বাবুল সংগীত। মোঃ ইফতেখার হোসেন বাবুল। ______ ০৯/৯/২০২৪_______ তুমি ডাকলে কি আর থাকতে পারি এই বিচিত্র বাগানে। তোমায় যেন পাইরে বন্ধু আমার নিদারুণও নিদানে। ০১/ যারা পাইলো তোমার দয়ার দিদার কেটে গেল তাদের আধার। পারঘটাতে হইল উদ্ধার হাসিমুখে হাজির হইবে তোমার সামনে। ০২/ আমি তোমার দয়ার সৃষ্টি খুলে দাও আমার অন্তর দৃষ্টি। দয়াল নিজের হাতে লিখেছো আমার ভাগ্যে কুষ্টি তবে ঘিরলো কেনো আমায় তুফানে। ০৩/ তোমার পাগলো এ বাবুলে কয় তুমি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সৃষ্টির তরে শ্রেষ্ঠ দয়াময় তার প্রমাণ দিয়েছো তুমি পবিত্র কুরআনে।