তারা আস্তে আস্তে পর হয়ে যাচ্ছে আর আপনাও তারার প্রতি যে আবেগ ভালোবাসা ছিল কমে গেছে এটাই ভালো কষ্ট কম হবে তবে তারা যে চিন্তা করে আপনাদের কাছ থেকে গেছে তা এখন আস্তে আস্তে বুঝতেছে ও কি ভুল করছে আয়াত মামনি জন্য দোয়া রইলো।
তারা মনে হয় যে দুই বাচ্চার মা হয়ে গেছে। আর আপনাদের কাছে থাকলে অনেক ভালো থাকে। নানির বাড়ি জেলে বুড়া বুড়া লাগে। আপনি দেশ বাড়ি থাকলে তো ভালো ভালো খাইতে পারে
ভাই আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল পারি নাই আমরা ও আপনার মত ত্রাণ দেওয়ায় বিজি ছিলাম। আমার বাড়ি ও বুড়িচং এর পাশের থানায়। আমাদের কোন সমস্যা হয় নাই আল্লাহ রক্ষা করছে। আমি মন থেকে অনেক খুশি হয়েছি আপনি যে কুমিল্লাতে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লার মানুষের ভিপদে থাকার জন্য
মাশাআল্লাহ আয়াতের আধো আধো বুলি শুনতে বড় ভালো লাগে।আজকে আমি একটা তাল কিনেছি ১৫০টাকা দিয়ে। তারার জন্য আফসোস ছাড়া আর কিছুই নাই। আল্লাহ ওকে সুবুদ্ধি দিক,বুড়িমার জন্য দোয়া ও ভালোবাসা।
জীবনে অনেক বড় ভুল করবে তারা আপনাদের কাছ থেকে চলে গিয়ে যার পস্তানি সারা জীবন পস্তালেও শোধ হবেনা কথায় আছে না কিছু কিছু ভুল সত্যিই ভুল সারা জীবনের ক্ষতি ঘায়ের মত। আল্লাহ সবাইকে বুঝদেক। আপনাদের জন্য অনেক দোয়া রইল। ভালো থাকবেন। আপনারা যেভাবে মানুষকে সাহায্য করেন আপনাদের জন্য মন থেকেই দোয়া আসে ভালো থাকবেন। ❤❤❤
সালাম ভাই, তারা র এই নাটক একদম ভালো লাগে না। ওর বিষয়গুলো উপস্থাপন না করার অনুরোধ রইলো। আমি বিশ্বাস করি শুধু আমি একা না বেশিরভাগ মানুষ ই তারার এই নাটক পছন্দ করেনা।
ভাই মানুষ যেমন ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারে। তেমনি তার চলাফেরার কারনে থাকে ঘৃণা ও করতে পারে। এটা হলো আমাদের সকলের তারা কে দিয়ে প্রমাণ পাওয়া গেল। মানুষ তারা কে কতো ভালোবাসতো এখন শুধু তারা বেট কমেন্টস।
সালাম আমি বাসাবো ঢাকা থাকি। আমার গ্রামের বাড়ি ব্রাক্ষণ পাড়া, কুমিল্লা। আমি ও আমার পরিবার আপনার ভিডিও প্রতিদিন দেখি। কুমিল্লায় আপনারা আবার আসবেন। দাওয়াত রইল।
আসলে তারা তারা তারা তারা তারা এই কামডা ঠিক করে নাই তারা আর এটা ভুল হয়েছে ঠিক আছে সালাম ভাই সালাম ভাই পাতিল ফুটা করে এই সমস্ত মানুষের লাগে ঠিক থাকা যায় না বুঝছেন তারারে খুব ভালো মনে করছিলাম তারা খুব ভালো একটা মেয়ে কিন্তু তারা আপনার সাথে যেরকম এটা করা উচিত হয় নাই তারা সুযোগে সদ্ব্যবহার করে
ভাইয়া আমার বাড়ি পটুয়াখলী জেলায় আমি আপনার প্রতিটি ভিডিও দেখি আমি যদি ইউটিউব এর ভিতরে দুই ঘন্টা থাকলে তার ভিতরে দেড় ঘণ্টা আপনার ভিডিও দেখি আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে জীবনে কোনো একদিন আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে । ❤❤
তাঁরা আপনার বাড়ী থেকে চলে গেছে,তার পর থেকে তাঁরার প্রতি আগের মতো আর ভালবাসা নাই, আপনাদেরও তাঁরার প্রতি আগের মতো ভালবাসা দেখিনা,এটাই ঠিক আছে,পর কখনও আপন হয়না, এটাই বাস্তব,ওদের জন্য যতো কিছুই করেন,নাম হবেনা,ওরা একদিন চলে যাবে আপনাদেরকে ভুলে যাব। আজকে আয়াতের খুনসুটি খুব ভাল লাগছে, দোয়া রইল আয়াতের জন্য।