তৃতীয় মাত্রার যতগুলো পর্ব দেখেছি, সম্ভবত তার মধ্যে এপর্বটি সবচেয়ে তথ্যসমৃদ্ধ, মেদহীন, অলংকরণ বা রেটোরিক বিহীন, ফোকাসড এবং ইনসাইটফুল আলোচনা। বাংলাদেশ ব্যাংকের সেই হ্যাকিং কেলেংকারীর ঘটনা নিয়ে অনেক প্রশ্নের উত্তর পেলাম। বিশেষ করে ফয়েজ তৈয়ব এতো ব্যাপকভাবে কভার করেছেন, অসাধারণ! এরকম বক্তাদের আরো দেখতে পাবো আশা করি।
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমি নিজেও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
জনাব জিল্লুর, গত পনেরো বছর আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে সাধ্যমত চেষ্টা করেছেন দেশের মানুষের নিকট রহস্যময় সংবাদগুলি তুলে ধরতে, এজন্য আপনি অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। কেউ বলবেন এটাই তো সাংবাদিকদের কাজ কিন্তু নাইমুল ইসলাম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, তারাও তো সাংবাদিক!
ভাই আসসালামু আলাইকুম। আজকের তৃতীয় মাএার এই বই আকার বাজারে স্বল্প মূল্যে ছাড়লে অনেক জনগন অনেক বিষয়ে অবগত হতে পারবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেশবাসীর পক্ষ থেকে। আমরা সত্যি কথা বলার মূল্য কখনো দিতে পারবো না ভাই।
তানভীর হাসান জোহা খুনী হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমিও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমিও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমি নিজেও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এর পাসওয়ার্ড যাদের কাছে আছে/সার্ভার রুম এ কাজ করা লোকজন/ভল্ট এর সাথে সংযু্ক্ত/সংশ্লিষ্ট সকলকে বডি ক্যামেরা দিতে হবে। যতক্ষণ অফিস করবে ততক্ষণ বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। এবং উল্লেখিত স্পর্শকাতর রুমের প্রতিদিনের ভিডিও ক্যান্টনমেন্টে সংরক্ষণ করতে হবে।
আতিউর, এস কে সুর, সুভঙ্কর, আহমেদ জামাল, মনিরুজ্জামান, অশোক কুমার, মিঃ ঘোষ, প্রসান্ত প্রসানন্তের হিন্দু এডি, শ্বপন কুমার, কাজী ছাইদুর রহমান কে জিজ্ঞেস করা হউক
One of the best and most important episode. Current government shall take initiatives on the cyber and data security on priority basis besides establishing justice on all related previous crimes/incidents. It’s a slap to “vague digitisation slogan” and indicative to take corrective actions urgently. Thanks
মাননীয় উপস্থাপক জিল্লুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ধারণকৃত শেখ মুজিবর রহমানের হত্যাকান্ডের সাথে জরিত কর্নেল রশিদের সাথে স্বাক্ষাৎকারের ধারনকৃত বাকি ৪টা পর্ব দেখার জন্য আমি সহ বাংলাদেশর অনেক জনগণ অধির আগ্রহে অপেক্ষা করছি। আমি আশাকরি আপনি অবশ্যই অতি শিঘ্রই পর্বগুলি জাতিকে জানানোর উদ্দেশ্য প্রচার শুরু করবেন।
অধস্তনদের সাথে আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার বিষয়টা বাংলাদেশের বুরক্রেসির একটা জঘন্য ঐতিহ্য। সরকারি অফিসগুলোকে নিরাপদ করতে হলে আমাদের এই রীতি থেকে শরে আসতে হবে। প্রতিটি আইডি/পাসওয়ার্ড কে অফিসের গুরুত্ব অনুযায়ী কয়েকটি ক্লাসে ভাগ করে শেয়ারিং কে শাস্তি যোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে।
এই পর্বের আলোচনা যথাযোগ্য প্রশ্ন বিদ্ধ গুরুত্ব সহকারে পুনঃ সার্বিক অনুসন্ধান করা উচিত এবং সংশ্লিষ্ট দের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করি উচিত আমিন .... ...........🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমিও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
আতিউর রহমান যত সৎ মানুষ হউক না কেন গর্ভনর হিসাবে রিজার্ভ চুরির ঘটনায় তার সততা প্রশ্নের সম্মুখীন। তাকে, পালকে,জিয়াউল হাসানকে রিমান্ডে নিয়ে কড়া জিজ্ঞাসাবাদ করা দরকার।
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমিও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
তানভীর হাসান জোহা খুনী শেখ হাসিনার আইটি খাতের এজেন্ট।সে এখন ভালো সাজার চেষ্টা করতেছে। তার সহযোগীতায় অসংখ্য মানুষকে গুম করা হয়েছে,অনেককে জেল খাটতে হয়েছে। আমিও তার ভুক্তভোগী, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে গ্রেপ্তার করলে অনেক গুম খুনের তথ্য বের করা যাবে৷
Very important conversation. BB should have hardware password system as well. Even normal bank current account need password. Hardware generator password and secret question.
আমি আল্লাহর কসম করে বলছি, এই তানভীর জোহার সহযোগিতায় অসংখ্য নিরীহ মানুষকে RAB এবং ডিবি পুলিশ দিনের পর দিন গুম করে রেখেছিল। এই জোহার সহযোগিতা নিয়ে ডিবি পুলিশ মিন্টু রোডে আমাকে চারদিন গুম করে রেখেছিল।
চমৎকার আলোচনা হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। চোরদের তো বিচার হতেই হবে, সাথে সংস্কারের বিকল্প নেই। সরকারি ব্যাংক গুলো যেন এখনো গ্রাম্য শিক্ষার পাঠশালা। এগুলো অতি দ্রুত সেবার মান উন্নয়ন করার প্রয়োজন।
All are prime minister’s men .Alezeera ( Polok , DGFI , PA AK Azad , Governor, Deputy Governor NSI , SB etc ) . Aaina Ghor . Force disappearance . Thank you .
আমি একটা ধারনা দিতে পারি আমাদের দেশ থেকে একশত ভাগ দূর্নীতি মুক্ত করা যাবে। যদি সঠিক নিশ্চয়তা পাই তবে আমি আপনার মাধ্যমে ( জিল্লুর সাহেব.) আপনাকে আমি জানাবো। আমি অতি সাধারণ একজন মানুষ তবে আমি আমার দেশকে অনেক অনেক ভালবাসি। আমি বর্তমান জার্মান প্রবাসী ।
Dear Tanvir Glad to see you in the talk show. I felt very pathetic to hear the horrific event that you have gone through. May Allah bless you. // Sangram Bhai from Chittagong.
Sound quality is very poor. Why the new governor and finance advisor is silent regarding this issue?Atiur is a big culprit and maitains network with current govt. So take it seriously and go for action against the culprits.
এখন বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক কর্মকর্তার পাসওয়ার্ড একমাস পর বাধ্যতামূলক পরিবর্তন করতে হয়। তবে আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের আইটি সিকিউরিটি ও সচেতনতা আরও স্টেংদেন করা প্রয়োজন।
So far Atiur has good connection with Prof. Yunus, Ahsan Mansur,Dr. Salehuddin.Thats way this importan issue still is under the file. Raise the voice against Atiur the grear culprit.
জনাব জিল্লুর ভাই আসসালামুয়ালাইকুম অনেক ভালো লাগছে দেশের মানুষের সামনে অনেকগুলো কথায় এই গুণীজনদের কে নিয়ে এসেছেন সত্যি খুব ভালো লাগছে |তৃতীয় মাত্রা সত্যিই অনেকদিন ধরে দেখি এবং খুব ভালো লাগে |সাংবাদিক বা যে সমাজের দর্পণ তা আপনার অনুষ্ঠান গুলো দেখলে সত্যিকার অর্থে বুঝা যায়
জ্ঞান-মেধাহীন নাজমা, আহমদ হোসেন, তথাকথিত প্রফেসর (ভারতের প্রার্থী) আবদুল মান্নানদের দূরে রেখে এই ধরণের তথ্য সমৃদ্ধ, বিজ্ঞ, দেশের জন্য প্রয়োজনীয় মানুষগুলোকে আনবেন। অনুষ্ঠানের মানটা ঠিক থাকবে, অংশ গ্রহণকারীদের চেহারা দেখে টিভি অফ করতে বাধ্য হবোনা।
জোহার এই সি এন জির ঘটনার বর্ননাও আমি শুনেছি আবু নাসের এর প্রাক্তন স্ত্রি হতে। সে আমার কলিগ ছিল, এক রুমে বসতাম। তার চলাচল ও গল্পে গল্পে এই মানি হ্যাকিং এর বিবরন জানা গেছে। 👍