মৃত্যু হয় না। লাইসেন্স বিহীন শারীরিক সম্পর্ক এখন বেশি প্রচলিত, তাই উত্তম সুচিত্রা সেনের মতো গুণী জনদের প্রতি ও এরকম অপ্রাসঙ্গিক ও অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হয়েছে । বাদ যায় নি কবি গুরুও ।
Uttam Kumar and Suchitra era dojan chhilen romantic jodi,eder modhye r jai thakuk mone hay prem not,ekta pabitra samparka jeta parthibo noy sargio.aaj dojaner keu beche nei kitu aajo amader modhhe chiro ujjal romantic maha nayak o naika hoye beche thakben.onader pranam janai.Thanks for your lovely picture.🙏
Ekdom thik kotha. Sabitri kono dik diyei Suchitra r dharekacheo ashe na. Sabitri r durbolota chilo Uttam er opor kintu Uttam always considered Suchitra as special n respected her a lot.
Suchitra Sen narider garvo.....tini kono golok dhadai abodho chhilen na....sangsare swami ke niye tar chinta r kaje monojog dite bar bar badha pawa te tini amon korten ....kokhono karo khub prosangsha korten abar kokhno moon bharakrato o chintito hoyai chena lok ke chinte parten na....rag obhimano thik aki Karon e hoto.....tini chhilen otonto suruchi monobhaber ......somoy r tar nisthurata kokhono kokhno manushke bodle dei....tini otonto bhalo .....
Sabitri Chatterhee was very right. Suchitra Sen and Uttam Kumar were good friends. They were comfortable in each other's presence. That is all. Other things are product of gassip mills prompted by film industry.