আল্লাহ তুমি এই শিশুটিকে জান্নাত দান করো এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে রায়ানকে উদ্ধারের জন্য সেই লোকগুলো আল্লাহ তুমি উত্তম প্রতিদান দান করো, শিশুটির মা-বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমীন।
কেউ কি ভেবেছো? ১০৪ ফুট গভীরে পরে গুরুতর আহত অবস্থায় অবুঝ, নিষ্পাপ, শিশুটির শেষ নিঃশ্বাস কতো কষ্টে তেগ করতে হয়েছে। আল্লাহ তার মা-বাবাকে সহ্য করার সামর্থ্য দিক ও রায়ান কে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন
আমিও শুধু ভাবছি পাঁচ বছরের একটা বাচ্চা মাকে ছাড়া একটা রাত কাটাতে পারে না,, একটু শব্দেই ভয়ে মা বাবাকে জরিয়ে ধরে সে কিভাবে পাচ টা রাত আর দিন পার করলো কতো অন্ধকার আর কতো শব্দই না সে শুনেছে,, খুব কষ্ট লাগছে,, তার কাছে কি খাবার পৌছেছিলো নাকি সে না খেয়েই ছিলো,, ওহ আল্লাহ তুমি প্রিয় রায়ান কে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো।।
চোখের পানি ধরে রাখতে পারলাম না, এমন ঘটনা রায়হান কাদিয়ে গেল সারা বিশ্বকে পাথরের বুকে ও চোখে পানি থাকলেও ঘটনা এমনি ঘটে যায় পাথরের সহ্য করার মত কথা নয় আল্লাহ তুমি রায়হানের মা বাবাকে ও পরিবারকে এই কষ্ট সইবার তৌফিক দান করো আমিন
হে আল্লাহ তুমি এই শিশুটিকে জান্নাত বাসি করো এবং তার মা-বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং উদ্ধারকর্মীকে ভালো রাখো সকল বিশ্বের শিশুগুলোকে আপনার হেফাজতে রাখুন
জিহাদের কথা মনে আছে। সরকারি দলের লোকেরা বলেছিল গর্তে কোনো শিশুই নেই। তারপর পরই এক যুবক তার প্রচেষ্টায় উদ্ধার করেছিল জিহাদের ডেড বডি। অন্য কোনো দেশ হলে নিঃসন্দেহে এ যুবককে প্রাপ্ত সম্মাননাটুকুও অন্তত জানাত।
হে মহান আললাহ পাক রাব্বুল আলামিন , আপনি রায়ান কে৷৷৷ যেমন গভীর কুশায় পরে তাকে দূনিয়া তাক লাগিয়ে সবার আড়ালে করে আপনার কাছে নিয়ে গেছেন ,,, তেমনি রায়ান কে জাননাতের উচু মাকামে পৌঁছে দিন,, আমিন।।
আজাইরা কথা কেন বলেন, বাংলাদেশেও এরকম ঘটনা হয়েছিল ২০১৩-১৪ র দিকে। ঢাকার রেল কলোনিতে। সেই ছেলেকে ১ দিনে উদ্ধার করা হয়েছিল। ছেলেটি বেচে গিয়েছিল। তবে গভীরতা ছিল কম ৬০ ফুটের মত। সবসময় নিজের দেশকে ছোট করতে করতে নিজেকেই ছোট করে ফেলছেন না তো? একটা এডিট সেই ছেলেটিও বাচতে পারে নি। আর বাংলাদেশের টা আরও বেশি গভীর ছিল ৩০০ ফুট।
হে আল্লাহ তুমি ছোট্ট শিশু রায়হানকে তোমার কুদরতি জান্নাতে রেখো এবং তার মা-বাবাকে সব ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সংবাদটি দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না আমিন
মর্মাহত খবর টা সুনে চোখে পানি এসে গেলো,, আল্লাহ্ ওকে জান্নাতবাসী দান করুক (আমিন) আল্লাহ্ পাক আমাদের সবাই কে হেদায়েত দান করুক,, এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক (আমিন)
এক হৃদয় বিদারক ঘটনা, আমিও খুব আশায় ছিলাম সে জীবিত উদ্ধার হবে। কিন্তু মহান আল্লাহ পাক তার হায়াত ওই পর্যন্তই সীমাবদ্ধ রেখেছিল। হে আল্লাহ তুমি এই মাসুম বাচ্চাকে জান্নাতুল ফেরদৌস দান করো। তার মা-বাবাকে ধৈর্য শক্তি দান কর। আমিন।
আল্লাহ তুমি তাকে উওম জান্নাত দান করো,,তুমি ছাড়া কেউ পারবে না তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে,,আল্লাহ তুমি তার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করো আমিন😭😭😭
আল্লাহ তায়ালা যাকে বেশি পছন্দ করেন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। হে আল্লাহ তুমি রায়ানের মতো নিষ্পাপ শিশুকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিও। এবং আমদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান কর। আমিন