প্রিয়, আল হাজেন ভাই,,,, দর্শকদের মনে কষ্ট দিয়েন না প্লিজ 🙏😢 হাবু ও মারজানের সঙ্গে মিল না করিয়ে দিলে আমরা সবাই এই নাটক বয়কট করতে বাধ্য হবো। কথা টা মাথায় রাখিয়েন।
কেউ আগে থেকে নাটক দেখবেন না অনলি একজন দেখবে সে কমেন্ট করবে যদি মারজান সাথে মিল হয় তাহলে সবাই দেখবেন। আর এভাবে তো আমাদের পুরা নাটক দেখাই লাগে কারন আমরা যাই বলি না কেন পরিচালকের কানে ঢুকে না এই কারণে সবার ভিউ ওদের দেওয়া যাবে না
পরিচালক সাহেব আপনি কি দর্শকদের কমেন্ট পড়েন? দ্রুত মারজানের ফুফাতো ভাইয়ের কাছে যেন হাবুর ব্যাপারে সব কিছু জানতে পারে মারজান। এরপর মারজান ভুল বুঝাবুঝির অবসান হয়।১৪০তম পর্বে এটা দেখতে চাই।
হাবরী স্কলারশিপ নাটকটি আগ থেকে এখন বাজে করতেছে হাবুর মারযানের সিন মাত্র তিন মিনিট দেওয়া হয়েছে আর বাকি সব আলতু ফালতু এরকম নাটক দেখে কিন্তু মন মেজাজ একদম ঠিক থাকেনা পরিচালকদের প্রতি অনেক রাগ হয় দয়া করে বিষয়টা দেখবেন ❤
শাকিবের সাথে মারজানের মিল হওয়ার মত কাহিনী কোন রকম মেনে নিতে পারবো না.....প্রযোজক ও পরিচালকের কাছে আমি সহ অনেক দর্শকদের হয়ে বিশেষ অনুরোধ করছি যে, হাবু সাথে মারজানের মিল আর বজ্জাৎ মহিলা দোলন চাপার সাথে শাকিবের মিল......
হাবুর সাথে মারজানের সম্পর্কটা বিচ্ছেদ করাটা মোটেও ঠিক হয়নি পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাড়াতাড়ি ঠিক করে বিয়ে দিতে হবে মারজানের সাথে
সেকেন্ড চেয়ারম্যান সত্যি সত্যিই মাইর দিতে পারে,হাবুকে। মারজানকে হারিয়ে বিলীন হয়ে গেছে হাবু,তাকে আর মাইর দিলেই কি, না দিলেই কি। হাবুর প্রতি সেকেন্ড চেয়ারম্যান এর মন নরম হয়ে যাবে, মাইর দেওয়ার পর হয়তো। দেখা যাক, পরিচালক সাহেব কি রেখেছেন চমক আমাদের জন্য।
পরিচালক মহোদয় কে অনুরোধ করে বলব নাটকটি আমি প্রথম থেকে এখন পর্যন্ত আমি দেখছি তাই দয়া করে বিশেষভাবে অনুরোধ রইল হাবু এবং মারজানের ভেতর যে বিশ্বের চলতে সেটা যেন মিল হয়ে তাদের বিবাহ পর্যন্ত এগিয়ে যায়। নয়তো নাটকের মজা থাকবে না। সেই সাথে যেন সেকেন্ড চেয়ারম্যানের কিছুটা হলেও শাস্তির আওতায় এনে গ্রামের সবাইকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সকল কলাকৌশলী এবং সকল শিল্পী বৃন্দ কে।
পরিচালক কি আমাদের কমেন্ট গুলো দেখে না, যেই দর্শকদের জন্য নাটক বানাচ্ছেন সেই দর্শক সবাই চাইতেছে মারজান হাবুর মাঝে যে ভুল বুঝাি হয়েছে তা প্রকাশ করার জন্য, তা যদি না হয় কালকেই আপনাদের নাটক আমার জন্য শেষ পর্ব
পরিচালক সাহেব ! অতিদ্রুত মারজান হাবুর মিলনটা করে দেন, অন্যথায় নাটক বয়কট করবো। আমরা মারজান হাবুর হাতধরে সেকেন্ড চেয়ারম্যান এর পতন দেখতে চাই। আর পর্বগুলো ২০ মিনিট এর খুবই বিরক্তিকর। পর্বগুলো ৩০ মিনিট এর করে দিন।
Dear পরিচালক মারজানের সাথে হাবুর মিল হওয়া চাই। নয়তো আমরা আপনার নাটকের বিরুদ্ধে রিপোর্ট মারবো। যেভাবেই হোক হাবু-মারজানের মিল করে দেন। নয়তো আমরা আন্দোলন শুরু করে দিমু,,,✊✊✊
কেউ আগে থেকে নাটক দেখবেন না অনলি একজন দেখবে সে কমেন্ট করবে যদি মারজান সাথে মিল হয় তাহলে সবাই দেখবেন। আর এভাবে তো আমাদের পুরা নাটক দেখাই লাগে কারন আমরা যাই বলি না কেন পরিচালকের কানে ঢুকে না এই কারণে সবার ভিউ ওদের দেওয়া যাবে না