Тёмный

ফেনী টু ঢাকা ট্রেন ভ্রমণ | মহানগর গোধুলি | Feni To Dhaka Train | Bangla Description | 

Bangla Description
Подписаться 2,8 тыс.
Просмотров 282
50% 1

রেলগাড়ীতে কোথাও যাওয়া মানেই একটা আলাদা আভিজাত্য কাজ করে বিশেষ করে আমার কাছে জার্নি মানেই পছন্দের প্রথম তালিকায় যা থাকবে তারনাম হচ্ছে ট্রেন। তারই ধারাবাহিকতায় আজকে আমার যাত্রা শুরু হচ্ছে ফেনী টু ঢাকা।চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি ফেনী তে ঠিক ৪টা ২২ মিনিটে ১ নাম্বার প্লাটফর্মে এসে দারায় সেই ভাবেই প্রস্তুতি নিয়ে ট্রেনের অপেক্ষা করতে শুরু করলাম এর মাঝেই নেমে গেলে রোমাঞ্চকর এক দারুন বৃষ্টি। একদিকে ট্রেনের জন্য অপেক্ষা আর অন্য দিকে অঝর ধারায় ঝরছে বৃষ্টি। সেই ফাকে চলুন ফেনী রেলস্টেশন সম্পর্কে একটু জেনে নেই। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এবং ১৯২৯ সালে ফেনী থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হওয়ার সময় ফেনী জংশন স্টেশনে পরিণত হয়।তো প্রিয় বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন আনুমানিক ২০মিনিট বিলম্বে ১নাম্বার প্লাটফর্মে এসে দাড়াল। আমি সব সময় খেয়াল করে দেখেছি ট্রেন আসার সাথে সাথে মানুষের দৌরাদৌরি শুরু হয় তার কারণ ট্রেনের প্রতিটা টিকেটেই উল্লেখ করা থাকে ট্রেনের কোন বগিতে আপনার কত নাম্বার সিট।আমার মত অনেকেই জানেনা ট্রেনের কোন বগি স্টেশনের ঠিক, কোন যায়গায় এসে দারাবে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যদি প্রতিটি স্টেশনেই ট্রেনের কোন বগি কোন পাশে দারায় তার একটা নেমপ্লেটে যদি ঝুলিয়ে দিত তাহলে আমার মত সাধারণ মানুষ ট্রেনে উঠতে এত হয়রানী হত না।অনেক অপেক্ষার অবশেষে পর ট্রেনে উঠতে পারলাম ,প্রিয় দর্শক একটু বলে রাখি ,ঢাকা চট্রগ্রাম অভিমুখে চলাচালকারী মহানগর গোধুলি এক্সপ্রেস সপ্তাহের সাতদিন বিরতিহীন ভাবে চলাচল করে তাই এই ট্রেনের পরিবেশ একটু খারাপ হবে এটাই স্বাভাবিক। আমাদের ট্রেন আস্তে আস্তে গন্তব্যের উদ্দেশে রওনা করল ,ফেনী থেকে ঢাকার টিকেট এর মুল্য মাত্র ২৬৫ টাকা।আপনি চাইলে এসি,স্নিগ্ধা বা কেবিন নিয়েও যেতে পারেন ভার জন্য সিট ভেদে ভাড়ার পরিমাণ কম বেশি হয়ে থাকে।ফেনী শহর ছেড়ে গ্রামের সবুজ শ্যামল পথঘাট পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে। জানালে দিয়ে তাকালে যতটা দেখা যায় তা তা দেখার চেষ্টা করছি ,ফোটা ফোটা বৃষ্টির পানি আর দমকা হাওয়ায় ফসলের মাঠে গুলো যেন ফিরে পেল এক যৌবনের ছোয়া ,বাংলার প্রতিটা গ্রামের এমন প্রকৃতি যেকারো চোখ জুরিয়ে দেবে।কত সুন্দর আমার এই বাংলাদেশ।
ছোট বড় বেশ কয়েকটা স্টেশন পেছনে ফেলে আমাদের ট্রেন এর প্রথম যাত্রা বিরতি লাকসাম রেলওয়ে জংশন এ এর কুমিল্লা,ব্রাম্মন বাড়িয়া,নরসিংদী টুঙ্গি হয়ে আমাদের ট্রেন এসে পৌছাল ঢাকা কমলাপুর রেলস্টেশনে। প্রিয় দর্শক ট্রেন ভ্রমণ আপনার কাছে কেমন লাগে আমাদের কে কমেন্ট করে জানাবেন। আপনি কোন এলাকার ট্রেনে যাতায়াত করেন উল্লেখ করবেন তাহলে হয়তবা একদিন আপনার এলাকায় একটা ট্রেন জার্নি করে আসব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
ফেনী টু ঢাকা ট্রেন ভ্রমণ | মহানগর গোধুলি | Feni To Dhaka | Bangla Description | Mohanagar Godhuli|
ঢাকা টু ফেনী ট্রেন ভ্রমণ,মহানগর গোধূলি এক্সপ্রেস,ফেনী টু ঢাকা ট্রেন ভ্রমণ,Feni To Dhaka,Mohanagar Godhuli,মহানগর গোধুলি,মহানগর গোধূলি,trains,mohanagar godhuli,mohanagar godhuli express train,রেলগাড়ি,feni to dhaka,ফেনী টু ঢাকা ট্রেনের সময়সূচি,feni train,feni railway station
#Bangla_Description

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@thtamim6421
@thtamim6421 5 месяцев назад
dhaka to narsingdi
@Bdescription
@Bdescription 5 месяцев назад
মহানগর গোধুলি আপনার এলাকারই ট্রেন
Далее