Тёмный

বগুড়ার মানুষের অত্যন্ত প্রিয় এক খাবার আলুপোড়া || Alu Pora || Traditional Burnt Potatoes of Bogura 

Salahuddin Sumon
Подписаться 2 млн
Просмотров 355 тыс.
50% 1

বগুড়ার আলুঘাঁটির কথা কমবেশি সবাই জেনে গেছেন। কিন্তু আরেক মজার খাবার আলুপোড়ার কথা অনেকেই জানেন না। বগুড়ার লাল গোল আলু পুড়িয়ে খেতে খুবই মজা। এটিও বগুড়ার একটি ঐহিত্য।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#potato #burnt_potatoes #bogra #আলুপোড়া #বগুড়ার_আলুপোড়া #বগুড়া

Опубликовано:

 

8 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 972   
@faiazrabbys7229
@faiazrabbys7229 3 года назад
আমার দেখা বাংলাদেশের সেরা ৫ জনের মধ্যে একজন ইউটিউবার সালাহ্উদ্দিন সুমন ভাই। দেশ মাটি সর্বোপরি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য গুলোকে নতুন প্রজেন্মর সামনে তুলে ধরার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সাবলীল ভাবে প্রতিটি ভিডিও উপস্থাপনা আমাদের উপহার দেয়ার জন্য।
@sounakchaterjee3249
@sounakchaterjee3249 3 года назад
হুবহুআমার বাড়ির সামনের দৃশ্য। আমরাও কিছুদিন আগে আমাদের বাগান থেকে আলু পোড়া উৎসব করালাম। খুব সুন্দর! আসলে নামেই দুটি দেশ, কিন্তু এক দেহ , এক প্রাণ।। বাংলাদেশের মানুষদের জন্য পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা।
@nazrulbdislamkr3172
@nazrulbdislamkr3172 2 года назад
ধন্যবাদ দাদা আপনাকে। সময় পেলে বাংলাদেশে এসে আলু পোড়া ও পদ্মার ইলিশ খেয়ে যাবেন।
@user-xx9hd2wm7e
@user-xx9hd2wm7e 2 года назад
ভারত আর বাংলাদেশ এক না 😂😂
@bdgameramirul4560
@bdgameramirul4560 3 года назад
আলু পুড়া খাওয়াটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মাঠে এসব করতে অনেক ভালো লাগে আর আনন্দ পাওয়া যায়। যা ভাষায় প্রকাশ করা যাবে না।
@mdakramulbari9700
@mdakramulbari9700 3 года назад
ভাই, আমি বগুড়ার সন্তান। আলু পোড়া খাওয়ার কথা শুনে জিভে জল আইয়া পড়ছে। শৈশবের স্মৃতি মনে করিয়ে দিলেন। আপনার প্রত্যেক ভিডিও দেখি। আমাদের বগুড়া জেলা কে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। দোয়া করি আপনার প্রতিটি পদক্ষেপ সুগম হোক।
@bijonsarker6861
@bijonsarker6861 3 года назад
আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে একদিন ইচ্ছা আছে আপনার সঙ্গে দেখা করব। আপনার ডকুমেন্টারি ভিডিওগুলো সব সময় আমি দেখি
@bijonsarker6861
@bijonsarker6861 3 года назад
আমি সবসময় আপনাকে খুব ফলো করি বিশেষ করে এই টাইপের ভিডিও তৈরি করার জন্য
@khurshidkhurshid7851
@khurshidkhurshid7851 3 года назад
সত্যি ওনার ভিডিও দেখলে অনেক ভালো লাগে
@sabberalsahed6866
@sabberalsahed6866 3 года назад
Amio onk khaici
@DKumar-zb5zm
@DKumar-zb5zm 3 года назад
@@sabberalsahed6866 amake dao 😚😚😚😭😭😭😭
@denomar6953
@denomar6953 3 года назад
Amio vai
@tirhinnodi139
@tirhinnodi139 3 года назад
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বগুড়ার পুরাতন ঐতিহ্য তুলে ধরার জন্য 🙋‍♂️সেলুট ভাই আপনাকে এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য😃
@saudiasinthi5712
@saudiasinthi5712 3 года назад
আহ আমার এলাকা🥰কথার টান শুনলেই কত্তো শান্তি পাই আলহামদুলিল্লাহ🤍
@janziverse
@janziverse 3 года назад
🥰
@mdsufian1823
@mdsufian1823 3 года назад
বগুড়ার একজনকে চাই
@lolipop.0221
@lolipop.0221 2 года назад
Same ami Sherpur theke
@sandipbasu3795
@sandipbasu3795 3 года назад
এই মিষ্টি সময় গুলো মিষ্টি আলু পোড়ার থেকে কম মিষ্টি না। এই সুন্দর খাবার, এই সুন্দর অনুভুতি এবং এই অসাধারণ ডকুমেন্টেশন একদিন ইতিহাসের অংশ হবে। তখন হয়ত কেউ জানবেই না আলুপোড়া কি ছিল। ধন‍্যবাদ সুমনভাই তোমার ভিডিওতে বার বার বাংলার মাটির সোঁদা গন্ধ পাই। খন্ডিত বাংলার এপার থেকে বলছি।
@ahsanhabib9941
@ahsanhabib9941 3 года назад
ভাই এই ঐতিহ্য ভিডিওর মাধ্যমে ধারন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।বাংলাদেশের মানুষ আরো একটি ইতিহাসের সাক্ষী হলো।আলুপোড়ে খাওয়ার এই মুহূর্তটাকে অনেক মনে পড়ে।
@rajibsdiary1
@rajibsdiary1 3 года назад
অতি সাধারণ বিষয় কিন্তু অপূর্ব উপস্থাপনা সত্যি মনোমুগ্ধকর। আপনার ডকুমেন্টারি ভিডিও গুলো সত্যি অসাধারণ...।আপনার ভিডিও দেখে আমি অনেক বেশি অনুপ্রানিত হই...ধন্যবাদ আপনাকে...
@NurunNaharLilian
@NurunNaharLilian 3 года назад
পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলাম। আমাদের বিক্রম পুরের মানুষেরাও আলু পুড়িয়ে খায়। আপনি সত্যিকারের বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন। বাংলাদেশের একটা অরিজিনাল ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
@shimulchandrasaha
@shimulchandrasaha 3 года назад
পটপটি অনেক সুন্দর করে কথা বলে । পরিবারের সকল সদস্যের প্রতি রইলো শুভ কামনা । ধন্যবাদ, সুমন ভাই ।
@floorwalldesign2277
@floorwalldesign2277 3 года назад
আমি যদিও নোয়াখালীর সন্তান,,, তবুও উত্তর বঙ্গের চলাফেরা ঐতিহ্য এবং গ্রামীণ জীবন আমার কাছে খুব ভালো লাগে।
@ResearchBoy-kb6jn
@ResearchBoy-kb6jn 11 месяцев назад
বিভাগ চাই 😅😊
@amitavchatterjee
@amitavchatterjee 3 года назад
Once again I salute you for your effort to highlight dying traditions of rural Bangla. So heart-touching to see your extended family....especially your mother.
@mohammadalamin9528
@mohammadalamin9528 3 года назад
ভাই জিভে পানি এনে দিলেন আহারে শৈশবে কতই না মজা করে খাইতাম 😊
@birajnath7649
@birajnath7649 3 года назад
বগুড়ার আলু পোড়ার স্বাদ সত্যিই অসাধারণ। সুমন ভাইকে শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। তবে চুরি করে খেলে মনে হয় স্বাদ আরোও পেতাম।
@dipankarsinha4559
@dipankarsinha4559 3 года назад
মনের কল্পনার রঙে রাঙিয়ে সৃজন করি সে দেশ। স্বপ্নে ছুঁতে পারি সে দেশের মাটি। বাস্তবে অধরা , স্বপ্নে চিরকালীন। কলকাতা, ভারত থেকে।
@wasiqurrahaman4588
@wasiqurrahaman4588 3 года назад
ওহঃ দারুন লিখেছেন.....আমি মুর্শিদাবাদ থেকে
@dipankarsinha4559
@dipankarsinha4559 3 года назад
@@wasiqurrahaman4588 ধন্যবাদ।
@princemamun2237
@princemamun2237 3 года назад
ছোট বেলায় অনেক খেয়েছি আলু পোড়া।মাটির চুলায় ভাত রান্নার পর উত্তপ্ত ছাই এবং কয়লার ভিতর গোল আলু এবং মিষ্টি আলু পুড়ে খেয়েছি।😋
@guljaralam3421
@guljaralam3421 3 года назад
India theke ami tamr sab video dekhi, r Tumi kotha guchiye balo tai khb valo lage
@tusharsmate
@tusharsmate 3 года назад
সুমন ভাই আপনার চ্যানেলে আসলে যেন পুরো বাংলাদেশকেই দেখতে পাই, বার বার দেখি আপনার ভিডিও গুলো, আমার মত যারা প্রবাসী আছেন তাদের কাছে দেশকে খুজে পাওয়া যে কত ভাল লাগার ব্যাপার তা বলে বুঝানো যাবে না, বিরাজ ভাই আপনার সাথে নিয়মিত থাকেন ভাল লাগে ব্যাপারটা, উনার আচরনে ও বুঝা যায় উনিও আপনার মতই একই মানসিকতার, এই ভিডিওটা দেখার পরে ভাবলাম যে আজ থেকে ৫০ ১০০ বছর পরেও এভাবে রয়ে যাবে, এখন যারা ছোট তারা নিজেদের দেখতে পাবে, অনেক শুভকামনা সুমন ভাই অ্যান্ড আপনার পরিবারের উপর।
@saimunsajib5392
@saimunsajib5392 Год назад
শৈশবের কথা মনে পড়লেই কান্না চলে অাসে😢😢কতইনা সুন্দর ছিল ঐদিনগুলা!
@abhijitdebnath3646
@abhijitdebnath3646 3 года назад
Myself Abhijit Deb nath from India, my root is from Dhaka. My father shifted from Bangladesh in 1947 . I love your program very much and specially Biraj babu. His way talking is very sweet..... namaskar 🙏
@user-fe2xb5zb3j
@user-fe2xb5zb3j 3 года назад
রাজশাহীর বাগমারাতেও আলু পুড়িয়ে খাওয়া একটি ঐতিহ্য। ধন্যবাদ সুমন ভাই......
@mdm9956
@mdm9956 3 года назад
Love you from India Jharkhand ❤️❤️🇮🇳🇮🇳👌👌
@MuslimMotivationClip
@MuslimMotivationClip 3 года назад
@Jesmina Parbin cooch behar theke
@sharifahmed2473
@sharifahmed2473 3 года назад
I am from Bangladesh. I need Indian friend. Will you be my friend?
@shaiksabiruddin6245
@shaiksabiruddin6245 3 года назад
@@MuslimMotivationClip Ami medinipur east thake
@AndroidAssistantmore
@AndroidAssistantmore 3 года назад
Ami Darrang theke!
@mr.invisible4106
@mr.invisible4106 3 года назад
আমি মূর্শিবাদবাদের ধুলিয়ান থেকে
@user-uf6ti7zg3d
@user-uf6ti7zg3d 3 года назад
💚খুব ভালো নাগছে ভাইয়া💚 কথা গুলো শুনলেই মাটির টান চলে আসে। সালাহউদ্দীন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।
@princesikder9758
@princesikder9758 3 года назад
ছোট বেলায় আমরা এভাবে ছোলা বুট খেসারি কলই পুড়ে খাইতাম কতই মজা ছিল সেই দিনগুলো।
@mahbubhasanshetu
@mahbubhasanshetu 3 года назад
Hurra
@rupasil7379
@rupasil7379 3 года назад
প্রথমেই আপনার মা কে প্রণাম জানাই অনেক দিন পর দেখলাম আপনার programme ভীষণ ভালো লাগে এই tour গুলি দেখতে আমি নিয়মিত দর্শক এই episoder
@yeasinarafat8614
@yeasinarafat8614 3 года назад
আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله
@firozmaahmud
@firozmaahmud 3 года назад
আপনার মাধ্যমে গ্রামাঞ্চলের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো দেখে খুব ভালো লাগে। ___ ধন্যবাদ 😍
@hokgou5378
@hokgou5378 3 года назад
আমরাও অনেক অনেক খেয়েছি ধন্যবাদ।
@taslimatamme4015
@taslimatamme4015 3 года назад
আমি ছোট বেলায় নানির বাড়ি গেলেই আলু পোড়া খাইতাম 😍
@tarekahmed8355
@tarekahmed8355 2 года назад
Ani nani k boltam alu pure dao khamu. Amra abr bikrampurer lok
@md.hossen2757
@md.hossen2757 3 года назад
Heartfelt thanks for representing our culture as well as tradition in front of entire world dear Sumon vai. We really proud of you vai. Just keep it up...
@Humayra2122
@Humayra2122 2 года назад
ছোটবেলায় খেয়েছি নুন দিয়ে। আজ এই ভিডিওটা দেখে মনে পরে গেলো সেই স্মৃতি🇮🇳 ❤️❤️
@master66bd
@master66bd 3 года назад
Nice video with local regional information. I recall during 1971 and after when we were in our village Nawabgonj, Dhaka my grandma made for her all Grand kids. But, that was sweet potato.
@mdsobujkhan4068
@mdsobujkhan4068 8 месяцев назад
মাছের পলাও,,, আলু ঘাটি,,,আলু পরা,, এই বিডিও গুলা দেখে মন টা বরে গেলো
@ShamaliBangla
@ShamaliBangla 3 года назад
সাধারণ জিনিস আপনার ছুয়া পেয়ে অসাধারণ হয়ে ওঠে।।। আপনার মা কে আমার প্রণাম জানাই।
@online7296
@online7296 3 года назад
Bhai I'm indian (nm-kowsar Sk)West Bengal Kolkata te thaki Apnar songe dekha korte chai, Apni kolkata asle ektu Jana Ben plz.. I fan of u bhai..
@siworldvideo973
@siworldvideo973 3 года назад
Jani vai jani , Amio to bangali.. I love my country..💖💖💖💖 Thanks....
@yousufali5650
@yousufali5650 3 года назад
সত্যি অসাধারণ ভিডিও @সুমন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ বগুড়ার গ্রামাঞ্চলের এই ঐতিহ্য তুলে ধরার জন্য। আপনার ভিডিও গুলো দেখলেই আমি আমার শৈশবে ফিরে যাই। আর শৈশবের সেই দুর্দান্ত সুখের দিন গুলোর কথা মনে পরে যায়।
@rimab-italyblog6013
@rimab-italyblog6013 3 года назад
দেখে অনেক সুন্দর ও ভালো লাগলো।like👍 দিয়ে পাশে থাকলাম।
@zulfikarali6771
@zulfikarali6771 3 года назад
ভাই পুরনো কথা মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। আশা করি ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর কিছু দেখাবেন।। আমরা কিন্তু ভাবীকে দেখতে পেলাম না ভাই।।। ❤️❤️❤️
@khalilurkhan1699
@khalilurkhan1699 3 года назад
I used to eat it when I was kid more than 60 years ago, from London.
@mukulns4735
@mukulns4735 3 года назад
অনেক সুন্দর লাগে আপনার অনুষ্ঠান গুলো
@kawsaralam3014
@kawsaralam3014 3 года назад
অ..নে....ক... আনন্দ ও শান্তি পেলাম।ভালোবাসা অবিরাম....
@sumaiahappi3050
@sumaiahappi3050 3 года назад
মুন্সীগঞ্জ আলুর জন‍্য বিখ্যাত।। ছোটবেলায় অনেক পুরিয়ে খেয়েছি।।
@nomitarsopno4974
@nomitarsopno4974 3 года назад
মন দিয়ে ভাই শুদু তোমার কথা গুলো শুনি কি অপূর্ব ভাবে বলো কি সুন্দর করে ভিডিও করো খুব ভালো লাগে
@binoyamin2141
@binoyamin2141 3 года назад
দারুণ ত এই প্রথম দেখলাম বগুড়ার আলু পোড়া । তবে আলু পোড়া খেতে বেশ লাগে , ছোটবেলায় ঢাকায় খেয়েছি , ভালই লাগে । ধন্যবাদ ।
@joleelkhan5954
@joleelkhan5954 3 года назад
Very wonderful programme also your family gathering enjoying happiness to eating natural roost aloo it i missed very much Bangladeshi thanks again
@tapaskanjilal6724
@tapaskanjilal6724 3 года назад
I am 52 years old but I like most aalu pora yet 👍
@MDRakibulislam-eh4wx
@MDRakibulislam-eh4wx 3 года назад
আজ আরো একবার মনে করিয়ে দিলেন সেই আলুপোড়ার কথা ,ছোট বেলায় আমরা সবাই মিলে আলু চুরি করে,আগুনে পোড়িয়ে খেতাম, কি না মজা হতো সুমন ভাই , ছোট বেলায় এই নিয়ে কত আম্মু হাতে মার খেয়েছি এই আলু পোড়া নিয়ে, ❤️😍❤️ ভালোবাসা অবিরাম ❤️😍❤️
@maheswarpalivlog8404
@maheswarpalivlog8404 3 года назад
Right bhai
@MdPorag-ek4yh
@MdPorag-ek4yh Год назад
পরিবার সহ এরকম সময় কাটানোর মজায় আলাদা 😊😊😊 বাচ্চাদের দেখলেই মন টা ভালো হয়ে যায়
@moumitabarman2557
@moumitabarman2557 3 года назад
অনেক ভালো লাগলো ভাইয়া ভিডিওটি দেখে। আমিও অনেক খেয়েছি আলু পোড়া,আলু ভর্তা অনেক টেস্টি।
@md.sojiburrahaman6797
@md.sojiburrahaman6797 3 года назад
সুমন ভাই অনেক ধন্যবাদ,,,,,,আপনার আলু পোরা খেতে দেখে ছোট বেলায় আলু পুরিয়ে খাওয়ার কথা মনে পড়লো,,,কত খেয়েছি নিজ জেলা নোয়াখালীতে
@VloggifyMisty
@VloggifyMisty 3 года назад
Love from Kolkata ❤️❤️❤️❤️
@mohiuddinmajumder66
@mohiuddinmajumder66 3 года назад
This is very nostalgic to me i miss this kind of environment. From Canada
@sajjadmia6686
@sajjadmia6686 3 года назад
Your all the videos are so much best thanks brother love my country bangladesh from sajjad Mia manchester England
@AmraBangalivlog
@AmraBangalivlog 3 года назад
LOVE U DADA FROM INDIA,WESTBENGAL,NADIA❤❤
@a2z716
@a2z716 3 года назад
অসাধারণ হইছে ভাই। বিশেষ করে পরিবারের সবাইকে আনার জন্য। সবাইকে আমি এবং সকল সাবসক্রাইবার এর পহ্ম থেকে সালাম জানাই। আর পটপটির জন্য ভালোবাসা রইলো
@antu135
@antu135 3 года назад
পোড়া আলুর ভর্তা আমার খুবই প্রিয়। ছোট থেকেই আমি খাই। আজও খাইছি 😅
@xcuseme831
@xcuseme831 3 года назад
I like ur documentary video,,,, love & respect from India..
@ruhulkuddus1064
@ruhulkuddus1064 3 года назад
আপনার ভিডিও অসাধারণ ❤️
@mdreza6199
@mdreza6199 3 года назад
আলহামদুলিল্লাহ , আপনার ডকুমেন্টারি ভিডিওগুলো সব সময় আমি দেখি
@bdhirobigboss532
@bdhirobigboss532 3 года назад
কলিজা পুড়ে গেল রে ভাই খুব ভালো লাগছে
@hammedali4488
@hammedali4488 2 года назад
সুমন ভাই বাংলার ঐতিহাসিক ইতিহাস সংস্কৃতি এবং প্রামান্য চিত্র টেনে নতুন প্রজম্ম দের মধ্যে তুলে ধরবের জন্য অসংখ্য ধন্যবাদ 💗 আপনার মায়ের প্রতি সালাম শ্রদ্ধা। আমিন।
@hphasan5890
@hphasan5890 3 года назад
সুমন ভাই ভালোবাসা অবিরাম ❤️
@mahedevlogbd
@mahedevlogbd 3 года назад
মায়ের জন্য দোয়াও ভালবাসা রইল. 💖💗
@aestheticsluxury3968
@aestheticsluxury3968 3 года назад
Mukher bhasha harae fellam. Brilliantly filmed with a complete natural felling. Loved it
@Robiulislam-qz8ko
@Robiulislam-qz8ko 3 года назад
প্রিয় ভাই অনেক ধন্যবাদ এতো সন্দর ভিড়িও দেওয়ার জন্য
@samimaaktersristy903
@samimaaktersristy903 3 года назад
Rangpur,Nilphamari te...ata beshi chole..alu pora sei Test🥰❤️
@mahmudulhassan9637
@mahmudulhassan9637 3 года назад
Hmmm,,amader alaka
@h.ransari5831
@h.ransari5831 3 года назад
Hmmmm right
@emonkhan9032
@emonkhan9032 3 года назад
আমাদের রাজশাহীতেও আলুপুড়িয়ে খায় বিলে গরু ছাগল চরাতে গেলে
@banglaallvideojesan6029
@banglaallvideojesan6029 3 года назад
Amio koto caice
@mousumirahman8650
@mousumirahman8650 3 года назад
Jani na to. Rajshahi theke dekchi.
@Korban245
@Korban245 3 года назад
আমার বাড়িও রাজশাহীর দুর্গাপুরে আমগাছী
@sahinhossenali4212
@sahinhossenali4212 3 года назад
@@banglaallvideojesan6029 বফফফত্তঘ
@sahinhossenali4212
@sahinhossenali4212 3 года назад
🇧🇩
@tuhinahamed7051
@tuhinahamed7051 2 года назад
আলু গুলো খুব সুন্দর আমার খুব খেতে মন চায়তাছে লাল আলো আমার পছন্দের
@user-ut7fs6pk5i
@user-ut7fs6pk5i 10 месяцев назад
সালাউদ্দিন সুমন ভাইয়ের ভি‌ডিও প্রামান‌্যচিত্রগু‌লো স‌ত্যিই ম‌নোমুগ্ধকর। মনটা ভ‌রে যায়, যেন সব কিছু ভু‌লে হা‌রি‌য়ে যাই তার এই প্রামান‌্যচি‌ত্রের গভী‌রে। অসংখ‌্য ধন‌্যবাদ সুমন ভাই আপনা‌কে।।❤❤
@nurealom1361
@nurealom1361 3 года назад
এত সুন্দর একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য সকল Subscriber এর পক্ষ থেকে "ধন্যবাদ"
@SelinaZinnat
@SelinaZinnat 3 года назад
ভাই আজকে এত রাতে? এবং এই আলু পোরা আমরাও খাই চুলায় পুরিয়ে।আমি বরিশাল থাকি।
@jannatgaming52
@jannatgaming52 3 года назад
Amio khai amio barishal thaki
@Akashahmedvlogs
@Akashahmedvlogs 3 года назад
বাগেরহাট থেকে ভাই। ছোট বেলা অনেক খাইছি!
@kazimonirul622
@kazimonirul622 3 года назад
@@Akashahmedvlogs আমি ও ছোট্টো বেলায় চুলায় পুরিয়ে খাইছি
@amardhaka.b.k9533
@amardhaka.b.k9533 3 года назад
শীতের বিকালে মা,,ছোট ভাই বোন নিয়ে আলু পোড়া খাওয়া সত্যিই খুব আনন্দ দেয় খুব ভাল লাগলো ধন্যবাদ
@shahriarshimul4149
@shahriarshimul4149 3 года назад
Prio sob mukh gulo k aksathe dekhe khub valo lagce...Nishat obosso Alu porar ostad Coto belay amra aksathe Alu pure khaitam...Sei kobe j amra aksathe Alu pora khaici vulei geci...Thanks boro vai amader oitijjho gula k tule dhorar jonno.
@diyasmom2749
@diyasmom2749 3 года назад
ভিডিও ভালো লাগে দাদাভাই
@asifyakhtafi8147
@asifyakhtafi8147 3 года назад
ভাই আমিও বগুরার আদমদিঘী তে থাকি। কিন্তু এখন নওঁগা তে থাকি।আমি বগুরা কে খুব ভালবাসি
@mizanurrahaman1905
@mizanurrahaman1905 3 года назад
অসাধারণ documentary ... Love from India 🇮🇳
@bachelorlife5388
@bachelorlife5388 3 года назад
গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে ভীষন ভালো লাগে। আর আমাদের এলাকায় ঠান্ডা আলো বলে, যেটি আমরা ফুড়িয়ে খায়।
@mdmurad1892
@mdmurad1892 3 года назад
May Allah bless your mom's
@mdmoheuddin439
@mdmoheuddin439 3 года назад
সব আলু দিয়ে হবে বিক্রমপুরের আলু হলেত আর কোন কথা নাই
@smnazmulkhan7278
@smnazmulkhan7278 2 года назад
আপনার ভিডিওটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে, অনেক অনেক ধন্যবাদ,,,
@RayhanVlogsOfficial
@RayhanVlogsOfficial 3 года назад
নটিফিকেশন পাওয়া মাত্র চলে আসলাম সুমন ভাইয়ের ভিডিও মানে অসাধারণ কোন কিছু। জানার ও শেখার অনেক কিছু সুমান ভাইয়ের ভিডিওতে থাকে ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে।
@shuvogaming6164
@shuvogaming6164 3 года назад
শাঁওইল বাজারের সুতা নিয়ে একটা ভিডিও দেখতে চাই
@bengalstudio
@bengalstudio 3 года назад
Childhood memory
@ajimsekh9397
@ajimsekh9397 3 года назад
অনেক ভালো লাগলো ভাই আপনার ভিডিও অপেক্ষায় থাকি
@maskuraakter1637
@maskuraakter1637 3 года назад
Hmm....pora.. Alu shukna.. Morich diye..........osadharon....mojaaa....😍😍😍😍😍
@shajibsarker9539
@shajibsarker9539 3 года назад
এই পোড়া আলু যখন খেজুরের গুড় দিয়ে খাবেন তখন বুঝবেন বাংলার খাবার এর আসল স্বাদ 🥰
@sbssheikh92
@sbssheikh92 3 года назад
বগুড়ার শাওইল বাজার সম্পর্কে একটা ভিডিও বানালে খুব ভালো হতো
@mahbubhasanshetu
@mahbubhasanshetu 3 года назад
But the winter have gone.
@suchetabhattacharjee9845
@suchetabhattacharjee9845 3 года назад
Sumanbhai upni akdom upnar mayer moto onak amar pranam .Amra doll er agerdin naraporate alupora khai.er sad asadharan.love u Kolkata.
@tanvirsohel9951
@tanvirsohel9951 3 года назад
Apnar videor jonno wait korchilam
@rehanashahin6850
@rehanashahin6850 3 года назад
অবশ্যই জানি ভাত রান্নার পর ছাইতে যে আগুন থাকে ওটাতে আলু পুডিয়ে আমরা খাই।
@tawsifahmedgaming951
@tawsifahmedgaming951 3 года назад
Amra o
@abufoyezmd.hasansarder6704
@abufoyezmd.hasansarder6704 3 года назад
এমনিতেই আমার দেশের মাটি পবিত্র, তার উপর আগুনে অবশিষ্ট জীবানু আর কিছুই নেই! কিন্তু খাওয়ার উপায় নেই,আমরা যে শহরে!
@ekhlasuddin174
@ekhlasuddin174 3 года назад
Onek sundor hoyche... Bandaikhara bazar ekta video korar onurod roilo
@jannatsworld6020
@jannatsworld6020 3 года назад
ভাই সালাম নিবেন আমার মনের মতো ভিডিও দেখলাম মনোমুগ্ধকর। মনে পরছে আমার নানির হাতের মিষ্টি আলু পোরানো। গ্রামের মানুষ আর গ্রাম দুটোই হৃদয়ে গাঁথা।
@husnebegum6799
@husnebegum6799 3 года назад
বাংলাদেশের মানুষ সব যেন অন্য পৃথিবী থেকে এসেছে ! কেউই কিছু দেখেননি!
@mehedikhan2422
@mehedikhan2422 3 года назад
হামরা বহুবার খাছি আলু পোড়া
@marufakhatun2432
@marufakhatun2432 3 года назад
Chapai
@sayanarts871
@sayanarts871 3 года назад
হামরা না বলুন আমরা।
@abuyousf7335
@abuyousf7335 3 года назад
খুব সুন্দর ভিডিও ভাই য়া,ভিডিওটা দেখে,সেই ছোট্ট বেলার কথা মনে পরে গেলো,
@SAM-ny1og
@SAM-ny1og 3 года назад
আলু চোর
@khalilurkhan1699
@khalilurkhan1699 3 года назад
Most of us done this when we were kids.
Далее
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,3 млн
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,3 млн