আসসসালামু আলাইকুম।। খামার ম্যানেজমেন্ট এর বিশেষ কোর্স প্রথম ব্যাচ প্রায় শেষের পথে, আমাদের ২য় ব্যাচের ভর্তি চলছে৷ আসন সংখ্যা মাত্র ১০ টি৷ আমাদের খামার প্রশিক্ষণ কোর্স অনেকটা ব্যাতিক্রম । যে কোন কাজ শুরু করার আগে সে কাজ সম্পর্কে মিনিমাম জ্ঞান থাকা যেমন জরুরী, তেমনি যেকোনো খামার (যেমন গরু, ছাগল, কিংবা হাঁস-মুরগি) শুরু করার পূর্বে একটি কোর্স করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ।পরবর্তীতে যে বাধা এবং প্রতিবন্ধকতাগুলো আসবে ,সেগুলো যেন আপনি খুব সহজেই সামলে উঠতে পারেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করে অপচয় কমিয়ে সেই খামারে লাভবান হতে পারেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে খামার করতে হলে অনেক মূলধনের প্রয়োজন । যেখানে অনেক বড় বড় গরু থাকবে , বড় গরুর শেড থাকবে । ”আমি বলি না”।।। আপনার যদি মূলধন কম থাকে তাহলে আপনি দুটি বকনা বা এঁড়ে বা গাভি দিয়েই শুরু করতে পারেন । খুব কম খরচে আপনার ইচ্ছে মত স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদি খামার তৈরী করতে পারেন । এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই বিস্তারিত আলোচনা করেছি । বর্তমান সময়ে দানাদার খাবারের দাম অনেক এবং অনেকেই দানাদার খাবার দিয়ে খামার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন ,আবার কেউ প্রয়োজনের তুলনায় বেশি দানাদার খাবার খাইয়ে আশানুরুপ ফল না পেয়ে লসের সম্মুখীন হচ্ছেন। কিন্তু আপনি যদি বিজ্ঞান সম্মতভাবে খামার পরিচালনা করেন তাহলে (যেমন কম দানাদার দিয়ে এবং খাবারের অল্টারনেটিভ অন্যসব খাবার দিয়ে) গরুর খামারে লাভবান হওয়া সম্ভব । এই সকল খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমার এই কোর্সে । কোর্সে যা শিখবো / কোর্স মডিউলঃ ১.গরুর জাত পরিচিতি ২.লাভজনক গরু চেনার উপায় ৩.গরুর খাদ্য এবং পুষ্টি ৪.বাসস্থান ব্যবস্থাপনা ৫.স্বল্প খরচে আধুনিক সেড নির্মাণ ৬.রোগ পরিচিতি ও পরিচর্যা ৭.টীকার ধরন গুরুত্ব ও প্রয়োগবিধি ৮.কৃমির পরিচিতি ও প্রতিকার ৯.গর্ভবতী গাভীর A-Z জেড পরিচর্যা ১০.জন্ম থেকে বাছুরের A-Z পরিচর্যা ১১.বকনা / এঁড়ের A-Z পরিচর্যা ১২.গরুর দৈহিক ওজন নির্ণয় ১৩.একটি খামারের ডেইলি রুটিন ওয়ার্ক ১৪.Dehorning, Disbudding, Castration, Tagging, Marking, Recording এর পদ্ধতি ও গুরুত্ব ১৫.ডেইরি খামারে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার বিধি সহ আরো অজানা অনেক কিছু। কোর্স যেভাবে পরিচালন হবেঃ আমাদের অনলাইন কোর্স এর ক্লাস গুলো গুগল মিটে/জুমে নেয়া হবে।, কোর্স এর মাঝখানে ১টি এবং কোর্স শেষে ১টি করে মোট ২টি অগ্রগতি মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে। কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের উপর ১ দিনের ১টি প্রাক্টিকেল ক্লাস নেয়া হবে । কোর্স এ মোট ২৪টি ক্লাস হবে কোর্স এর সময়ঃ ৩ মাস । ভর্তির শেষ সময়ঃ ২০ ফেব্রুয়ারী ২০২৩ ক্লাস টাইমঃ রাত ৮ টা থেকে ( সময় পরিবর্তনশীল ) সবার মতামতের ভিত্তিতে ক্লাস টাইম নির্ধারণ করা হবে । ------------------------------------- অনলাইন কোর্স ফিঃ ৫,০০০ টাকা ------------------------------------- রেজিস্ট্রেশনের সময় একসাথে পরিশোধ করলে ৪০০০ টাকা মাত্র । কেউ চাইলে ২টি ইন্সটলমেন্টেও পরিশোধ করতে পারবেন । সেক্ষেত্রে ৩০০০ হাজার টাকা ভর্তির সময় ,আর বাকি ২০০০ টাকা ২য় মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে । কোর্সে এনরোল যেভাবে করবেনঃ 01770-857567 এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে আপনার নাম , ঠিকানা, ফোন নাম্বার , ইমেইল এবং ট্রানজেকশন আইডি মেসেজ করে বা ফোন দিয়ে জানিয়ে দিবেন । আমাদের হেল্প লাইন থেকে পেমেন্ট কনফার্ম করে আপনাকে কনফার্মেশন মেসেজ এবং মানি রিসিট আপনার ইমেইলে মেইল করে দেয়া হবে। যে কোন প্রয়োজনেঃ 01841-277567 ইমেইলঃvhccrangpur@gmail.com পেইজঃ Dr.Md.Touhidul Islam
আসসালামু আলাইকুম স্যার আপনার ফোন নাম্বারটা দিলে অনেক ভালো আপনার কাছে কিছু পরামর্শ নিতাম আর কিছু সাজেশন নিতাম আমার জন্য অনেক ভালো মেসেজটা দেখার সাথে সাথে আপনার ফোন নাম্বারটা দিবেন
আমি একটা হরিয়ানা হাড্ডিসার বলদ ১১ মাস ধরে ভালো খাওয়া দাওয়া করার পরও কোনো উন্নতি হয়নি পরে কসাইয়ের কাছে বিক্রি করেছি পরিচিত কসাই জবেহ করার পর আমাকে ডেকেনিয়ে দেখালেন পাকস্থলীতে বড় একটা তারকাটা বিঁধে আছে। এই জন্য বলি ভুসি খেতে দেওয়ার সময় একটু সতর্ক হতে হবে। এই বিষয়ে একটা সতর্কতা মূলক একটি পোস্ট করবেন। ধন্যবাদ স্যার
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন,,, আমার একটা সার বাছুর বাচ্চার সাস নিতে গেলে খুরকায় মানে মানুষ গুমালে যেমন,,,এরকম,, প্লিজ ভাই রিপ্লাই দিবেন আসায় রইলাম করো নি কী
আসসালামু আলাইকুম স্যার অনুগ্রহ করে হেল্প করবেন প্লিজ বর্তমানে প্রতিটি জিনিসের যেই দাম এতে করে গরুকে ভুশি দানা খাওয়ানো খুবি কষ্টসাধ্য ব্যাপার হয়েগেছে এমন অবস্থায় কি গাভী গরুকে সবজি খাওয়ানো যাবে সবজি কি ভুসি দানার অলটারনেটিভ হিসেবে কাজ করবে উপকার হবে যদি গাভী গরুকে সবজি খাওয়ানো যায় তাহলে কি ভাবে খাওয়াবো কাচা নাকি সেদ্ধ এবং পরিমাণে কতটুকু করে খাওয়াবো এবং এই সবজি গাভী গরু ছাড়াও বকনা ষাড় বা আইড় গরুকে খাওয়ানো যাবে কি না দানা শস্যর যে পরিমাণ দাম এতে খুবি হিমসিম খেতে হচ্ছে অনুগ্রহ করে রিপ্লাই করবেন স্যার প্লিজ প্লিজ প্লিজ
স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। স্যার আমি আপনার কাছে প্রশিখন নিতে চাই। স্যার আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনার ফোন নাম্বার টি পেতে পারি