লাল গরুটা উনি ৬৭ হাজার টাকা দিয়ে কিনেছেন আরো আড়াই মাস আগে। উনি বলেছেন এই গরুটা আরো ৮ থেকে ৯ মাস পালন করবেন। তাহলে অলমোস্ট এক বছর হয়ে গেল। মানে ১২ মাস। প্রতিমাসে এভারেজ খরচ যদি ধরি পাঁচ হাজার টাকা তাহলে ১২ মাসে ৬০০০০ টাকা। তাহলে তার খরচ হল এক লক্ষ ২৭ হাজার টাকা। উনি বিক্রির আশা করতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। মোট লাভ হল ২৩ হাজার টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি ৬৭ হাজার টাকা দিয়ে একটি শুকনা বড় গরু পাইতেন। সেই গরুটা চার থেকে পাঁচ মাস ঠিকঠাক যত্ন নিলে কমপ্লিট রেডি হয়ে যায়। সো এই গরুটা উনি সেম প্রাইজে বিক্রি করতে পারবেন। তাহলে কোনটা অধিক লাভজনক হলো?
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদন করে আমার সংসার চালাতে হয় না। আমি যুব সমাজকে আত্মকর্মী/উদ্যোক্ততে রূপান্তর করার জন্য উৎসাহ এবং প্রেরনা দিবার চেষ্টা করি। আর মিথ্যার আশ্রয়ও নেই না। সন্মানিত খামারিগন যা বলেন তাই উপস্থাপন করার চেষ্টা করি। তাছাড়া এই খামারি ভাই আমার প্রতিবেদন করার পর ২ মাস পেরেই ১৪ টি বাছুর বিক্রয় করে ( কুমিল্লাতে) যা প্রতিবেদনে বলা হয়েছে তার চেয়েও বেশি লাভ করেছেন। যাহোক সবই বিশ্বাসের বিষয়। আবারও ধন্যবাদ জানাচ্ছি। যুব কথা
আসসালামু আলাইকুম আমি সৌদি আরব প্রবাসী আমি দেশে এসে একটি খামার করতে চাই যুব উন্নয়নের কি কি হেল্প পাইতে পারি আমাকে একটু সহযোগিতা করবেন আমার দেশের বাড়ি বরিশাল