ভাইজান হাড্ডি ষাড় গরু মোটাতাজা করার শুরু থেকে শেষ পর্যন্ত তিন মাসের মধ্যে কি কি ওষুধ দিতে হবে এবং ওষুধের নাম সহ কত দিন পর পর দিতে হবে বিস্তারিত বুজিয়ে বলবেন এবং একটি ভিডিও দেখাবেন দয়া করে আপনার ভিডিও দেখার অপেক্ষা করব
দুই একদিনের মধ্যে ওই রকম ভিডিও পাবেন। রেডি করছি। চ্যানেলে ১ টা ভিডিও দেওয়া আছে। গরু নির্বাচন এবং গরু কেনার পর প্রথম ৪/৫ দিন কী করতে হয়। কী ওষুধপত্র খাওয়াতে হয় তা আছে। তা ছাড়া সেই খামারী ফোন নম্বর মুখে বলেছেন। তাকে ফোন করে জেনে নিতে পারেন। আরও যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন। সেই মোতাবেক ভিডিও বানাবো। ভিডিও দেখার জন্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। সুস্হ থাকবেন। শুভ কামনা।
@@KrishiDeepti এই হাসানুর ভাইয়ের কাছে থেকেই যদি আপনি ভিডিও বানাতেন তাহলে ভালো হইতো,উনি ৫ দিনে মেডিসিন ছাড়া হাড্ডিসার গরু মোটাতাজা করতে পারবে না,হাসানুর সাহেবের কাছে থেকে লাইভ ভিডিও তৈরি করুন মেডিসিন ব্যাপারে
বলা সহজ লাভ করা কঠিন। শুকনো গাভি গরুর দাম অনেক বেড়ে গেছে। গরু প্রতি এভারেজ ৫-১০ হাজার লাভ টিকবে যদি তার ঘাসের ব্যবস্তা থাকে। তাই বলব যারা নতুন খামার দিবেন শুদু শুকনো গাভী না পাশাপাশি ক্রস ব্রিডের গরু ৫/৬ মাসের প্রজেক্ট করতে পারেন তবে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে ভেবে চিনতে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন।
তথ্য সম্পূর্ণ প্রতিবেদন অনেক ভালো লাগছে এরকম তথ্য সম্পূর্ণ প্রতিবেদন আরো বেশি বেশি করে দেখতে চাই প্রতিবেদনটা আরেকটু লম্বা করা যায় কিনা একটু বিবেচনা করে দেখবেন। বিক্রি রাত পর্যন্ত কি কি ভ্যাকসিন প্রয়োগ করতে হয় কি কি মেডিসিন দিতে হয় এ টু জেড তুলে ধরবেন যাতে করে নতুন যারা করার আগ্রহ করতেছে তাদের অনেক উপকার হবে ভিডিও দেখে ধন্যবাদ?
@@KrishiDeepti ধন্যবাদ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম আশা করি আরও সুন্দর সুন্দর প্রতিবেদন দেখতে পারো সামনে আশাকরি আপনার চ্যানেলের মাধ্যমে সত্য তুলে ধরবেন যাতে করে বেকার যুবক প্রবাসী ভাইরা উপকার হতে পারে সর্বশেষ একটা কথা না বললেই নয় ভিডিও টা একটু লম্বা করবেন অল্প ভিডিওতে কিছু শিখতে পারিনা👍🙏
প্রতিটা গরুতে নয়। কোনো কোনো গরুতে সেই রকম লাভ হয়। যে গরুর গ্রোথ ভালো। তিনি সে রকম বলেছেন। গরু নির্বাচন সঠিক হলে লাভ হয়। তাই গরু নির্বাচন সঠিক হতে হবে। ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। সুস্হ থাকবেন সব সময়। শুভ কামনা।
৪০/৫০ দিনে খরচ বাদে ১৫/২০ হাজার লাভের গল্প অাষাঢ়ে গল্প ছাড়া আর কিছু নয়। কারন প্রতিদিন যদি একটা গরু ১ কেজি করে ওজন বৃদ্ধি পায় তাহলে ৪৫ কেজি আর যদি দেড় কেজি করেও বৃদ্ধি পায় তাহলে ৬০ থেকে ৬২ কেজি ওজন হবে। সর্বোচ্চ ৬২ কেজিও যদি ধরি সেখান থেকে মাংস পাবেন ৩০/৩৫ কেজি যার বাজার মূল্য ১৫ থেকে ১৭ হাজার টাকা তাহলে খরচ বাদে লাভের হিসাব টি কেউ মিলিয়ে দিবেন প্লিজ।