লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফযিলত মূসা আ: বললেন: হে আমার রব, আমাকে এমন জিনিস শিক্ষা দিন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করবো এবং আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, 'হে মূসা, তুমি লা-ইলাহা ইল্লাল্লাহ বলো। মূসা বললেন, "আপনার সব বান্দাই তো এটা বলে।” তিনি বললেন, “হে মূসা, আমি ব্যতীত সপ্তাকাশে যা কিছু আছে তা, আর সাত তবক যমীন যদি এক পাল্লায় থাকে আরেক পাল্লায় যদি শুধু লা-ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' এর পাল্লাই বেশী ভারী হবে।” (ইবনে হিববান, হাকিম) এই যিকিরকে নিজের নি:শ্বাস এর মত বানিয়ে নিন।