বাংলাদেশ থেকে কিভাবে ভারত শহরে যাওয়ার কিভাবে নতুন করে পাসপোর্ট করতাম ও পাসপোর্ট করার জন্য কি কি জিনিসপত্র লাগে ও কি কি কাগজপত্র লাগে জানে আপনাদেরকে বলছি এরকম ভালো ভালো ভিডিও করে পাঠাবেন
ভাই, আমার Student ID Card এর মেয়াদ শেষ। বর্তমানে কিছুই করছি না, সেক্ষেত্রে অকুপেশন কি দিব? যদি Student দেই, তাহলে কি ঐ Student ID Card দিলে problem হবে কিনা? আমাকে এটার জন্য সুপরামর্শ দিলে উপকৃত হবো। ধন্যবাদ।
Sir, visa and passport collect korte kon time e IVAC office e jete hobe? Sokal 10 tay gele ki hobe naki bikale jete hobe? Oikhane giye ki line e darate hobe?
Wife er er occupation Jodi housewife den, thle apnr occupational information dite hobe and apnr bank statement dite hobe, baby occupation Jodi student den thle student and apnr occupational documents and information dite hobe and apnr bank statement dite hobe E Sara sob normally sajeben
ভাই একটা বিষয় জানাবেন 3/4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়া যাবে না? আরেকটি বিষয় হলো যে, আমার স্টুডিওতে এক লোক কাজ করে আমি যদি তাহাকে প্রত্যয়ন/NOC দিই তাহলে কি হবে না? এনওসি কি বাংলায় দিলে হবে নাকি ইংরেজীতে দিতে হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
লাস্ট টাইম এক্সিট পারমিট নিয়ে ইন্ডিয়া থেকে আসছিলাম। এখন নতুন করে ভিসা জমা দিব. সেই ক্ষেত্রে কি আমার এক্সিট পারমিট এর পেপার লাগবে? ভিসা জমা দেয়ার সময়?
Vaiya Amar Profession Dewa ace Student . dependent on Ammu dici, But amar nijer bank statement ace . and valoi transection hoice for last 3 mont teke . so My Question is Amr nijer bank statement dile kono problem hove ?? naki must guardian er bank statement dite hove ? Please Answer 🙏
ভাই আমি ভুলে ভিডিও দেখে এক্সিট পয়েন্ট দিয়েছি বাই এয়ার। এখন কি আমি বাস দিয়ে এক্সিট করতে পারব? এক্ষেত্রে কি করতে হবে। ফর্মে পেমেন্ট দিয়ে দিছি। কালকে এপয়েন্টমেন্ট ডেট। এখন কি করতে পারি
ধন্যবাদ ভাই, আমার পাসপোর্টে বর্তমান ও স্থায়ী ঠিকানা খুলনাতে কিন্তু কর্ম স্থান ঢাকায় তাই আমি বসবাস করছি ঢাকাতে, এমতাবস্থায় আমি কোথায় ভিসা আবেদন পত্র জমা দেবো, আশা করি সঠিক পরামর্শ পাবো, ভালো থাকবেন।
আসসালামুয়ালাইকুম ভাই প্রথমই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ডকুমেন্ট সাজানোর ব্যপারগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ভাই আমার ২টি ব্যপার জানার ছিল । ১. ছবি কি আমরা গুলু দিয়ে নিজেরা লাগাব ?? ২. ডকুমেন্ট গুলো কি সিরিয়াল অনুযায়ী সাজিয়ে আমরা নিজেরা পিনআপ করে নিব। উওর দিলে আন্তরিক ভাবে খুশি হব।
Glue diye photo from er sate apnke lagate hobe And sob paper eksate pinup korben na, gems clip otoba buider clip pawa jaw seta diye sob paper eksate kore niye jaben
ভাই, প্রিপেইড মিটারের ক্ষেত্রে কি মিটার কার্ডের দুই পাশের ফটোকপি দিবো..? যদি তাই দিতে হয় তাহলে তো কার্ডের বডিতে কোথাও বর্তমান ঠিকানা লেখা থাকেনা। তাহলে কিভাবে মিলাবে..?
একটা তথ্য জানার ছিল ভাই। ভিসাতে যে এড্রেস বা ঠিকানা দেয়া হয়, ওইখানে house no/street name এ আমরা কি দেব? আমার এনআইডিতে house no/street name দেয়া নাই এখানে আমার গ্রাম ,পোস্ট অফিস, জেলা উল্লেখ করা। এখন আমি ঠিকানা দেয়ার সময় house no/street name এ NA দিয়ে ফেলছি। হবে আমার সম্পূর্ণ ঠিকানা নিচে ঠিকভাবে উল্লেখ করছি।এখন এতে কি আমার এপ্লিকেশন ফর্মে কোন সমস্যা হতে পারে।
Vai amr ager passport hariye geca meyad chilo.abar new tulchi akn visa application korar somoy ki old passport er option full fill korte hobe naki ota kichui korbo na ? Janaben please
Vai dollar Andrus korsi .. amk ektah kagoj diseh ami ki mul copy ta joma dibo naki photo copy? Ar passport er pichone j seal diseh oitar o photo copy lagbe?
ই আমার পাসপোর্টে বর্তমান ঠিকানা ঢাকা স্থায়ী ঠিকানা আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এখন আমি ঢাকায় ভারতীয় ভিসার জন্য এপ্লাই করব তাহলে আমার গ্রামের বাড়ির বিদ্যুৎ বিলের কপি দিলে কি কোনো সমস্যা হবে
Vaia amar masters complete... Taholy akhon profession ar jaygay ki dibo? Akhon to r ami student noi ... Taholy ki kono documents dity hoby? Plz reply dibyn
Hello bhai, Amar NID number change hoyece, agee 17 digit chilo akhon 10 digit hoyece. epassport 17 digit diye Kora chilo. Ata te ki kono problem hobe, visa apply korar somoy. Thanks in advance
Online a apply er somoy blue background er pic submit diye felsi.. akhn ki korbo? Arekta pic je submit korte hobe sekhane ki white background er pic dibo
নাগরিকত্ব সনদ কি must লাগেই? অনেক friend রাই বলতেছে নাগরিকত্ব সনদ লাগে, কিন্তু পরশু application জমা দেওয়ার date, সনদ তো ওঠানো হয়নি, কোনো সমস্যা হবে ভাইয়া?
ভাই আমি টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছি এবং ডিসেম্বর মাসে অ্যাপয়নমেন্টের ডেট পরেছে।ইতোমধ্যে আমি অসুস্থ হওয়ার কারণে মেডিকেল ভিসা করতে চাই।এখন আমার করণীয় কি?
Medical visa jono abedon koren kono somosha hobe na But tourist visa application joma diben na Normally medical visa jono abedon Kore file joma diya ashen
Vaia ami thaki shariatpur. Amar desher bari Barishal a to ami shariatpur theke passport korate chasci. Tate ki amar kono barti khoroc hobe? Hoile kto? And ktodin lagbe? And ami passport er apply and visar apply aksathe korte parbo? Naki passport pawar por visar apply korte hoy? Ar akhon passport korte dile ktodin time lage and visa korte dile ktodin time lage? And amar bank account nai amar ammur ace ota use korte parbo?
ভাইয়া, আমি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিলাপ করে সাবমিট করে দিয়েছি এরপরে দেখছি যে আমার প্রেসেন্ট অ্যাড্রেস এ একটা স্পেলিং মিসটেক হয়েছে, এখন আমার কি করণীয়??? আমি কি আবার নতুন করে আর একটা ফরম ফিল আপ করবো নাকি ভুল সংশোধন করা যাবে অন্য ভাবে???? প্লিজ বললেন।
ভাই আমি যেই অফিসে চাকরি করি সেই অফিসের noc আমি নিয়েছি আমাদের অফিসার সিক্নিচার করছে কিন্তু কোনো সিল দেয়নাই ৷ আমি বলছি সিল দিতে সে বলো সিল লাগে না ৷ ভাই এখনো কি এই noc দিলে কাজ হবে ? দয়াকরে আমাকে একটু জানাবেন প্লিজ ৷
আমার বয়স ১৮ বছর ৭মাস, আমি বার্থ সাটিফিকেট দিয়ে পাসপোর্ট করেছি। আমার এনআইডি নেই। আমি কি এনআইডি এর পরিবর্তে বার্থ সাটিফিকেট দিতে পারবো? কোন সমস্যা হতে পারে কি বার্থ সাটিফিকেট দিলে