ওনার বয়ান শুনে অনেকেই থ হয়ে যায়।বলা হয়ে থাকে ডিপ বয়ান। তা অবশ্য ঠিক।তবে যারা আগে থেকেই ওনার বই ও লেখা পড়েছেন তাদের কাছের ব্যাপারগুলো ট্রান্সপারেন্ট।। আল্লাহ আমাদের উত্তম ঝাজা দান করুন।।।
আলহামদুলিল্লাহ !! অত্যন্ত চমৎকার ও খুবই উপকারী আলোচনা। ঈমান বাঁচাতে এ আলোচনা থেকে নিশ্চয়ই শেখার ও সিদ্ধান্তের অনেক কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এ আলোচনা থেকে উপকৃত হওয়ার সৌভাগ্য দান করুন।
যদিও অত্যন্ত জটিল আলোচনা তবে সবচেয়ে গুরুত্বপূর্ন টপিক - ওয়ার্ল্ডভিউ। এবং এই টপিকে আসিফ আদনান হাফি. বেস্ট 💪। এই একটা টপিক সঠিক ভাবে বুঝতে পারলে বাকিগুলা সহজেই বোঝা যাবে। ইসলাম ও আধুনিকতার মধ্যে সংঘাতের মূল কারণ এই ওয়ার্ল্ডভিউ।
perfect examples with perfect interpret. Asif ustad is talking about worldview ; which was extensive indecipherable and obscure things to most of the muslims . jazakallahu khairan
আমরা সবাই আসিফ আদনান ভাইয়ের নতুন নতুন সব ভিডিও ফেইসবুক স্ট্যাটাসও দিয়ে ইনবক্সে লিংক দিয়ে প্রচার করতে পারি।দয়া করে দাওয়াতের উদ্দেশ্যে আমরা এই কাজটি করলে সহজে অনেকে জানতে পারবে।ইনশাআল্লাহ
নামঃ আসিফ আদনান। জন্মসালঃ ১৯৮৮। জন্মস্থানঃ চট্টগ্রাম। পড়াশোনাঃ অর্থনীতি (ঢাকা বিশ্ববিদ্যালয়) বর্তমানে মালয়েশিয়ায় Islamic Thought and Civilisation(ISTAC) এর উপর পিএইচডি করছেন। রচনাঃ ‘চিন্তাপরাধ’ এবং ‘অবক্ষয়কাল’ তাঁর লেখা দুটি মৌলিক বই। এছাড়া অসংখ্য বই সম্পাদনা করেছেন, কিছু বই অনুবাদ করেছেন, এবং কিছু বইয়ে সহলেখক হিসেবে আছেন। সংক্ষেপে যতটুকু বলা যায় আর কি; তাঁর ব্যাপারে আর কী জানতে চাচ্ছেন বলুন।
বোনটি আমার। আপনি কোনো ফতোয়ার দরকার হলে ভালো মুফতির কাছে জানতে চাইবেন সেটাই উত্তম। এখানে আমরা পারি ব্যক্তিগত বুঝের ভিত্তিতে মতামত দিতে যেটা অধিকাংশ সময়েই ভুল হতে পারে। যেটা আমাদেরও করা উচিত না। আর আপনি সে মোতাবেক আমল করলেও গুনাহগার হবেন। তাছাড়া এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন আকিদা ও মতাদর্শের থাকতে পারে, মজার পূজারিও থাকতে পারে যে বলবে নামাজেরই দরকার নেই মজার মানত করলেই খালাস। উত্তম হয় আপনি আপনার পছন্দের মানহাজ বা মাজহাবের গ্রহণযোগ্য কারো কাছে জানতে চাইবেন। আল্লাহ কবুল করুক, আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক
আপনারা দয়া করে এই প্রস্তাবটা রাখুন যাতে আজান দেয়ার সাথে সবাই সবার স্থান থেকে অজু করে নামাজ এ দাড়ায়া যাবে সৌদি আরবের মতো. বিধর্মীরা বাদে সকল মুসলিমের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করতে হবে.
আমরা সবাই আসিফ আদনান ভাইয়ের নতুন নতুন সব ভিডিও ফেইসবুক স্ট্যাটাসও দিয়ে ইনবক্সে লিংক দিয়ে প্রচার করতে পারি।দয়া করে দাওয়াতের উদ্দেশ্যে আমরা এই কাজটি করলে সহজে অনেকে জানতে পারবে।ইনশাআল্লাহ