ব্যাংক বন্ধ করে দিলেতো গ্রাহক পাবে মাত্র ১ লাখ টাকা প্রথম তিনমাসে, বাকিটা কতো পাবে বা কি পাবে বা কখন পাবে তার হদিস থাকবে নাহ। এমনটা করা যাবে নাহ আমি মনে করি, সাধারণ গ্রাহকদের কোনো ক্ষতি হয় এমন ডিসিশন নেওয়া উচিত নয়, এটা ভয়াবহ ডিসিশন হবে। merger করা যেতে পারে এতে গ্রাহকদের টাকা সেভ থাকবে, বন্ধ করা যাবে নাহ।
উচিত কথা বললে তো আমরা খারাপ মানুষ হয়ে যাই। সাধারণ মানুষের ঋণ খেলাপির বেলায় দেখি সম্পত্তি নিলামে উঠানো হয়। তাহলে তো বেক্সিমকো, এস আলমের সম্পত্তি ক্রোক করে নিলামে উঠালে খেলাপি রিন অর্ধেকের নিচে নেমে আসে।
খবরদার এসব ভুলেও বলবেন না! আমাদের গুনধর ছাত্র সমাজের চোখে যদি এসব লেখা চোখে পড়ে তাহলে আমাদেরকেই সংস্কার করে ফেলবে। উদাহরণ : ছাত্ররা আন্দোলন করলো এইচএসসি পরীক্ষা বাতিলের বর্তমান সরকার তাদেরকে ক্ষমতায় বসানোর উপহার স্বরূপ সেই পরীক্ষা বাতিলই করে দিল। এখন শিক্ষার্থীরা যা চাইছে বা চাইবে তাই মেনে নিবে। কারণ ঋন শোধ করতে হবে না!!!
প্ৰয়জনে অবশ্যই টাকা ছাপিয়ে আমাদেৱ টাকা অতি দ্ৰত ফেৱত দেয়াৱ উদদ্যেগ গ্ৰহন কৱুন ।সোস্যাল ইসলামিতে আমাদেৱ অনেক প্ৰবাসী অনেক একাউনট ৱেমিটেনস পাঠানো হয়েছে ।মানুষকে ৱক্ষা কৱুন এই ক্ষতি এত মানুষ সয়ে উঠতে পাৱবে না মানুষ দিয়ে মানুষ নিয়েই দেস
Increase VAT collection in a multiple slabs can create the biggest impact on economic growth and development. The government must ensure that grabbing all the export payments within the same fiscal year and must increase our remittance flow, it will increase our reserve rapidly. And for importing garments machinery our government should impose some regulations, and we should follow all the transactions. To encourage exporters, we can give them a special slot and exchange rate for transaction. "Please stop all the financial crimes"
আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন,দেশের উন্নয়নমূলক কাজ স্বপ্ন পূরন হচ্ছে এখন দেশের নানারকম বাহানা করে অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে,অতীত বর্তমান নিধারিত করে আর বর্তমান ভবিষ্যৎ নিধারিত করে ভবিষ্যৎ প্রজন্মক শিক্ষা দেয়,আমাদের অতীতে ছিলো দেখতে সুন্দর মুখস্থ বিদ্যা করে শুদ্ধ ভাবে ইংরেজিতে মিথ্যা বাহানা করে চাকরি ক্ষমতা বড় পদ চেয়ার আদায় করা দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ও দেশের সম্পদ লুটপাট অপচয় করা,অনিয়ম-দুর্নীতি চুরি তেলবাজি স্বজনপ্রীতি করা,অবৈধভাবে দখল চাঁদাবাজির মাদক চোরাচালান পন্য সামগ্রি দাম বাড়ানো,ভেজাল ঔষধ,খাদ্য চিকিৎসা কাপড় সহ তৈরি করে জনগণের সাথে প্রতারণা করা,ব্যাংকের টাকা অপচয় লুটপাট করা,যানজট সৃষ্টি করে নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি থাকে,,সকল সেক্টরে জনগণকে হয়রানি করায়,দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই।বাহানা করে অনিয়ম-দুর্নীতি করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলা,ছেলেমেয়েরা স্বজন বিলাসিতা করা স্বজনপ্রীতি করে পরিচিত সকল স্বজনদের প্রশ্ন ফাঁস করে লবিং চাকরি দেওয়া হয়,,তা তদন্ত করা খুঁজে বের করা হোক,,এবং ভবিষ্যৎ ৫ প্রজন্ম যেন কোন স্বজন সরকারি চাকরি না পায় ও তিন দল বিশিষ্ট কমিটি সাময়িক বদলি বরখাস্ত না করে কঠোর শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায়,, এইদশে উপর থেকে নিচ পর্যন্ত পরিবারতন্ত্র ঘুষ চুরি দলীয়করণ,,নেতা সচিব প্রশাসন সহ সবাই মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে সিন্ডিকেট করে স্বজনপ্রীতি অনিয়ম-দুর্নীতি করে,,, আমার পানি লাগবে না পানি আমার পরিবারতন্ত্র দলীয়করণ মুক্ত গনতন্ত্র স্বাধীন দেশ লাগবে,যে দেশ আর কেউ যেন না বলে পানি লাগবে পানি লাগবে, অনেক কষ্ট হয়। যে পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত হাসপাতালে প্রশাসনে সিটি করপোরেশন রাজুক,পানি,বিদ্যুৎ গ্যাস ওয়াসা,দুদক, এনবিআর ইনকাম ট্যাক্স খেলাধুলাসহ সকল অফিসে স্বৈরাচার মুক্ত সকল কর্মকতারা মুক্ত না হবে সে পর্যন্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হবে না। এই দেশের পুলিশ প্রশাসনসহ সকল অফিস সেক্টরে আগের রুপে আছে,কোনদিন ভালো হবে না,তাই নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত মেধাবী দেশ প্রেমিকদের নিয়োগ দেন কেননা অনেক বেকার যুবক আছে যাদের মেধা আছে কিন্তু টাকা স্বজনপ্রীতি তেলবাজ মামা চাচা নেই,যারা নিরপেক্ষ ভাবে লোভ লালসা অনিয়ম-দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি বাদ দিয়ে দেশ সেবা করতে চায় তাদের দায়িত্ব সুযোগ দেন। ১৫০/২০০ ভবিষ্যতে প্রজন্ম কথা না ভেবে সকল সেক্টরে সঠিকভাবে বিশ্লেষণ আধুনিক সিস্টেম নাই তা করেন ও কঠোরভাবে আইন নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতা বিচার কঠোর শাস্তির ব্যবস্থা নাই তা করেন এবং নিরাপত্তার সাময়িক শক্তি বাড়ানো ও কাঠামো অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সহ নানা রকম সেবা কাজ ছয়নয় করে তা বন্ধ করে সংস্কার টেকসই আধুনিক উন্নয়ন করতে হবে। বুদ্ধিজীবি সুশীল সমাজ সাংবাদিক প্রশাসনদের দেশ নিয়ে চিন্তা ভাবনা বিশ্লেষণ গবেষণা করতে হবে,,ভবিষ্যতে যেন আর দেশে এমন খারাপ পরিস্থিতি না হয় না করতে ভয় পায় সেই অভিজ্ঞতা মনমানসিকতা দিয়ে কঠোর আইন সিস্টেম সংস্কার করতে হবে। দেশ পেলাম ভালো কিন্তু আফসোস দেশের মানুষ গুলো পেলাম শিক্ষিত রুপে অশিক্ষিত বাহানা করে চুরি অনিয়ম-দুর্নীতি করা মানুষ, দোষ খারাপদের না দোষ আমাদের আমরা ভয়ে অন্যায় করার সুযোগ সুবিধা দিয়েছি বলে তারা নানা রকম অপরাধ অপকর্ম করে থাকে,,তার জন্য আমাদের সিস্টেম কঠোর আইন নেই,জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত শাস্তি নেই বলে তারা অপরাধ করে থাকে,বিচার হয় পুটিমাছের বেঁচে যায় রুই কাতলাগুলো ওদের আছে টাকা সিন্ডিকেট ক্ষমতা ওয়ালা মানুষ,,এটা বাংলাদেশ এখানে আইন শুধু অসহায় মানুষের জন্য আইন বিচার, বড়লোক পদ ওয়ালাদের জন্য নয়।আমরা অত্যাচারে জুলুমে ভয়ে প্রতিবাদ করি না তাই তেলবাজি অনিয়ম-দুর্নীতি সহ নানা অপরাধ করতে সাহস পায়। অসৎ কর্মকতা ও মূর্খ্য নেতারা তা কাজে লাগায়,যারা ক্ষমতা ছিলো আছে বা আসবে তারা সবাই বড় পদ চেয়ার চাকরি ক্ষমতা জন্য পেরেশানি করে,দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ করে না, শিক্ষা নিয়ে রাজনীতি কোচিং বাণিজ্য রেগিং না হয়,চিকিৎসা নিয়ে ছয়নয় ব্যবসা না হয় উন্নত হয়,খাদ্য জন্য অন্য দেশে ভিক্ষা করতে না হয়। ব্যাংকের টাকা অপচয় লুটপাট সহ নানা অপরাধ অপকর্ম না হয়, সকল উন্নয়নমূলক বড়ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের পরিকল্পনা করে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বা তাদের দায়িত্ব দিয়ে সকল কাঠামো অবকাঠামো টেকসই ভাবে হবে কোন লুটপাট হবে না, এমপি মন্ত্রী সরকারি অফিস সকল কর্মকতাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,,
দূর্বল ব্যাংক গুলোর কারণে আমানতকারী ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। দূর্বল ব্যাংক থাকার চেয়ে একদম না থাকায় ব্যাটার। তাছাড়া দেশে এতো গুলো ব্যাংকের প্রয়োজন নাই।শক্তিশালী কয়েকটা ব্যাংক থাকলেই হবে। UCB ব্যাংকে ডেইলি ১ অথবা ২জন গ্রাহক দেখা যায়।