ভাই আপনার লেখা,গাওয়া, সুর খুব সুন্দর। আপনি বেশির ভাগ সটুডিওতে গেয়ে থাকেন। আমার মনে হয় ভালো গ্রাপিক্স এবং ভালো জায়গায় গিয়ে মডেলিং করলে আরো ভালো হবে।আশা করি আগামীতে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে গাইবেন।আর আমি আপনার সকল গজল শুনি। জাযাকাল্লাহ। ❤
মন খারাপ! রাতে ঘুম আসেনা! ডিপ্রেশনে আছেন! আমার কাছে এসবের অন্যতম সমাধান আমার প্রিয় শিল্পী, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইয়ের গান, এই গান মন ভালো করতে পারে, ঘুম আসতেও কাজ করে, যোগায় অনুপ্রেরণা । আসলে তিনি লক্ষ নয় কোটি ফ্যান ডিজার্ভ করেন, তিনি গতানুগতিক শিল্পীদের মতো নন, সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের প্রমোট ছাড়া লক্ষাধিক ফলোয়ারের ভালোবাসা কয়জন'ই পায়! কিন্তু এটা বুলবুল ভাইয়ের পক্ষে সম্ভব। কত ধরনের নারিং ভিরিং গান গেয়ে ইউটিউবে সফল হতে পারছেন না এরকম কত জন চেনা, জানা। কিন্তু খুলুসিয়তের সহিত হামদ, নাত, মর্সিয়া, প্রতিবাদী গান গেয়ে আজ বুলবুল ভাই ছুঁয়েছেন লক্ষের কোঠা। আলহামদুলিল্লাহ্। এই অর্জন তিলে তিলে হয়েছে। অমলিন থাকুক এই লক্ষাধিক হামদ না'ত প্রেমিকদের এই ভালোবাসা। অভিনন্দন প্রিয় কবি, প্রিয় ভাই।
ভাই উনি কিন্তু অন্য ধরনের কবি উনি নিজেই বলে থাকেন যেনো উনার কন্ঠে যেনো কোনো অন্য কোনো সাউন্ড যেনো ব্যাবহার না করা হয়।। গ্রাফিক্সের কথা বাদই দিলাম। শুধু আমাদের অনুরধে ভিডিও বানান নয়তো ্ স্টুডিও ভার্সনই বেশি শুনতে হতো।।