❤❤❤আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিয়েছি আমিও একজন প্রণাম প্রিয়সি মানুষ তাই আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নাম্বারটা কি দেয়া যাবে❤❤❤
নেপালে বাই রোডে কেহ যেতে চাইলে ইনডিয়ান এম্বাসীর নির্দেশিত ”চেংড়াবান্দা/রানিগন্জ বর্ডার” (বাংলাদেশের সীমানায় বুড়িমারী বর্ডার যাহা নীলফামারী জেলা দিয়ে যেতে হয় ) দিয়ে ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হয়, অন্য কোন বর্ডার দিয়ে আবেদন গ্রহনযোগ্য হয় না এবং এর পরও ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে। আপনি কিভাবে বাংলাবান্দা বর্ডার ( পঞ্চগড়) হয়ে ইনডিয়া দিয়ে নেপাল গেলেন, অথচ এই রোড দিয়ে ট্রানজিট ভিসার আবেদনই করা যায় না। আপনার এই ভিডিওর ব্যাপারে আমি সন্দিহান।
ভাইয়া পঞ্চগড় দিয়ে ঢুকতে দেয় নাই আমাকে ১মাস আগে। আপনি কিভাবে গেলেন? আর পোর্ট কি দেওয়া ছিল ভিসাতে? ভিসা কি ঢাকা থেকে করা ছিল? যদি উত্তর গুলো পেতাম উপকার হয়তো।
I have few queries - 1. India te transit visa te dorshona ba benapol diye jawa jay ki ? naki transit visa er jonno fulbari e dey ? 2. ar Transit visa single entry dile ki return tao cover hoy ?
ট্রানজিট ভিসা সাধারণত বুড়িমারী আর ফুলবাড়ী দেয়। টুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাকে প্রথমে দিল্লিতে যেতে হবে। সেখান থেকে নেপালের এমবিসি থেকে পারমিট নিতে হবে এবং ভারতের সাত দিন থাকতে হবে তার পরে যেতে পারবেন। ভিসা হতে হবে মাল্টিপল এন্টি।
ভাই, আমার ৩টা প্রশ্ন আছে। দয়া করে উত্তর দিবেন। ১. ভারত কি এখন ট্রানজিট ভিসা দিচ্ছে? ২. ভারত কি ফুলবাড়ি বর্ডার দেয় সবাইকে? ৩. বাংলাদেশ থেকে কিভাবে অনলাইনে শিলিগুড়ি টু কাঠমুন্ডু টিকেট কাটবো?
ভাই আমি ইন্ডিয়া থেকে নেপাল যেতে চাই তবে ইন্ডিয়াতে এক সপ্তাহ থেকে তারপর আবার একই ভাবে বাই রোডে চলে আসতে চাই এটা কোন ভিসার ধারা সম্ভব একটু বলতে পারবেন আমি যতো টুকু জানি এটা নাকি ডাবল এন্ট্রি ভিসা দিয়ে সম্ভব?
আপনাকে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে। তারপর দিল্লিতে যেতে হবে। সেখান থেকে নেপালের এম্বাসিতে পারমিট নিতে হবে। তারপর কমপক্ষে ভারতে সাত দিন থাকতে হবে এবং তারপরে আপনি নেপালে প্রবেশ করতে পারবেন।
৫-৬ টাকা তো যাওয়ার খরচ, এরপর কি নেপাল থেকে আসতে হবে না? আসার খরচ কোথায়। তারপর আবার আসার সময় তো ভারত এর ট্রানজিট ভিসার মেয়াদ থাকবে না তখন কিভাবে বাস বা ট্রেন এ ফেরত আসবো?
@@travelwithhuraira আমার ইন্ডিয়ার টুরিস্ট ভিসা আছে। এইক্ষেত্রে কি আমার ট্রানজিট ভিসা নিতে হবে? অথবা আমি ইন্ডিয়া কিছু দিন থেকে ওইখান থেকে নেপাল যেতে পারব? বাংলাদেশ থেকে নেপালের ভিসা করে যেতে পারব নাকি ইন্ডিয়া গিয়ে নেপালের অনএরাইবল ভিসা নিতে পারব?
এখন হয়তো ভারত ভিসা নিয়ে কিছুটা ঝামেলা করছে ,তাই হবে না। তবে আমরা এ বছরের শুরুতে গিয়েছিলাম তখন সীমিত পরিসরে ট্রানজিট ভিসা দিচ্ছিল। আশা করছি দ্রুত এটা ঠিক হয়ে যাবে এবং আপনারাও যেতে পারবেন।
ভাইয়া ট্রানজিট ভিসা করলে আগের ভিসা ছিরে ফেলে বলতে কি পাসপোর্ট থেকে ভিসার পেজ ছিরে ফেলবে? একটু যদি বুঝিয়ে বলতেন। আর ইন্ডিয়ার ভিজিট ভিসা নিয়ে তারপর সেখান থেকে কি নেপাল যাওয়া যাবে?
besi besi travel video banan bisesh kore india,nepal,bhutan,srilanka ei sob video manush besi deke..apnar presentation r details information valo laglo..r solo travel video bananor try koren..
ভ্রমণ ব্লগ যারা অনেক দিন ধরেই করে আসছেন তাদের কথা এবং যে দেশে যাচ্ছেন এবং ভ্রমনার সময়ে আসেরপাসের ঐ দেশের ইতিহাস + অন্যান্য খবর ধারাবিবরণী দিতে থাকেন , এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে কি কি করা যায়ে এবং কি কি করা উচিৎ না , কি ভাবে সহজে কম খরচে থাকা , খাওয়া এবং ভ্রমণ করা যায়ে সেই ব্যাপারে ডিটেল ইনফরমেশান দিয়ে থাকেন এবং পরিষ্কার নির্ভুল ভাবে ধারা বিবরণী দেওয়া ।
ভাই আপনার বিডিও এডিটিং ঠিক আছে ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না ভালো দেখে একটা ক্যামেরা নিবেন আপনার ভিডিও সুন্দর হবে ভিডিও গুলো খুব ভালো লাগে এডিটিং 🫀🤝
বাসে করে ঢাকা থেকে বুড়িমারী যেতে পারেন সেখান থেকে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি শহরেই এক রাত কাটাতে পারে তারপর শিলিগুড়ি থেকে বাসে করে সরাসরি নেপাল চলে যেতে পারে।
vaiya ami soho aro 2 jon nepal jete chai ami apnar sathe ai bisoye aktu kotha bolte chai ki vabe jogajog korbo plz aktu amar comment ar reapply korben ami akta bipode aci ami asob bisoye khub akta valo bujhina ami akta boro problem a aci amar vastir chokher problem doctor bolce 2 mas ar modde nepal niye na gele chokhe dekhte parbena plz reply