Тёмный

বর্তমানে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার আছেন || বেড়েছে পুরুষ বেকার || Bangla Teach Tv 

Bangla Teach Tv24
Подписаться 204
Просмотров 89
50% 1

দেশে বিদেশে বেকারের সংখ্যা- বেড়েছে পুরুষ বেকার
বর্তমানে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার আছেন। ২০২৩ সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে। এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুসারে, যাঁরা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তাঁরা বেকার হিসেবে গণ্য হবেন। বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে।
বিবিএসের হিসাব অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি। বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি। ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে। বিবিএস হিসাব অনুসারে, গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে সময়ে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার।
এ বিষয়ে বিবিএসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রান্তিক ভিত্তিতে বেকারের সংখ্যা হেরফের হতে পারে। সাধারণ শীতের সময় কাজের সুযোগ কম থাকে।
বিবিএস বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাঁদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।
এ ছাড়া শ্রমশক্তির বাইরে বিশাল জনগোষ্ঠী আছে। তারা কর্মে নিয়োজিত নয়, আবার বেকার হিসেবেও বিবেচিত নয়। এমন জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ কোটি ৮২ লাখ ৬০ হাজার। তাঁরা মূলত সাধারণ ছাত্র, অসুস্থ ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক গৃহিণী।
জুনে বেকারত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রে
মে মাসে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম এপ্রিল মাসের তুলনায় বাড়েনি। সেবা ও উৎপাদন খাতের গতি কমেছে। সেই সঙ্গে ছাঁটাইও বেড়েছে।
কর্মসংস্থান-সম্পর্কিত প্রতিবেদনে অবশ্য এমন কিছু নেই যে মনে হতে পারে, দেশটির শ্রমবাজারে বড় ধরনের ফাটল ধরেছে। জুন মাসে দেশটিতে অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে-নতুন করে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৬ হাজার মানুষের।
জুন মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কিছুটা বেড়ে ৪ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। সেই সঙ্গে কিছু পরিসংখ্যান সংশোধন করা হয়েছে। এতে দেখা গেছে, গত তিন মাসে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে কর্মসংস্থান বৃদ্ধির পরিমাণ কমে ১ লাখ ৭৭ হাজারে নেমে এসেছে।
এটা যথেষ্ট নয়। ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুকের হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্রে যে হারে অভিবাসন ও জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে তাল মেলাতে প্রতি মাসে গড়ে দুই লাখ কর্মসংস্থান দরকার।

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
ну это жиза...  #standoff2
00:13
Просмотров 58 тыс.
ну это жиза...  #standoff2
00:13
Просмотров 58 тыс.