একটা কথা আছে না নিজের বেলায় ষোল অনা পরে এক আনা নাই সাবেক সরকারের আমলে পুলিশ রাবার বুলেট ব্যবহার করলে পুলিশ ভালো না এখন সেনাবাহিনী মনে হয় যুদ্ধ করতেছে নিরীহ শ্রমিকের সাথে
এইসব দেখে মাঝে মধ্যে চিন্তা হয়, এদেশে জন্ম নেয়াটাই আমাদের অপরাধ, একের পর এক ইস্যু নিয়ে দেশের উথাল-পাতাল অবস্থা সৃষ্টি হচ্ছে 😢😢 দেশবাসীর কাছে অনুরোধ থাকবে দেশটা সুস্থ এবং সাবলীল করে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে। 🎉
আমার প্রশ্ন এই সব প্রতিষ্ঠানের মালিক দের কেন গ্রেফতার করা হচ্ছে না, যারা শ্রমিকদের টাকা না দিয়ে রাস্তায় নামতে বাধ্য করেছে, এভাবে দেশ চলতে পারে না দুই মাস টাকা না পেলে তো এঁরা রাস্তায় নামবেই, কিন্তু সরকারি যানবাহন ভাংচুর এটা উদ্দেশ্যে প্রণোদিত, দেশের অপশক্তি গুলো এর সুযোগ নিচ্ছে।
বিষয়টা যখন গার্মেন্টস শ্রমিকদের প্রশ্ন হবে, তখন দয়া করে "ষড়যন্ত্র" তত্ত্ব না দেখে, মালিক পক্ষ যারা এতদিন ফ্যাসিবাদের রক্ষাকবজ হিসেবে কাজ করেছে তাদের গোপন প্লানিং এর ব্যাপারে সোচ্চার হোন। আর সেনাবাহিনীকে গুলি করার কোন ধরনের অধিকার দেয়া চলবে না। কোন বাহিনীকেই শ্রমিক হত্যার লাইসেন্স দেয়া চলবে না।
শ্রমিক এবং মালিকপক্ষ কে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির বিধান করা হোক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দেশ রক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী
যে যা বলুক আমার মনডায় কয় শেখ হাসিনা ভারত থেকে এই পরিকল্পনা করতাছে! আমার সাথে যারা যারা একমত লাইক দিয়ে যাবেন! আল্লাহ তুমি আমাদের বাংলাদেশটাকে সুন্দর মতন চলার তৌফিক দান করো! 🤲আমিন🤲
এরা আদৌ প্রকৃত শ্রমিক নয়। এরা হচ্ছে বিতাড়িত অপশক্তির প্রেতাত্মা। গোয়েন্দা সংস্থা গুলোকে এই অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।