.......' গল্পের নামটুকুই শুনবার আকর্ষন অনেক বাড়িয়ে দিলো ! ' ......... বাকিটা শুনে দেখি কেমন ......!♥️👍 .….……... এ তো গল্প নয় , দেশ ভাঙার জন্য সাধারণ মানুষ জনের যে লড়াই করতে হয়েছিলো তারই নির্মম যন্ত্রনার ইতিহাস .…….……. মন যেন সেই সময়ে পৌছে দিলো তোমার অত্যন্ত পরিনত ও সুদক্ষ মায়াময় কন্ঠে ....…...! গল্পের ' বিন্দু বাসিনী '..…..…. যে নির্মম অভিজ্ঞতা র বাস্তব কাহিনী .…....... জীবন্ত হয়ে উঠেছে তোমার প্রতিভায় .....…অপার্থিব সৃষ্টি র ছোঁয়া পেলাম , এমন অসাধারন বাস্তব কাহিনীর জন্য ' ধন্যবাদ ' ভালো থেকো , আন্তরিক ভালোবাসা নিও .…. কেমন | . শুভ রাত্রি 👍♥️🙏
খুব ভালো লাগলো। এ যেন বাস্তব। কারন, আমাদের বাড়িতে যখন, ১৯৭১ সালে বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে ৩০ জন রিফুজি উপস্থিত হলেন ( আমদের দাদুর পরিবার) এবং তারা যখন ক্যাম্প এ ৬ মাস থাকল, তাদের মুখ থেকে সব খবর শুনেছি। তাদের কে সব লানছনা পোহাতে হয়েছিল। আমার বয়স এখন ৭৩ বছর।