অনেক ভালোবাসি মা তোমাকে। এতো কষ্টের কাজ করি মা কষ্ট মনে হয় না। কাজ শেষ করে যখন রুমে ফিরে আসি আর তোমার কথা ভাবি তখন খুব কষ্ট হয় মা যে কবে দেখবো তোমার মুখ খানা দুই চোখ ভরে। এই মাত্র মায়ের সঙ্গে কথা বল্লাম
অভিনয় হলেও কথাগুলো বাস্তব মাকে খুব ভালোবাসি দেখা হয় না অনেকদিন মায়েরা কথা শুনলেই বুঝতে পারে ছেলে কি হচ্ছে না হচ্ছে এমন শক্তি প্রত্যেকটা মাকে দিয়েছে
প্রতিদিন তোমার কথা মনে পড়ে মা ,মনে মনে মা মা বলে চিৎকার করি, কিনতু মায়ের সেই কন্ঠসর টা শুনতে পাইনা ,।আগে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করছি ,এখন বুঝি ,মা পাশে না থাকার কি কষ্ট 😢আমায় ক্ষমা করে দিও মা, অনেক অনেক মিস করি মা
জীবনে শুধু মা- বাবা আমাদের ভালো রাখার উপায়টাই বের করে জীবনকে পাড়ি দিল না ফেরার দেশে।আমরা তাদের জন্য কি কি করলাম সে হিসেবটা আর করা হয়ে উঠলো না। মাফ করে দিবেন মা বাবা আমাদের।
আমাদের কথা আপনারা ভাবেন এটাই আমাদের বড় পাওয়া ভালোবাসি আমার দেশকে ভালবাসি আমার দেশের মানুষদের কে... ডেনমার্ক থেকে জানাই ভালোবাসা নিবেন প্রাণের দেশের মানুষগুলো 🇧🇩
কেমনে কাটছে দিন সব আল্লাহ ভালো জানেন। খুব কষ্ট হয় এই প্রবাসে থাকতে । যখন ১৪ ঘন্টা,১৬ ঘন্টা কাজ করে এসে । নিজে রান্না করে খেয়ে ঘুমাতে যায় মাকে অনেক মিছ করি ।