বাসায় বিচির থেকে চারা করে সেই চারায় ডালিম হবেনা।আমি বাসায় চারা করেছি সেই চারা বড় একটা প্লাসটিকের বড় ড্রামে লাগিয়েছি আজ তিন বছর হলো কোনো ফল দেয়না।ফুল আসে ঝরে যায়।সার দেওয়া হয়েছে।কি করলে ভালো হবে যানাবেন প্লিজ
দাদা, অামি গত ২৫/০৫/২০ ইং তারিখে একটি ডালিম চারা এনে ছিলাম নার্সারি থেকে। গাছটিতে কোন ফুল ছিলনা দু-তিনটে ডাল ছিল,গাছটি দু ফুট লম্বা। অামি ভাবছিলাম টবে লাগাবো কিন্তু নার্সারির মালিক বলেছে মাটিতে লাগালেই ভাল হবে। অামি ওনার কথা মত মাটিতে লাগিয়ে দিয়েছি।দাদা, অাপনার নিকট জানতে চাই এখন অামার কি করনিয়? বিস্তারিত কিছু শিখিয়ে দিলে উপকৃত হব। কতদিন পরে ফুল অাসবে? কিভাবে যত্ন করবো? দাদা অাপনার whatsapp Number থাকলে দিয়েন।
এই বর্ষায় ই ফুল আসবে. মাটিতে গাছ লাগালে গাছে ফল হতে তুলনামূলক বেশি সময় লাগে, তবে গাছের বৃদ্ধি টবের গাছের তুলনায় দ্রুত হয়. চ্যানেল এ ডালিম গাছের বিষয়ে আরো কয়েকটি ভিডিও আছে. ওগুলো দেখতে পারেন. সমস্ত তথ্য দেওয়া আছে. আমার হোয়াটস্যাপ 9641525225. ধন্যবাদ
ভাইয়া,আমি গাছ লাগায়নি ডালিম খেয়ে বিচি ফেলছিলাম সেইটা থেকে হইছে ,,,অনেকবার ফুল আসছে বিশ থেকে ত্রিশটার মত কিন্তু সব বার ই পরে গেছে এইবারও সব পরে গেলো কি করবো এখন
পুরুষ ফুল আর স্ত্রী ফুল চেনার উপায় বলবেন প্লিজ। আমার একটি আনার গাছ এখন পর্যন্ত ফল হচ্ছেনা। সব ফুল ঝরে যায়। ২/৩ মাস আগে ২টি ফল হয়েছিল। সেটা ঝরে পড়ে। এখন কি করা যায়।
ফুল আসলে micro nutrients আর ছত্রাক নাশক স্প্রে করবেন. তাহলে আর ঝরবে না. ধন্যবাদ Plant growth regulator ও ব্যবহার করতে পারেন. সাধারণত nutrients deficiency বা ছত্রাকের আক্রমণের কারণেই ফল ছোট অবস্থায় ঝড়ে যায়
আমি আজকে এক বছর হল দুটি ডালিম গাছে এনেছিলাম কিন্তু কোনো ফল আসছেনা ফুলো আসছে না আশাকরি এখন কি করতে পারি যদি জানাতেন গাছটা অনেক বড় হয়েছে পাতাগুলো খুব সুন্দর হয়েছে আশা করি ভাইয়া আপনাকে পরামর্শ পাব অতি শীগ্রই
১২ ইঞ্চি বা একটু বড়ো তবে কম্পোস্ট, হাড় গুড়ো দিয়ে গাছ repot করুন। আর একটু বেলে দোয়াশ মাটিতে গাছ বসবেন যাতে টবে কখনোই জল জমতে পারে। গাছটিকে full sunlight a রাখুন। নিশ্চই ফুল ফল হবে।
মাটিতে বসালে ফল আসতে একটু সময় লাগবে, আগে গাছ ভালো ভাবে growth করবে। গাছের গোড়া থেকে ১০থেকে ১২ ইঞ্চি দূরে রিং করে গর্ত করে ১ কেজি compost, ১০০ gram হাড় গুড়ো আর ২৫ গ্রাম পটাশ মিশিয়ে দিয়ে দিন। ধন্যবাদ
Sir আমার ডালিম গাছ বীজ থেকে তৈরি।বয়স আড়াই বছর।মাটি ও টবে দুজয়গায়ই আছে।প্রচুর ফুল কিন্তু ১00% ফুলই ঝরে যায়।গাছের সুন্দর চেহারা,কোন রোগ দেখতে পাচ্ছি না।অনুগ্রহ করে প্রতিকার জানালে বাধিত হবে।
Nitrogen জাতীয় সারের ব্যবহার কমিয়ে পটাসিয়াম জাতীয় সারের ব্যবহার বেশি করুন আর সামান্য পরিমানে ফসফরাস. এতে গাছের fruit bearing capacity বাড়বে. Flower drop কমবে. ধন্যবাদ
@@GardenerFriend hmm sar deya achhe ,Ami gachh ta choto fol Soho kine chhilam 2-3mas age but se fol Soho onno je ful ese chhilo sob jore gechhe. Ami chintai achhi
@@monayemsk5327 একটু সময় দিন। অন্তত ৬ মাস বয়স্ হলে নিশ্চই ফল আসবে। ছোট carry bag। এর গাছে ফল আসলেও সে ফল টেকে না। গাছ টা মাটিতে সেট হতে একটু সময় দিন। ধন্যবাদ
SAAF fungicide 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন আর 1 চামচ পরিমান টবের মাটিতে ছড়িয়ে দিন. গাছের গোড়ায় নির্দিষ্ট জায়গায় ফাঙ্গাস লাগলে fungicide এর ঘন paste বানিয়ে সেখানে লাগিয়ে দিন. ফাঙ্গাসের সব সমস্যা ঠিক হয়ে যাবে.
কিছু গাছ কলমের বেশি ভালো হয়, কিছু grafting। Grafting কেনার ১ টা risk, অনেক সময় দুটি আলাদা জাতের গাছ grafting করার ফলে তাদের relationship ঠিকমতো হয় না। যেমন আম্রপালি র সাথে আম্রপালি এর root stock graft করতে হবে। অনেক সময় অন্য জাতের আম graft করে দেয়, পরে সমস্যা হয়