ছাত্র রাজনীতির সর্বপ্রথম আমাদের সমস্যার ধাপগুলো বুঝতে হবে কোন পর্যায়ের সমস্যা বেশি হচ্ছে😢 জনগণের পক্ষ থেকে আমি মনে করি হাইস্কুল /কলেজ লাইফে রাজনীতি মানেই ক্ষমতা আর টাকার নেশা এতে করে সমস্যার সৃষ্টি, ছাত্ররা চাইলে ভার্সিটি লাইফে শুরু অথবা শেষ করে রাজনীতিতে যোগদান করো ও শিখতে পারো তবে উশৃংখল হলে নিষিদ্ধ...
"সঠিক বলেছেন ..................আসলে সবাই ভালো উদ্দেশ্য নিয়েই রাজনীতি শুরু করে। কিন্তু যতই দিন যায়, পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, ততই মানুষের মন, মানসিকতা পাল্টায়। আমাদের রাজনীতির ধারণা আর জ্ঞান ছাত্র পর্যায়ে দেওয়া উচিত যাতে করে তারা আসল রাজনীতি বুঝতে পারে যা দেশের স্বার্থে কাজ করবে। কিন্তু অবশ্যই তা দলভিত্তিক কোনো রাজনীতি বা তথাকথিত কোনো রাজনীতি হলে চলবে না।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতেও ছাত্র রাজনীতির প্রয়োজন। অনেক গুলো কারণের মধ্যে একটা কারণ হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেক সীদ্ধান্ত ছাত্র কল্যাণমুখী নয় বরং বিপরীত। যারা ছাত্র রাজনীতি চান না, তারা কখনো এসব দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার নূন্যতম সাহস টুকু ও দেখায় না বা দেখাতে সক্ষম হয় না। এসব অনিয়ম, বৈষম্য, স্বৈরাচার মনোভাব পূর্ণ সীদ্ধান্তের বিপক্ষে কথা বলতে ক্যাম্পাসে শক্তিশালী একটি ছাত্র সংগঠন জরুরী বলে মনে করি।
আমার প্রশ্ন হলো রাজনীতি ই লাগবে কেন? প্রত্যেক ইউনিয়নের সমাজের যারা শিক্ষিত মানুষ আছে যেমন: হেডমাস্টার, ইমাম, শীর্ষ ব্যবসায়ী, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশাজীবীদের নিয়ে কমিটি গঠন করে উনাদের থেকে একজন প্রধান নির্বাচিত করে সমাজ পরিচালনা করলেই তো হয়।
আমি এ অনুষ্ঠানে যোগদান দিতে চাই কীভাবে দিব কারন আমি ইসামিক রাজনীতি তুলে ধরতে চাই কারন এটি এখন ও আবার সেই ভাবে হাইড করা হচ্ছে যা মটেও ভালো চোখে আমি দেখতে পারছি না। কার ইসলমিক রাজনীতি এটা সবার চেয়ে উত্তম মধ্যম দেশ ও দেশের সকল মানুষের জন্য
দেশের প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র সংসদ ব্যতীত অন্য কোন রাজনৈতিক দলের সংসদ ও অঙ্গসংগঠনের শাখা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ / অবৈধ ঘোষণা করতে হবে।
ছাত্র রাজনীতি না করে ও রাজনৈতিক হওয়া যায়। নিজ নিজ ধর্মকে নিজের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়ন করুন। দেখবেন পরিবার সমাজ রাষ্ট্র সব নিরাপদ থাকবে। ইনশাআল্লাহ।
Bangladesh er boro boro shob rajnoytik doler netara nijeder shontander ke Europe Canada Britain New Zealand Australia America te nirapoday rekhe amader shontander ke nia college university te rajnitir namay maramari te lagaia dia nijera ghorer modde lokaia thakay