এই কথা আমি সব সময় বলি,, সবাই শুধু পোল্ট্রি মুরগির দাম এত কেন বেশি পোল্ট্রি ডিমের দাম এত কেন বেশি এগুলো নিয়ে মাথাব্যথা বেশি থাকে কিন্তু খাদ্যের দাম যে বেশি এটা নিয়ে মাথাব্যথা তেমন করে না।
আগে কৃষি উৎপাদন খরচ কমান। কৃষককে ন্যায্য মুল্য পেতে সহযোগী তা করেন। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেন। তাহলেই সঠিক দামে কিনতে পারবেন প্লোট্রি ফিড সহ আরও অনেক কৃষি পণ্য
খামারিদের অবস্থা অত্যন্ত নাজুক মাছ এবং বয়লার খাবারের দাম কিছুটা হেলেও কমানো উচিত সরকারের উৎপাদন বাড়াতে পারলে সরকারের জনগণের এবং উদ্যোক্তারা এটা তিন দিক দিয়েই সুবিধা দিতে পারে জানা কি পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সাহায্য করবে।
সাংবাদিক ভাইদের কে আমি একটু অনুরোধ করবো আপনারা দয়া করে ভুক্ত অফিসে গিয়ে প্রশ্ন করেন যদি তারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে আপনারা সরাসরি বলবেন তারা এটা কাজ করতে ব্যর্থ হচ্ছে
অনেকদিন ধরেই দেখছি ভোক্ত অধিকার রাখা কাজ করছে কিন্তু তারা ব্যর্থ আমি একজন সাধারন আমাকে দায়িত্ব দিলে আমি দুই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সিন্ডিকেট ভেঙে ফেলব আর যদি না পারি তাহলে আমাকে 10 বছরের জেল দিবেন চ্যালেঞ্জ করলাম এই ভোক্তা অধিদপ্তর কে
এত নাটকের দরকার আছে যারা ফিট আমদানি করতাছে করুক সাথে বাংলাদেশ সরকার নিজে নিজে আমদানি করুক বাংলাদেশ সরকার তারা তাদের রেট অনুযায়ী বিক্রি করবে যদি গায়কের পছন্দ হয় সরকারের কাছ থেকে নিবে নয়তো যারা আমদানি করতে হয় তাদের কাছ থেকে নিবে