ভাইরে আমার মনে হয় এই পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের নয় তাছাড়া আমার মতে এই পুলিশ কর্মকর্তা বর্তমান ইউনুস সরকার তথা সমন্বয়কদের অনুসারী হয়ে আছেন এবং আমার বিশ্বাস এই পুলিশ কর্মকর্তা সমন্বয়কদের উপর আত্মবিশ্বাসী হয়েই অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত হয়েছেন!
তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক এবং কি তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিকেননা তারা একজন মেজরের সামনে যদি এভাবে আচরণ করে সাধারণ মানুষের সামনে তো তারা আরো অনেক বেশি রুপালি আচরণ করবে তাই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
@@mdshiponmia943সেনাবাহিনীরা অনেক কিছুই পারে আপনার ধারণা নাই সেনাবাহিনী সম্পর্কে ,,, শুধু এতোটুকুই বললাম মেজর ডালিমের কথাটা মনে পড়ে,,, সেনাবাহিনীরা ইচ্ছা করলে অনেক কিছু করার ক্ষমতা রাখে যা আপনার কল্পনার বাইরে,,,, শুধু এতোটুকুই বললাম
সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য মেজর রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ কমিশনারকে পুরোপুরি বহিষ্কার করতে পারলে আরো খুশি হতাম। আমার আশেপাশে অনেক আইনের লোক এখনো এরকম বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।
উপ-পুলিশ কমিশনারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ তার মানসিকতা এখনো স্বৈরাচারের মানসিকতা রয়ে গেছে। তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি পদ থেকে বহিষ্কার করা হোক ধন্যবাদ
অথচ প্রতিদিনই সাধারণ মানুষ কোথাও না কোথাও এরকম আচরণের শিকার হচ্ছে...। একজন সেনাবাহিনীর মেজরের বেলায় যেরকম ব্যবস্থা নেয়া হয়েছে আর সাধারণ মানুষ কোন প্রতিবাদই করতে পারে না।😅
আরে ভাই সাধারণ পাবলিক এর গায়ে হাত আর একজন মেজর এর গায়ে হাত এক না।। তা ও একজন রানিং মেজর।। সাধারণ পাবলিক গায়ে হাত দিলে সহজ এ বিষয় টা মিমাংসা করা যায় আর একজন মেজর এর গায়ে হাত দিলে এটা সহজ কোন রাস্তা নাই।।। চারদিক থেকে চাপ আসে তাই বাধ্য হয়ে বরখাস্ত করতে হয়।।।। যে কোন বিষয় মিডিয়া তে আসলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়
একজন কর্মরত সেনাসদস্য হিসেবে অত্যান্ত ব্যতিত হয়েছি। দেশের সবচেয়ে সংরক্ষিত এলাকা সেনা পরিমন্ডলেও এমন আচরণ করা হয়না। কনফিডেন্টলি আইডেনটিটি দেয়ার পরও জনসম্মুখে পুলিশ অফিসারের এমন আচরণ.....। আমরা যখন সেনানিবাসে রিটার্ন করব জানিনা তখন তারা জনগণের সাথে কেমন করবে
পরিবারের সামনে কিভাবে কলার ধরে টানছে। ঐ এসি আবারও প্রমাণ করলো পুলিশ কখনও শিক্ষিত বা মানুষ হয় না ওরা পুলিশ নামক জন্তু হয়। আর এ জন্যই মানুষ এদের এত ঘৃনা করে।
বাংলাদেশ ওয়ারেন্ট অব প্রেসিডেন্স এর নিয়ম অনুযায়ী একজন সেনাবাহিনীর মেজর, পুলিশের AC-P (Assistant Commissioner of Police) চেয়ে দুই ধাপ সিনিয়ার হবে। পুলিশ বাহিনীর ট্রেনিং-এর সময় এসব তো শেখানো হয়। 😊 একজন মেজর (উপসচিব বা এডিসি সমতুল্য) বয়সে হয়ত পুলিশের এ.সি'র ছোট হতে পারে কিন্তু কঠোর প্রশিক্ষণ, জরুরি অভিজ্ঞতা, প্রসাশনিক কাজের দক্ষতা, ডেকোরাম আর সম্মানে বড়, যা মাঠ পর্যায়ে মানতে হবেই। 👍
এডা আপনে প্রশ্ন কিনে পুলিশ হওয়া ব্যক্তিকে কীভাবে শেখাবেন... সে যদি নূন্যতম পড়াশোনা করতো, তাহলে তো আর বলে না যে, "আপনি কোন জায়গার মেজর আমি দেখে নিব" অথচ গিয়ে দেখেন যারা শিখেছে তারা চাকরীই পায় নাই...
সশস্ত্র বাহিনীর অফিসার ও পুলিশের অফিসারের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা৷ যেখানে ইন্টার করে অফিসার ক্যাডেট হয়, সেখানে বিশ্ববিদ্যালয় থেকে উচচ্চতর ডিগ্রি নিয়ে ও বিসিএস পাশ করে পুলিশ ক্যাডার হতে হয়। ভিডিওতে পুলিশ দোষ করেছে ঠিকআছে, মানুষও পুলিশের উপর ক্ষিপ্ত, তবে সোজা কথা এটাই যে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে সেনা অফিসারের চেয়ে বিসিএস ক্যাডারা অনেক যোগ্যতাসম্পন্ন৷ সামরিরক ও বেসামরিক প্রশাসন মিলিয়ে ফেললে হবে না, দুজনের কাজের ক্ষেত্র আলাদা৷ আমি এটুকু বললাম কারণ ভুল ও অতিরঞ্জিত তথ্য দিয়ে আপনি অসম প্রতিযোগীতা সৃষ্টি করেছেন৷ আর এই ওয়ারেন্ট অব প্রসিডেন্স তো সামরিক অফিসার ও রাজনৈতিক নেতারা তৈরি করেছে, তাই এখানে তারা নিজেদেরই বেশি সম্মান ও ক্ষমতা দিয়েছে যেখানে বেসামরিক প্রশাসন ও বেসামরিক মানুষ অবহেলিত।
@@sk.al-aminhasan2574আর্মি অফিসাররা কি সারাজীবন ইন্টারমিডিয়েট পাস থাকে নাকি? SSC HSC তে ২ টা জি পি এ ফাইভ না পাইলে তো এপ্লাই ই করতে পারবে না লং কোর্সে! তাছাড়া বি এম এ তে যাওয়ার পর তো গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন আছেই! একটা আর্মি অফিসার আর একটা পুলিশ অফিসার পাশাপাশি রাখলে এই দেশের যেকোনো মানুষই বুঝতে পারবে যে কোনটা ক্যাবলা আর বোকাচোদা!
@@sk.al-aminhasan2574ভাই জেনে নিয়েন যে, ইন্টার পাসে নিয়োগ কিন্তু তাদের স্নাতক করতে হয়। অনেক কিছুই করতে হয় যা বিসিএস অফিসারকে করতে হয় না। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সারা পৃথিবীতে একই নিয়ম। ওই ক্যাডারাই সেনাবাহিনীর অধীনে এনডিসি কোর্স করতে যায়।
মেজর সাহেব কে আমি অনুরোধ করব, উনি যেহেতু দেখতে চেয়েছেন আপনি কোন জায়গার মেজর, আপনার শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে উনাকে নিয়ে যেয়ে ভালো করে দেখিয়ে এবং বুঝিয়ে দিন