اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُه This is a channel managed by Ahle Sunnat wal Jamaat, here we always discuss about false sedition fake scholars, and the right thing is highlighted, stay with us inshallah you will understand the right things of Islam,
মাওলানা সাদ কে চিমতাম না অনেক দিন ধরে উনার বিরুদ্ধে বলতে শুনছি কিন্তু উনি কোন আলেমের বিরুদ্ধে কিছু বলতে দেখছি না, মনে হয় আলেমসমাজ দ্বিধা বিভক্ত। সাদ সাহেবের পক্ষে কোন আলেম নাই বলে মনে হয়।
আমি তাহের শাহ রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ। ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামি কে পছন্দ করি কারন শতধা বিভক্ত সুন্নীরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করতে পারবেনা। আবার শতধা বিভক্ত কওমীরা পারবে না। হেফাজতের আমির ও বোদাই। যারা শুধু মওদুদী মওদুদী আর মিলাদ বেদাত এই সব বকওয়াজে ব্যাস্ত বর্তমান বিষয়ে গর্দভ। আমি কওমীদের তাবলীগ জামাত কে গ্রহণ করেছি। তাদের দ্বারা উম্মতের আওয়ামরা উপকৃত হয়ে দ্বীনের সঠিক বুঝ পাচ্ছে। যেখানে কওমীরা দ্বীনবিক্রি সহ বিভিন্ন অনিয়মে জড়িত। আল্লাহ পাক যেন সকল উম্মত কে এক এবং নেক করে দেন।আমিন সুম্মা আমিন।
দক্ষিণ এশিয়ার সব চাইতে বড় আলেম ওনি যারা না বুঝে কথা বলেন তাদের জন্য আর গোটা পৃথিবীতে ইসলামের সব চেয়ে পড়াশোনা হচ্ছে এখন দক্ষিণ এশিয়ায় তাই এতে কোন ভুল নেই যে ওনি বর্তমান পৃথিবীর সবচেয়ে ভালো আলেমদের মধ্যে এক জন আলহামদুলিল্লাহ ❤
উর্দূ বুঝেন? নাকি না বুঝেই ফাউ পোস্ট দিয়ে চালাই দিছেন? এটা ইন্ডিয়ার একটা মাদ্রাসার বক্তব্যের ভিডিও, এটা কোন বায়তুল মোকাররমের বক্তব্য নয়। পোস্টের থাম্বলিং কারেশন করেন। নইলে ভূয়া পোস্টের দায়ে রিপোর্ট করা হবে। মিথ্যা প্রচার থেকে বিরত থাকেন।
@@রহস্যউন্মোচন-ফ৫ণ আবু বক্কর সিদ্দিক (রা) এর অভাব ছিল মনেহয় যে তিনি তার জীবনে ছালার চট ও পড়িয়া ছিলেন,ওমর (রা) অর্ধ পৃথিবীর বাদশা হওয়া সত্তেও জোড়া তালি মারা জামা পড়িতেন,তিনি মনেহয় অর্ধ পৃথিবীর ফকির ছিলেন তাই এমন করেছেন,আমরা মানুষকে এই পরিমান সম্মান করি যে পরিমান সম্মান আল্লাহ তাকে দিয়েছেন,আর কারোর গায়ে দামি চাকচিক্য পোশাক থাকিলে মানুষ সেই পোশাকের দিকে তাকায় এরফলে তারচেয়ে পোশাক কেই তখন গুরুত্ব দেওয়া হয়,তেমনি ভালো মানের বাইক বা প্রাইভেট কার কিনিলে মানুষ যতোটা ওই গাড়ির দিকে তাকায় যে গাড়ির মালিক তার দিকেও এতো নজর দেয় না।।