Тёмный
No video :(

তালাক নিয়ে কুরআনের যে বিধানগুলো ৯০% মুসলমানই জানে না 😲 || Talak || Mau. Mozammel Haque new Waz 

Tahjib Center
Подписаться 1,6 млн
Просмотров 65 тыс.
50% 1

সূরা তালাক এর ধারাবাহিক তাফসীর, পর্ব-১, আয়াত : ১-৭ || Surah Talak Tafsir : 1-7 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran.
সুরা তালাক
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاء فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا
হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন। [সুরা তালাক - ৬৫:১]
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু'জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। [সুরা তালাক - ৬৫:২]
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। [সুরা তালাক - ৬৫:৩]
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। [সুরা তালাক - ৬৫:৪]
ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا
এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন। [সুরা তালাক - ৬৫:৫]
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُم بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى
তোমরা তোমাদের সামর্থ? অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্যে সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তানপ্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে, তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে। [সুরা তালাক - ৬৫:৬]
لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিযিকপ্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সুরা তালাক - ৬৫:৭]

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@mbrchyjontu4194
@mbrchyjontu4194 11 месяцев назад
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,
@mohiuddinahmed4666
@mohiuddinahmed4666 11 месяцев назад
@KamalHushen123
@KamalHushen123 11 месяцев назад
ইয়া রাব্বুল আলামীন আল্লাহু আল্লাহ। তুমি বাদশা তুমি শ্রেষ্ট । তুমি বড়ই মেহেরবান।❤❤❤❤
@KS3nnn937
@KS3nnn937 11 месяцев назад
Again ❤
@user-dr9jv1tf2z
@user-dr9jv1tf2z 11 месяцев назад
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততোই ভাল লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন।
@JubaiderNesha
@JubaiderNesha 11 месяцев назад
Amin🎉
@sportsmetro24
@sportsmetro24 6 месяцев назад
প্রকৃত আলেম। এটাই সঠিক ব্যাখ্যা তালাকের।
@saleuddin4555
@saleuddin4555 11 месяцев назад
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুন
@mainulhasan8565
@mainulhasan8565 11 месяцев назад
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@KamalHushen123
@KamalHushen123 11 месяцев назад
❤ মারহাবা কত মূল্যবান বিষয়ে আলোকপাত করেছেন ❤ জেনে উপকৃত হলাম।জানার কোন শেষ নেই।
@nazifa461
@nazifa461 11 месяцев назад
আআমার ভাল লাগলো
@KS3nnn937
@KS3nnn937 11 месяцев назад
What you
@MdIsmail-zo9xf
@MdIsmail-zo9xf 11 месяцев назад
আলহামদুলিল্লাহ্ ❤🎉
@kmojammelmondol4372
@kmojammelmondol4372 Месяц назад
আল্লাহ মেহেরবান। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগলো।❤😊
@mdlutfurrahman1678
@mdlutfurrahman1678 11 месяцев назад
Allah bless you Thanks for your new lecture ❤.
@rafikulislam3880
@rafikulislam3880 11 месяцев назад
আলহামদুলিল্লাহ্‌
@mohammednazmulhasan6993
@mohammednazmulhasan6993 11 месяцев назад
Thanks for your new lecture
@mdzsz1997
@mdzsz1997 11 месяцев назад
Alhamdulillah
@fazlayscreations5801
@fazlayscreations5801 11 месяцев назад
Ma Shaa Allah
@mdabdulmaleksarker4307
@mdabdulmaleksarker4307 11 месяцев назад
তালাক কোন হালকা বিষয় নয়। এটার বাস্তবায়ন পদ্ধতি গুরুভার হওয়া দরকার যাতে ইসলাম হাস্যকর না হয়।
@rejwanulislamreja4134
@rejwanulislamreja4134 11 месяцев назад
আল্লাহ আকবার।
@NumanAhmed-we1ql
@NumanAhmed-we1ql 7 месяцев назад
মাশাআল্লাহ ❤
@abdussalam-vd6qt
@abdussalam-vd6qt 11 месяцев назад
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,❤ বাদ্যযন্ত্র ব্যবহার না করার অনুরোধ রইল,
@MDHamidul-qj7gd
@MDHamidul-qj7gd 3 месяца назад
কথা গুলো ভালো ভাবে বুজা নুর জন্য ধন্যবাদ
@user-cu7hv5hc5l
@user-cu7hv5hc5l 2 месяца назад
আলহামদুলিল্লাহ
@safwanreactionbd4926
@safwanreactionbd4926 11 месяцев назад
Alhamdulillah ❤❤
@mohammadiqbalhossain4040
@mohammadiqbalhossain4040 8 месяцев назад
একটাও হবে না। নিকাহ যেমন বললেই হয় না। তালাক ও তেমনি একটা প্রক্রিয়ার নাম। উপদেশ, বিছানা পৃথক, হালকা আঘাত করা, অভিভাবক পরযায়ে মিমাংশার চেষ্টা করা, তাও যদি স্ত্রী অবৈধ সম্পর্কে জরায়। স্ত্রী কে ভালো লাগেনা আর তালাক বলে খালাস। তা হবে না। অধিকাংশ হুজুর নিজেও ঠিক করে বিষয়গুলো বুঝে না।
@ar2556
@ar2556 6 месяцев назад
@user-gf1nu7bs6c
@user-gf1nu7bs6c 11 месяцев назад
গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে আমার একটা জানার বিষয় আছে - বর্তমানে বিয়ে করে লিখিতভাবে। আবার তালাক দেওয়া হয় কাজীর নিকট লিখিতভাবে। কাজী সাহেব ৩ মাসে ৩টি নোটিশ পাঠায়। ৩ মাসের মধ্যে উভয়ের মাঝে আপোষ না হলে অটোমেটিক তালাক কার্যকর হয়ে যায়। এখন এই পদ্ধতিতে কয় তালাক হবে? আপনার মতামতের অপেক্ষায় রইলাম।
@ruman-ul6nf
@ruman-ul6nf 3 месяца назад
তিনটাই হবে কারন স্ত্রী যদি তার মধ্যে জবাব দেয় তাহলে হবে না
@IslamAzizul-ze5dc
@IslamAzizul-ze5dc 11 месяцев назад
Mashaallah
@jalalikoitor5064
@jalalikoitor5064 11 месяцев назад
আমাদের দেশে তালাকের পরে পরনের কাপড়ও খুলে রেখে দেয়।
@MizanurRahman-lx3te
@MizanurRahman-lx3te 11 месяцев назад
❤ from Singapore
@IbrahimMohamed-yt1nj
@IbrahimMohamed-yt1nj 11 месяцев назад
Jajakallah ya.shek
@kanijfatema8860
@kanijfatema8860 9 месяцев назад
মুখে মুখে রাগে ঝগরা করে তালাক বললে তালাক হবে না হবে,,,, জদি কথা কাজে মিল থাকে ৪ মাস স্বামী স্ত্রীর মাঝে কোন কথা মানে স্বামি দুরে থাকলে আর কাছে থাকলে সম্পর্ক না হয় তখন কার্যকর, ইসলাম এত কঠোর নয়
@studyplusgkandenglish5575
@studyplusgkandenglish5575 2 месяца назад
সেটাই তো ইসলাম তো তো পরিপূর্ণ একটা ধর্ম। কিন্তু কিছু কিছু লোকের কাছে তালাকের বিষয় শুনলে জান কেঁপে উঠছে। ইসলামে মেয়ের সম্মতি ছাড়া বিয়ে দিলে বিয়ে হয় না। মেয়ের অভিভাবক রাজি না থাকলে বিয়ে হয় না। বিয়ের ক্ষেত্রে মেয়ের মত, মেয়ের অভিভাবক এর উপস্থিতি/ সম্মতি, দেন মোহর ধার্য করা। একটা বিয়ে সঠিক ভাবে হতে গেলে এত কিছু দরকার, তাহলে একটা/ বিয়ে ভাঙার জন্য একটা কথা ই যথেষ্ট কেন। হ্যাঁ যথেষ্ট তখন হওয়া দরকার যখন স্বামী স্ত্রী উভয় ই সংসার করতে চায় না এবং তারা এরকম একটা পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা দুই বাড়ির লোকজন জানবে তারপর শান্ত মাথায় বলবে, আর সেটা ৩ মাস ধরে চলবে। আর এরকম টা না করে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক হঠাৎ ঝগড়া লাগলো স্বামী স্ত্রীকে রাগের মাথায় বলল ছেড়ে দিলাম / ভাগ সেগুলোর কারনেও নাকি তালাক হয়ে যাবে কেউ কেউ তো জানতেও চেষ্টা করছে না কি নিয়েত নিয়ে স্বামী বলছে। স্বামী যদি তালাকের নিয়্যতে বলে থাকে তাহলে তো সবার প্রথমে স্বামী জানবে যে স্ত্রীর সাথে বিচ্ছিন্ন হওয়ার জন্য ই বলেছে। কিন্তু কিছু হুজুর তালাকের বিষয় টাকে এমন ভাবে তুলে ধরছে যে সেগুলো যদি কোনো অমুসলিম শোনে তাহলে সেই অমুসলিম ভাববে ভালো ই হয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি নি। কিছু কিছু মানুষ যারা মিডিয়ার সামনে কথা বলছে তালাক সম্পর্কে তাদের কথা শুনলে মনে হয় তারা যেন পরিবার গুলো কে ভাঙতে বসেছে। যারা এত সহজ ভাবে তালাকের বিষয় টা মানুষের সামনে তুলে ধরে সংসার এবং স্বামী স্ত্রীর সুন্দর ১টা সম্পর্ক ভেঙে দিচ্ছে তাদের কি ভয় হয় না পরোকাল নিয়ে। তাদের কথা শুনে মনে হয় ইসলামে মনে হয় accidentally স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ভেঙে যায়। কিন্তু Quran এর আয়াত শুনে তো তা মনে হয় না। ইসলামে সমস্ত কিছুর বিধি বিধান এত নিখুঁত,, শুধুমাত্র কিছু বক্তার মুখে তালাকের বিষয় টা এত সহজ মনে হয়। সত্যি কি ইসলামে তালাকের বিষয় টা এতটা সহজ???
@osmangoni3172
@osmangoni3172 11 месяцев назад
Subahan allah
@littleworldofmine3474
@littleworldofmine3474 11 месяцев назад
যারা স্ত্রী সন্তান দেশে রেখে প্রবাসে ৬ মাস, বছর বা বছরেরও অধিক সময় বাহিরে থাকেন তাদের ব্যাপারে ইসলামের বিধান কী? এত দীর্ঘদিন স্বামী স্ত্রী কি আলাদা থাকতে পারেন? থাকলে কি বৈবাহিক সম্পর্ক বজায় থাকবে?
@sayemsofeursarker5364
@sayemsofeursarker5364 6 месяцев назад
❤❤❤
@AhidulHoq-zv8nt
@AhidulHoq-zv8nt 6 месяцев назад
Who follow islamic rule during devorce? Woman need only money.
@user-qb7gc3nd5o
@user-qb7gc3nd5o 7 месяцев назад
হুজুর আপনার সাতে কি যোগাযোগ করা যাবে
@chowdhuryalfahad717
@chowdhuryalfahad717 4 дня назад
এই হুজুরের সাথে কিভাবে যোগাযোগ করা যায় তা কেউ কি বলতে পারবেন?
@user-ff7gn7vv4w
@user-ff7gn7vv4w 5 месяцев назад
হুজুর জাজাকাল্লাহ খাইরান আমার পরশনো হলো ইসএি সামি কে ডিপোস দিলে তালাক হবে কিনা
@user-vn1dz2fx4b
@user-vn1dz2fx4b 7 месяцев назад
Assalamualaikum hujur amar sami rager mathay 2 talak diche tar koyek bochor por abar rager mathay 2 talak diche kentu amra ak sathei achi amra ki talak hoye geche amra ki pap korchi??
@MuradUzzman
@MuradUzzman 6 месяцев назад
তালাক হয় নাই,পাপ করেছেন মাপ চান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে
@user-vn1dz2fx4b
@user-vn1dz2fx4b 6 месяцев назад
Alhamdulillah
@moriumkhatun422
@moriumkhatun422 6 месяцев назад
Rag ar mathai talak delao talak hoya jai
@user-mi6uf8id8d
@user-mi6uf8id8d 5 месяцев назад
​@@moriumkhatun422rag jodi ato marattok thake tahole oita talak hoi na.kom ragee talak hoi but amon moha rag a matha olot palot rag a talak dile talak hoina
@IshratJahanAkaIshrat
@IshratJahanAkaIshrat 10 месяцев назад
Akber a 3 talak dile ki talak hbe??
@user-wn2rq2do5j
@user-wn2rq2do5j 5 месяцев назад
Assalamu alaikum.amar sami onak mardor kore .tkar jonno perser dai.or akta mey ace akon o amake ar amar bacha k chare dibe .o mey niye thakbe.amake chale sohe basa thake ber kore dai.o kalke amake notice dibe.Amar kono dos chilo na tobu allah amon sasti dilo oi meyer jonno amar songhar ta vange galo.Allah ok hedayet dat.Ami ai duder bacha niye koi jabo.
@kmojammelmondol4372
@kmojammelmondol4372 Месяц назад
হুজুর এর কাছে আমার একটা প্রশ্ন ছিলো আমি কিবাবে প্রশ্ন করতে পারবো।একটু জুরুরি প্রয়োজন। কেও যদি জেনে থাকেন হুজুরের নাম্বার টা দিবেন।দয়া করে।
@NoorAlom-ip7wz
@NoorAlom-ip7wz 18 дней назад
হুজুর আমাদের শালিস এর মাধ্যমে কাজি সিগ্নিচার করছে দেনমহর টাকাও দিল কিন্তু ৩ তালাক বলেনাই শুধু টাকা দিলো আর সিগনিচার দিলো এখন কি আবার তাকে বিয়ে করা যাবে
@faruqueahmed2039
@faruqueahmed2039 7 месяцев назад
বক্তৃতা কিছুটা ভালই লাগছিল কিন্তু এই যে বল্লেন একজন সমস্থ অধীকার ভোগ করার জন্য যেহেতু মাত্র একটি শব্দই যতেষ্ট ছিল তো তালাকের জন্যআবার কয়টি শব্দ লাগবে? তাই যদি হয় তাহলে কোরআনে এত আয়াত হাদিসের ভিন্ন কিতাবে ভিন্ন আলোচনা কেন? আপনারা কোরআন হাদিস থেকে বলতে বলতে বেশী গেয়ানী হয়ে নিজের পকেট থেকে যখনই ছোড়া শুরু করেন সমস্যা তখনই তৈরী হয়। কোরআন হাদিসের দলিলের সাথে মৌলবীরা যখন পকেট থেকে রং আর মশলা লাগিয়ে সু স্বাদূ বানাবার চেষ্টা করেন তখনই সমস্যার সৃষ্টি হয়। মশলা লাগানো বন্ধ করেন যা আছে হুবহু তাই বলেন।
@mdmahedi3984
@mdmahedi3984 6 месяцев назад
হুজুরের সাথে কী কথা বলা যাবে
@SiShuvo-hm3ug
@SiShuvo-hm3ug Месяц назад
এক বৈঠকে যদি একসাথে তিন তালাক দেয়া হয় তাহলে কি হবে??
@SiShuvo-hm3ug
@SiShuvo-hm3ug Месяц назад
এক বৈঠকে যদি তিন তালাক দেয়া হয় তাহলে করণীয় কি
@mainulislam9506
@mainulislam9506 5 месяцев назад
আসসালামুয়ালাইকুম হুজুর হায়েস্ট কি একটু বুঝিয়ে বলবেন
@susmitaakter8184
@susmitaakter8184 4 месяца назад
হায়েজ মানে হল মাসিক ঋতুস্রাব
@rumahossain6452
@rumahossain6452 11 месяцев назад
আপনার কথা শুনে কি সবাই মানবে?নমাযের কথা সবাই তো শোনে কয় জন মানে।
@user-le4zq2jg5g
@user-le4zq2jg5g 5 месяцев назад
১ তালাক ২বছর পর ১ তালাক ২ তালাক বলে এর সমাধান কি
@zidanalhadi1162
@zidanalhadi1162 11 месяцев назад
পাগলের মত ঘন্টা ধ্বনি পরিবর্তন করার জন্য অনুরোধ রইলো
@asmakhanom5879
@asmakhanom5879 7 месяцев назад
জোর করে তালাক দিলে কি তালাক হয়?
@user-mi6uf8id8d
@user-mi6uf8id8d 5 месяцев назад
No
@jainalabedin6966
@jainalabedin6966 11 месяцев назад
স্ত্রী স্বামিকে মৌখিক তালাক দিল বৈধতা পাবে কি?
@nocopyright6434
@nocopyright6434 11 месяцев назад
talak moukhik vabe e hoi, court r paper er rulse islam mane na, islam a moulobi diye kobol porale e biye, abar mokhe talak dile e talak,, papers sodho matro desher aain kanon ba jhamela theke bachar jonno,,
@tahminasubah6145
@tahminasubah6145 11 месяцев назад
এক সাথে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়েছে এটা কি এক তালাক গণ্য হবে
@nocopyright6434
@nocopyright6434 11 месяцев назад
3 talak, direct quaran dara promanito, onk a hadis diye bole 3 talak 1 sathe dile talak 1 ta e, quran bole manuser jonno talak 2 ta, 2 ta porjonto dile husband chaile firiye ante pare, but 3 ta talak dile seta hoye jabe sat6he sathe bain talak,
@MuradUzzman
@MuradUzzman 6 месяцев назад
হবে না
@moriumkhatun422
@moriumkhatun422 6 месяцев назад
3 talak hoba
@user-mi6uf8id8d
@user-mi6uf8id8d 5 месяцев назад
​@@moriumkhatun422apni shob jaigai aita chorassen ghotona ki?? Onek rag er mathai talak dile talak hoi na. Rag ta ato marattok je she ai rag er choto talak dile talak Hobe na
@mdaroshahmedakash6414
@mdaroshahmedakash6414 Месяц назад
রাগরে মাতায়ে তালাক দিলে হবে নাকি
@mdmasudhossain3845
@mdmasudhossain3845 11 месяцев назад
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@FullmoniKhaton-uq3ec
@FullmoniKhaton-uq3ec 6 месяцев назад
Alhamdulillah
@shakilahamed676
@shakilahamed676 5 месяцев назад
আলহামদুলিল্লাহ
Далее
skibidi toilet zombie universe 40 ( New Virus)
03:06
Просмотров 1,8 млн
Əliyev və Putin kilsədə şam yandırıblar
00:29
Просмотров 198 тыс.
skibidi toilet zombie universe 40 ( New Virus)
03:06
Просмотров 1,8 млн