বর্তমানে যখন সবাই নিজের ঢোল পিটিয়ে লুটপাটে ব্যস্ত ঠিক সেই সময়টায় একজন হক কথা বলা, সত্যিকারের দেশ প্রেমিক, সৎ আদর্শবান মানুষকে আমরা হারিয়ে ফেললাম। বিবেক বুদ্ধি হওয়ার পর থেকেই আপনাকে শ্রদ্ধা করেছি ভালোবেসেছি। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক স্যার (আমিন)।
একজন বীর মুক্তিযোদ্ধা ও বন্গ বন্ধূর বিশ্বস্তহ সহসচর,ছ্ন্দ চট্টগ্রামের অহন্কার ডাক্তার জাফর উল্লাহ চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এই রকম সাদামাটা চিকিৎসক ও দেশের দুরাবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার মহা ব্যক্তিত্ত আর একজন খুঁজে পাওয়া দুষ্কর বলে মনে করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দোয়ায় যেন ডাক্তার জাফর উল্লাহ চৌধুরী ভাইকে বেহেস্ত নসিব করেন। শোকান্তে, মোঃ জসীম উদ্দিন চৌধুরী বাংলা। চট্টগ্রাম ১৫, সাতকানিয়া লোহাগাড়া, চট্টগ্রাম।
বাংলাদেশে অসামান্য কৃতিত্ব রেখে গেছেন দেশবরেণ্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কিংবদন্তি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার চলে যাওয়ায় আমরা শোকাহত এবং সমবেদনা জ্ঞাপন করছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন...
অত্যন্ত বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ তুমি তাহাকে বেহেশতের ঊত্তম স্থানে স্থান করে দাও। আমীন। আরো কষ্ট পাচ্ছি আমাদের কাছ থেকে বেছে বেছে ভাল মানুষদের আল্লাহ নিয়ে যাচ্ছে আর যতো লুটেরা,শয়তান লোকজনদের আরোগ্য দিয়ে দেশটাকে জাহান্নাম বানাচ্ছে এ জন্য। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর অখুশি এবং রাগান্বিত। হে আল্লাহ তুমি আমাকে ও এদেশের জনগণকে ক্ষমা করে দাও।তুমিই উত্তম ক্ষমাকরী তুমি ক্ষমা করতে পছন্দ করো।
I have been encouraged more than before now, after getting to know his life-style. Realy, great hearted man. Thanks from Bangladesh. I respect him very much as I respect Sheik Hassina. From Bangladesh.
হে আল্লাহ্ আমি বিশ্বাস করি এই ধরনের মানুষ আমাদের জন্য আপনার পক্ষ থেকে বিশেষ রহমত। হে আল্লাহ্ আপনি ডাঃ জাফরুল্লাহ স্যারের সমস্ত গুনাহ মাফ করে দেন, হে আল্লাহ্ আপনি ডাঃ জাফরুল্লাহ স্যারের সমস্ত গুনাহ মাফ করে দেন, হে আল্লাহ্ আপনি ডাঃ জাফরুল্লাহ স্যারের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার কবরের আযাব দূর করে দেন, তার কবর কে বেহেস্তের বাগান বানিয়ে দেন।
স্যার বঙ্গবন্ধু বন্ধু সম্পর্কে ২৪ এ এসে পুরোপুরি জেনেছি। আপনার সাথে হক থাকলেও জাতীর সাথে বেইমানি করাই ছিলো উদ্দেশ্য। যদিও তার উপকারীকে তিনি যথাযথ সম্মান করতেন জেনেছি
The self-honest PM Sheik Hassina has already been trapped by her greedy and corrupted cabinet ministers by increasing the price of oil and to take IMF loan. I don't know the consequence of the increase of oil's price. The price of every commodities must go beyond the control of the present government. Human being controls its own luck. Thanks from Bangladesh.
During the time of Shekh Mujib there was also severe crisis, you can say a havoc, of food shortage food, clothes and daily necessary things! Kamal, Jamals were looting all the money FROM BANGLADESH BANKS. Mujib's sons even Kidnappedan an Army officer's wife from an Army Officers Party to have sex in that night! And as a revenge that Army Officer along with his colleagues killed Mujib and the entire family!! It was the irony of history, which Hasina never wanted to know!!
@@mdchowdhury236 well, u attended those party and once upon a time u'v lost your manhood(virginity)!! by a gay man.Stupid,your name says it all.Chowdhury! your forefathers also gave up their dignity to Brits to earned title chowdhury.Do whatever u want,write whatever u can,u guys can't erase Mujib and his legacy from the heart of Bangali people till this country ever exist.
@@mdchowdhury236 এই জন্যই বলি সঠিক ইতিহাস না জানলে এই রকমই হয়। আপনি আসলে কোনও ইতিহাসই জানেন না। আর্মি অফিসারের স্ত্রীকে উঠিয়ে নিয়ে ছিলেন গোলাম মাওলা কিন্তু তাকে রেপ করতে পারেনি। আর এই ঘটনাটি ওই আর্মি জেনারেল তার নিজের লেখা বইতেই প্রকাশ করেছেন। এর সাথে কামালের কোন সম্পর্ক নেই। আর আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, এই ঘটনাটি আপনি কারও না কারও মুখে শুনেছেন কিন্তু এ ঘটনা সত্য কি মিথ্যা সেটা খোঁজ করার মুরোদ আপনার নেই।
@@mdchowdhury236 Hasina never wants to know about false claims neither has the time to hear propaganda. I have read that Army officer Majr. Dalim's autobiography. He never claimed that Sheikh Mujib's sons kidnapped his wife. Kamal married his love interest and Jamal his cousin. Stop spreading these propaganda. It's 2023 not 1975 that you can make people believe your propaganda.
Majority Bangladeshi Bengalis by nature Mirjafar. They love discriminating their own brothers and sisters for family property. Most of the home, in Bangladesh has this kind of Beimaan and corrupt souls. Bangladesh was 5 times world champion in corruption during BNP era, but majority Bangladeshis love BNP even to date. Corrupted country = Nation of Beaimaans. Under our hospitable face lies a hidden beaimaan face. This is the fact. If they can do beaimani with their own family, Bongobondhu stand no chance in their soul.
SHEIKH MUJIBOR RAHMAN-ETO BORO MAPER EKJON LEADER K DHARON KORAR KHOMOTA AMADER NAI AMADER CAPACITY ONAR MOTON LEADER K UPHOLD KORTE PARENI OTHERWISE THE PICTURE OF THIS COUNTRY COULD BE VERY DIFFERENT VERY SURPRISING
Majority Bangladeshi Bengalis by nature Mirjafar. They love discriminating their own brothers and sisters for family property. Most of the home, in Bangladesh has this kind of Beimaan and corrupt souls. Bangladesh was 5 times world champion in corruption during BNP era, but majority Bangladeshis love BNP even to date. Corrupted country = Nation of Beaimaan. Under our hospitable face lies a hidden beaimaan face. This is the fact. If they can do beaimani with their own family, Bongobondhu stand no chance in their soul.
সান্তনু নামে একজন সুপরিচিত ঋষি ছিলেন, যিনি দেবতাদের দ্বারা সম্মানিত ছিলেন এবং যাঁর দীপ্তি ছিল পদ্মের (অর্থাৎ ব্রহ্মার) মতো। (তাঁর) সুন্দরী ও যৌবনবতী (স্ত্রী) আমোঘা নামে পরিচিত ছিলেন। একবার ব্রহ্মা তার স্বামীর (সন্তনু) সাথে দেখা করতে তার বাড়িতে গেলেন। সেই সময় শ্রেষ্ঠ ঋষি (অর্থাৎ সান্তনু) ফুল ইত্যাদির জন্য বনে গিয়েছিলেন।সর্বোত্তম দেবতাদের দেখে, তিনি (অর্থাৎ আমোঘা) তাকে তার পা ধোয়ার জন্য একটি সম্মানজনক নৈবেদ্য এবং জল দিয়েছিলেন। তাকে (দূর থেকে) নমস্কার দিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন।দাগহীন দেহের সেই নারীকে দেখে স্রষ্টা ভালোবাসার আবেগে আপ্লুত হলেন। স্রষ্টা, নিজেকে জাহির করে, তার আগে কে ছিলেন তার কথা ভেবেছিলেন। পরমাত্মা ব্রহ্মার বীর্য শয্যাশালায় পড়ল। অতঃপর ব্রহ্মা দুর্দশাগ্রস্ত হয়ে দ্রুত চলে গেলেন।তারপর ঋষি বাড়িতে এসে দেখলেন (ব্রহ্মার) বীর্য আসনটিতে। তিনি সুন্দরী মহিলাকে (তাঁর স্ত্রীকে) জিজ্ঞেস করলেনঃ এখানে কে এসেছে?তখন অমোঘা তাকে বললেন (অর্থাৎ উত্তর দিলেন): "হে প্রভু, ব্রহ্মা এখানে এসেছিলেন। আপনার জন্য অপেক্ষা করার জন্য আমি এই আসনটি দিয়েছিলাম। তপস্যার মাধ্যমে আপনি জানতে পারবেন তার বীর্যের কারণ (কেন)। এখানে জমা করা হয়েছে।"তখন সেই ব্রাহ্মণ ধ্যানের মাধ্যমে তা বুঝতে পারলেন। "হে শুভ রমণী, দয়া করে আমার আদেশে ব্রহ্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ বীর্য রক্ষা করুন। এক পুত্র, যিনি একাই সমস্ত জগৎকে শুদ্ধ করবেন, জন্মগ্রহণ করবেন। (এখন) আমাদের শুভ কামনা পূর্ণ হবে।" অতঃপর সতী, প্রসিদ্ধ মহিলা, তাঁর আদেশ পালন করে, একটি পুত্রের জন্মের জন্য, পরমাত্মা ব্রহ্মার বীর্য পান করলেন। (পদ্মা পুরাণ:I.৫৫.১৯b-৩০a;পৃষ্ঠা:৭৫৩) (আপনি যদি পদ্ম পুরাণ পড়তে চান তবে আপনার ইমিল আপলোড করুন।)
Another one thing noticeable that: PM Sheik Hassina has been able to bring the killers of National Father and his innocent 10 years old brother tothe book. On the other hand, the corrupted sons of killer Zia (Taraque and Koko) have been failed to bring the killer (Ershad) to the book. After death of killer zia, Orphanage money looter Kalada zia asked killer Ershad for bank-balance, houses in Cantonment and Gulshan instead of wanting trial for her husband against the killers. Mr. Haffiz, this is history. can you reject or refuse these truth? Thanks from Bangladesh.
Wtf man! Ershad neither killed nor supported the killing by providing indemnity to the killers like Zia. Ershad killed the killer in Ctg way back when he took command as Commander in Chief. Zia was killed in ctg.