আমার ছোট বেলার কথা মনে করিয়ে দিল এই গল্প টা। আমিও ছোটবেলা থেকে গত দুঃখি মানুষকে যে কত কিছু দিয়ে দিয়েছিলাম, শুধু কষ্ট পেয়ে।খুব কষ্ট পেতাম। আজ আমার ষাট বছর বয়স।মনটা আমার এখনও সেই রকমই আছে। উপরি, আজ আমার ছেলেটারও আমার ই মত মনটা হয়েছে।কারুর কষ্ট সহ্য করতে পারে না।