আমাদের খুলনাতে অনেক জামাত ইসলামের আলেমদের কে দেখেছি, তাঁরা কেমন আলেম,ক্বেরাত শুদ্ধ নেয়,পর্দা শুদ্ধ নেয়,নামাজ শুদ্ধ নেয়, মানুষ দেখানো ইবাদত তাদের খুব পছন্দ, কন্ঠ বিক্রি করে খাই, আর চাপাবাজী করে।
চরমনাই পীর ও মাওলানা মামুনুল হক সাহেবের দল এখনো প্রতিটি গ্রামে গ্রামে কমিটি তৈরি করতে পারে নি যা জামাত পেরেছে তাই জামাতের সমর্থন বেশি। এই বিষয়গুলো আলেমদের খেয়াল করতে হবে এবং দেশের সকল গ্রামে কমিটি দিতে হবে।
আসলে বড় সমস্যা হলো আমাদের দেশের আলিয়া মাদরাসাগুলোয় আকিদা সংক্রান্ত কোন মাসয়ালার কিতাব পড়ানো হয় না। আর জামায়াতের অধিকাংশই আলিয়া পড়ুয়া আলেম এবং একটু মডারেট চিন্তার। আর এছাড়া যারা সাধারন শিক্ষিত আছে তারা তো সাংগঠনিক বই পড়ে ইসলাম শিখে সেখানেও কোন আকিদার কিতাব নাই। তো তারা আকিদার কি বুঝবে? আর এজন্যই তারা কওমীদের পছন্দ করে না। কারন তারা তো আকিদাতুত্তাহাবী পড়ে,ফিকহুল আকবার পড়ে, ফিকহুল মুয়াস্সার পড়ে।
আকিদা হলো বিশ্বাস বিশ্বাস এর নামই ঈমান সুতরাং যার আকিদা নেই তার বিশ্বাস নেই যার বিশ্বাস নেই তার ঈমান নেই যার ঈমান নেই সে কিভাবে মুমিন হতে পারে ????? সে কিভাবে ইসলাম বা মুসলিম দাবি করতে পারে???? তবে এসবই কি আমাদের আসল পরিচয় এটাই কি আমাদের প্রকৃত রূপ !!!!!!!!!!!!!!!!???????
ঠিকই বলেছেন একদলের যদি আকিদা ব্যবসা বাদ দিতে বলেন যদিও সাধারণ আমজনতাম ইসলাম থেকে মুমিন থেকে খারেজ হয়ে যায় তবে তবে তো এটাও বলা জরুরী যে আরেক দলের ইসলামের নাম নিয়ে ব্যবসা বাদ দেওয়া উচিত
@@zidanalhadi1162 আকিদা শব্ধ কোরআন ও হাদিসের কোথাও আবিধানিক অর্থ ব্যবরিত আছে কি অতচ আল্লাহ ও রসুল সঃ কে মেনেনিলে ইমানদারহয় কোরআন হাদিস আমল করলেই মুসলিমহয় এইখানে আকিদা আকিদা বলে চিল্লাবার প্রয়োজন কেন।
চাল চলন দেখে মনে হয়না! আমার এক ছাত্র ভাই, আমরা একিই সাথে কওমী মাদ্রাসায় পড়তাম কতো ভদ্র ছাত্র ছিল, হাই আফসোস আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকে তাঁর সাথে দেখা হলো, কিন্তু তার মুখে দাড়ি শুয়োকাটার মতো ছাটা ছাটা দেখবো কোনদিন কল্পনাও করিনাই! এই হলো ওদের কাছে যাওয়ার ফল!!!!😢😢