@@garmentshortsভাই বাংলাদেশের এর সাথে ইন্ডিয়ার ক্রিকেট কালচার মিলাইয়েন না,,, তারা মেন্টালি আর টেকনিকালি অনেক স্ট্রং,,,,আর বাংলাদেশিরা চাপ নিতে পারে না সেই হিসাবে পুরাতন খেলোয়ার খেলানোই ভালো ❤
ভাই বর্তমান বাজারের সবজির দাম অনেক বেশি সুতরাং বাংলাদেশি প্লেয়ারদের বাংলাদেশের প্রত্যেকটি মাঠের সবজি চাষ করতে বলেন তাতে বাংলাদেশের জনগণের অনেক উপকার হবে
এই গুলো প্লেয়ার কোনদিন দেশের জন্য খেলেনা,তারা বেতনের জন্য খেলে,ব্যাট নিয়ে মাঠে নামলো আউট হইলো চলে গেলে,তারপরে ও বেতন পাইলো তাহলে ভালো কিভাবে খেলবে,,,এমন একটা নিয়ম করতে হবে যেন খারাপ খেললে বেতন না পায়
এদেরকে বেতন বন্ধ করার চাইতে আপনারা যারা সব সময় সাফল্য কামনা করেন তারা খেলা দেখা বন্ধ করে দিন সেটা ভালো হবে। খেলা দেখা ত আর ফরজ না সুন্নত ও না। মানসিক শান্তি কামনা করলে খেলা দেখা বাদ দেন। মন ভালো থাকবে।
আইসিসির কাছে আকুল আবেদন করছি,প্লিজ 🙏 বাংলাদেশের ব্যাটসম্যানদের ১ ম্যাচে ৪ বার ব্যাটিং করার সুযোগ দেওয়া হোক, কারন তারা ২ বার ব্যাটিং করেও বিপক্ষ দলের এক ইনিংসের অর্ধেক রান করতে পারেনা😂😂😁😁😁
বাংলাদেশ দলকে আমি 500 রান দিলাম বল করবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ দুইবার ব্যাট করেও এই 500 রান নিতে পারবে না বরংচ আরো 100 রানে হারবে। এটাই হলো আমাদের প্রিয় বাংলাদেশ।
ভাই শাকিব তো বাদ পড়লো তার জায়গা তো কেউই পূরণ করতে পারতেছে না এখন বাকি রইলেন আপনি আমরা দেখতে চাই। ইনডাইরেক্টলি সাকিবরে বাদ দিতে চাইছিলেন এখন প্লিজ দয়া করে আপনি খেলোয়ার হিসেবে মাঠে দেখতে চাই
ওয়ানডাউন নিয়ে এত নাটক কেনো!!! জাকির কেনো একাদশে?? এইটাতো ওয়ানডে না,টেস্ট!! টেস্টের ৩ নাম্বার ব্যাটরের গুরুত্ব বুঝতে না পারলে খেলে লাভ না!! রিয়াসাদ এমন একটা নিয়ম আনা যায় না যে টস পেয়ে একটা দল সিদ্ধান্ত নিবে ব্যাট করবে না,কেবল বল আর ফিল্ডিং করবে,আমরা কেবলই বল করতাম!!!!
ভাইদের দলের এত সমালোচনা না করে আপনি নিজে খেলতে নেমে যান। আপনি তো একাধারে খেলোয়াড় কোচ নির্বাচক সবকিছু। এখন তো ভাই আর সাকিব নাই সমস্যা নাই মানুষের এখন প্রতিটা ম্যাচই জিতবে বাংলাদেশ।
বিপিএল নিয়ে পড়ে থাকলে এই অবস্থায় হবে বিসিবির টনক কবে নরবে । ঘরোয়া ক্রিকেটের উন্নতি দরকার চারদিনের ম্যাচ বেশি হওয়া দরকার । স্পোর্টিং উইকেট দরকার। সিলেকশন টা ঠিকমতন করতে হবে। আরেকজন বোলার দরকার ছিল জেনুইন। ধৈর্য ও টেকনিকে অবশ্যই সমস্যা আছে না হলে কেন পারছো না।
বাংলাদেশের ব্যাটিং কোর্সের কাজটা কী? তারা কী করে? তাকে কেনো এতো টাকা বেতন দিয়ে রাখা হয়? বর্তমানে বাংলাদেশের ব্যাটিং এর যে অবস্থা ব্যাটিং কোর্স না থাকলেও এর চেয়ে বালো ব্যাটিং করবে।
আমরা ব্যাট করলে বলিং ক্রিস হয়ে যায়, এটা আমাদের ভাগ্য। কোনো শ্রমিক যদি মালিকের কাজ ভুল করে, তখন মালিক রাগারাগি করে,গালিলাগাচ করে, বেতন কেটে দেওয়া ভয় দেখাও। আমাদের দেশের ক্রিকেটারদের এমন করা উচিত।
আমার এক ছাত্রী ছিল একটা পাটিগণিতের অংক ১৭ বার বুঝিয়ে দিয়েছিলাম তাও বুঝতে পারেনি। পরীক্ষায় ডাহা ফেল করে এসেছিল। কি বলবেন? এটা আমার দোষ না সেই ছাত্রীর? রিয়াসাদ আজিমের কাছে প্রশ্ন রইল।
ইন্ডিয়া আমাদের শত্রু টাও বলতে পারবো ইন্ডিয়া সাথে বাংলাদের তুলনা করা বোকামি কারণ তারা t ২০ কাপ নিচে odi কোপ নিচে টেস্ট ও নিচে আমড়া খালি শিখতে আছি 😂😂😂😂❤❤❤
সাব্বির রহমান, এনামুল হজ বিজয়, সৌম্য সরকার, এদের দিয়ে কেনো টাই করে না বাংলাদেশ টিম ম্যানেযমেনট,টরা অনেক ভালো ভালো টিমের সাথে, অনেক ভালো ভালো ম্যাচ খেলেছে,
ভাই আপনি জতটা ভাবেন একজন সাংবাদিক হয়ে। প্লেয়াররা এর ছিটে ফোটাও ভাবেনা এরা আসছে খেলছে হারছে।এই ম্যাচ ইনিংসে হারবে মনে হচ্ছে এমন বাজে খেলা না বুঝে রিভিউ নেয়া উইকেটে জেয়ে ছটফট করা। প্লেয়ার আসছে জাচ্ছে খেলার উন্নতি 0
ভাই আপনাকে সম্মান রেখে বলছি বাংলাদেশের খেলার কথা না বলে উগান্ডা অথবা কানাডা অথবা নেপালের কথা বলেন তাহলে হয়তো আমরা একটু আনন্দ পাব বাংলাদেশ এর কথা বলে লাভ নাই হতাশ আর হতাশ ওরা খেলার শিখতে থাক আপনি অন্য দেশ নিয়ে কন্টেন বানান