আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন দয়া করে উত্তর দিবেন, আমার একটা বদঅভ্যাস আছে, আমি কোরআন শরীফ পড়ার সময় অথবা বই পুস্তক পড়ার সময় আমি ঝুলেঝুলে পড়ি তাছাড়া আমি নামাজ শেষে যখন বসে দোয়া পড়ি তখন আমি ঝুলে ঝুলে দোয়া পড়ি তো আমি খেয়াল করলাম যে আমি যখন ঝুলে ঝুলে পড়ি তখন কি পড়ছি তা খেয়াল করতে পারিনা এমনও হয় কতটুকু পড়েছি তাও খেয়াল হয়না, এবং আমি যখন কিছু মুখস্ত করার চেষ্টা করি তখন ঝুলে ঝুলে পড়লে মুখস্ত করতে পারিনা, যখন আমি নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি না ঝুলে পড়ার তখন ঠিকই আমি খেয়াল করে পড়তে পারি এবং মুখস্ত হয়। আমার অজান্তেই আমি ঝুলি আর এটা বদঅভ্যসে পরিনত হয়েছে, এখন আমার প্রশ্ন হল এভাবে ঝুলে পড়া কি ঠিক??? ইসলামে এনিয়ে কি কোন বিধান বা আমাদের নবি(সা:) কি কোন নির্দেশ দিয়ে গেছেন??? আমি কেন ঝুলি? আমার সাথে কেন এমন হচ্ছে আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি কিন্তু পারছি না ,,, এটা কি আমার ওপর শয়তানের কোন চাল বা কি হতে পারে দয়া করে আমাকে উত্তর দিবেন হুজুর, আসসালামু আলাইকুম