পারবতী মোদকের প্রতিটি লেখা অত্যন্ত সুন্দর ।ওনার চিন্তাধারা এবং ভাষার সিলেকশানের তারিফ করতে হয়।প্রত্যেকটা গল্প মনকে উন্নতির পথে একধাপ এগিয়ে দেয়।আর পারমিতার সুন্দর করে বলার ধরনে গল্পটা প্রানবন্ত হয়ে ওঠে। ধন্যবাদ।
একদম বাস্তব ঘটনার ছবি যা প্রায় প্রতিটি পারাতে এই রকম দুই একজন থাকে, মুখরোচক গল্প পরিবেশন করে আনন্দ পায়। জগতে মা ও বাবার জায়গায় কাউকে মন থেকে বসানো যায় না, তবুও রীতিমেনে চলতে হয়। কোন কোন সংসারে বৌমাকে সবাই আপন করে নেয় এটা খুব কম দেখা যায়। খুব ভালো লাগলো গল্প ও পরিবেশন, অনেক ধন্যবাদ জানাই তোমাদের দুজনকেই।
একদম ঠিক বলেছেন দিদি। এগুলো narrative অর্থাৎ কোনো একটা ঘটনায় বর্ণনা। গল্পের structure আর একটু আলাদা হয়। দিদির পেজের নাম যেহেতু পারমিতার কবিতা দেওয়া ছিল, তাই সকলে কবিতা বলেন। কিন্তু এগুলো কবিতার গঠন নয়। প্রসঙ্গত জানাই, আমি এই ধরনের লেখার পাশাপাশি গল্প ও কবিতা দুইই লিখি।