তোরা আইন নিজ হাতে তুলে নিয়ে পুলিশ হত্যা, লুটপাট,সরকারী সম্পদ ধ্বংস করেছিলি, পুলিশ হত্যার হুকুমদাতা কারা ছিল সমগ্র বিশ্ববাসী জানে। আইন সবার জন্যে সমান এবং নিরপেক্ষ হোক নয়তো পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটবে, এবং এটি হবে আরো ভয়ঙ্কর।
সবাই যদি ধোয়া তুলি পাতা বা নির্দোষ দাবি করে এবং তাদের দিয়ে যদি জোর করি কাজ করানো হয় সেই সময় তবে তারা পদত্যাগ করেন নাই কেন ? এমন নজির তো নাই যে কেউ প্রধান মন্ত্রীর অন্যায় এর জন্য পদত্যাগ করেছেন | কঠিন শাস্তির দাবি জানাই |
পলক সাহেবের অনেকদিন জেলখানায় থাকার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে তওবা করে একটা বই লিখতে পারেন। তাতে নাম ধরে ধরে আপনি বলবেন কার সাথে কি কথা হয়েছিল, মানুষ খুনের পরিকল্পনা, কিভাবে টাকা চুরি করা হয়েছিল, টাকাগুলি কোথায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ক্ষমাশীল।
প্রধানমন্ত্রীর বাসভবনে যখন কল রেকরডে নথিপত্র পাওয়া যায় তখনই আমি একটা পলকের সাথে উপদেষ্টার কথা শুনেছি। সেখানে পলক নিজে বলেছেন ইন্টারনেট দেওয়া খুবই জরুরী প্রধানমন্ত্রীকে বলুন যেভাবে হোক ইন্টারনেট দেয়ার জন্য এটা যদি কোন ফলাফল আসে সেটা আমি মাথা পেতে নিব। কল রেকর্ডটা শুনে আমি বুঝেছি পলক নিজেও চাচ্ছে স্টুডেন্টদের সাহায্য করার জন্য যেহেতু সরকারের সাথে তিনি জড়িত তাই নিজে কোন ডিসিশন নিতে পারছিলেন না।
আমারও মনে হয় এটা হতে পারে. তাই বলে পলক স্টুডেন্ট দের কাছে এত বড় মিথ্যা বলবে? শুধু পলক নয় অন্য মন্ত্রীরাও সাপোর্ট করতে চাইলে করতে পারেনি. যারা নিজের স্বার্থ কে গুরুত্ব দিয়েছে তারা মুখ খুলেছে ঠিকই কিন্তু স্টুডেন্ট দের বিপক্ষে. আর যারা মানবিকতা কে গুরুত্ব দিয়েছে তারা হয়তো কিছুই বলেনি তবে গোপনে স্টুডেন্টদের বিজয় কামনা করেছেন. প্রকাশে করলে হয়তো মন্ত্রীদের আতঙ্ক থাকতো না. বরং স্টুডেন্ট রা তাদের সাবেক মন্ত্রী হিসেবে সম্মান করত. তাদের ভয় ই ছিল তাদের আতঙ্ক আর সম্মানহানির মূল কারণ. তাছাড়া আনিসুল সালমান এরা স্বার্থবান লোক. এরা নিজের স্বার্থের জন্য স্টুডেন্ট দের বিপক্ষে গিয়েছিলেন.
@@JamesHowlett-qy3yq 50 হাজার কোটি টাকা ঋন ও দিতে পারবে টাকা তো সব বিদেশ এ পাঠাইছে।এতো ঋণখেলাপী থাকার পরেও এতো টাকা ও কি ভাবে নিলো আজকে দেশের ব্যাংক গুলো তে তারল্যসংকট দেখা দিচ্ছে ওদের জেলে রাখাই ঠিক আছে ওর সকল কোম্পানি আপাতত সরকারি মালিকানার কাছে জব্ধ রাখতে হবে ঋন পরিশোধ নাহ হওয়া পর্যন্ত