সংবাদ কি শুনেছেন? আবেগ বেশি হয়ে গেছে। জামাত নয় হেফাজতে ইসলাম এই দাবি করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন ২০১৩ এর গণহত্যা এবং ২০২৪ এর গণহত্যার তদন্ত করার জন্য ঢাকায় অফিস খুলবে। ২০১৩ এর তদন্ত করার অনুমতি জাতিসংঘকে দিয়েছিল না আওয়ামী লীগ। বাবু নাগরী আওয়ামী লীগের দালালী করেছে। তারা শত শত কর্মী হত্যার নিরেপক্ষ তদন্ত করে বিচার হোক চাচ্ছে না।
🌿🌿👉সঠিক সিদ্ধান্ত এখন এসেছে, এই এই সংস্থাকে আমরা বয়কট করবো, এতদিন কোথায় গর্তে লুকিয়ে ছিল, এখন গর্ত থেকে বেরিয়ে এসে মানবাধিকার কমিশনের গঠনের উদ্যোগ নিয়েছে, আমরা ধিক্কার জানাই🏵️🏵️🏵️