অন্তবর্তীকালীন সরকারের প্রতি প্রস্তাবিত সংস্কার ও সংযোজন :- ১। ১ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কুরআন ও হাদীসের পাঠ্যক্রম অন্তর্ভুক্তকরন (অন্যান্য ধর্মের তাদের গ্রন্থ অনুযায়ী) ২। শিক্ষা ব্যবস্থায় ৬ষ্ঠ শ্রেণী হতে টেকনিক্যাল ও প্রাকটিক্যাল ল্যাব তৈরি করে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান অর্থাৎ টেকনোলজি নির্ভর শিক্ষা ব্যবস্থা গঠন করা। ৩। শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজনৈতিক চর্চায় পশ্চিমা নীতি ঝেড়ে ফেলে মুসলমানদের চিরাচরিত রীতিতে ঢেলে সাজানো। ২। বিচার বিভাগের সম্পন্ন স্বাধীনতা। ৩। সশস্ত্র বাহিনীকে সরকারের প্রভাবমুক্ত রাখা। ৪। সিটিটিসি বিলুপ্ত করা। ৫। গোয়েন্দা বিভাগকে শক্তিশালী করা ও বিদেশী প্রভাব মুক্ত করা। ৬। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। ৭। সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়া যাতে আর কোন স্বৈরশাসক তৈরি হতে না পারে সব দলের অংশগ্রহণে সরকার গঠন হবে। ৮। এক সরকার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না মর্মে আইন প্রণয়ন করা। ৯। দেশবিরোধী চক্রান্ত ও ধর্মীয় মূল্যবোধ এ আঘাতকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ১০। গনমাধ্যমের গঠনমূলক স্বাধীনতা নিশ্চিত করা।
সেনাবাহিনী ও যৌত বাহিনীর কাছে অনুরোধ,,আপনারা এ দেশের চাঁদা বাজদের ও সন্ত্রাসী দের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। তখন দেখবেন আপনি আপনার আত্মীয় স্বজন ও দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট করব এই আসামিকে আগে কোর্টে তুলবেন না ১৫ দিনের রিমাইন্ড নেন আরো অনেক তথ্য বের করতে পারবেন ওই তথ্য অনুযায়ী আরো অপরাধী গ্রেফতার করতে পারবেন
কারো কাছে যদি সেনাবাহিনীকে যোগাযোগ করার কোন নাম্বার থাকে বা ব্যবস্থা থাকে আমাকে জানাবেন আমাদের এলাকায় এতটাই মাদকদ্রব্য সেবন এবং বেচাকেনা হয় যেটা এলাকার মানুষ ভয়েও কিছু বলতে পারে না এবং যেটার নিয়ন্ত্রণ করে এখনো ফ্যাসিস্ট লীগের লোকেরা
হাজারিবাগ এর গজমহল সিকারিটলা এসব জায়গায় অভিযান চালানো হোক এখানের মানুষ অনযন এর কিশোর গেং এর জন্য সাধারণ মানুষ আতংকে বসবাস করতে পারছে না এরা রাস্তায় অস্ত্র দার দেয় বাসায় আগুন দেয়ার হুমকি দেয় এতে করে যারা ভাড়া থাকে তারা বিশেষ করে আতংকে বসবাস করছে এখানে বিজিবি ৫নং গেট এলাকায় সুইপার কোলনি থেকে শুরু করে অত্র এলাকায় নেসার ছরাছরি এসব কিশোর গেং এর সাথে যারা আছে তাদের আইনের আওতায় আনা হোক বিশেষ করে অনজন এর কিশোর গেং এবং অনজন কে গ্রেফতার করা হোক এর নামে অনেক মামলা আছে রিপোর্ট আছে থানায় তদন্ত করেন ❤