আপু প্লিজ আপনি এইসব লোকজনের কথায় কান্না করবেন না।তারা আপনার ভিডিও দেখে না রেগুলার।আজকে খুব সুন্দর করে উত্তর দিয়েছেন।আপনি অনেক সুন্দর পরিপাটি একজন ইউটিউবার।আপনি অনেক পরিশ্রমী।দুঃখের বিষয় আপনার হাজবেন্ড আপনার মূল্য বুঝে না।আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে❤
তোমারে কথা প্রেক্ষিতে আমার আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে তোমার কমেন্টের উত্তর গুলা সঠিক দিয়েছো ঠিক করেছো তুমি নিজে ইনকাম করে নিজের শখ নিজে পূরণ করছো এটা যে কত বড় একটা পদক্ষেপ সেটা তুমি নিজেও ভাবতে পারবে না সামনের দিকে না তাকিয়ে থেকে সবাই তোমাকে এখন বুড়ো বুড়ো বলছে এখন তো তুমি বুড়ো হও নাই যখন তুমি বুড়ি হবে তখন কি সবাই তোমাকে দিয়ে যাবে তারা না জেনে শুনে বুঝে এই ধরনের কমেন্ট করে তাই তুমি নিজে ইনকাম করো নিজের স্বপ্ন পূরণ করো এটা অনেক অনেক আনন্দে র আমিও চেয়েছিলাম এরকম নিজের স্বপ্ন নিজে পূরণ করব আমার স্বামী আমাকে কিছুই দিতে পারে না ভেবেছিলাম ছেলেরা দিবে ছেলেরা স্বপ্ন পূরণ করবে দুইটা ছেলে কিন্তু এখন তাও না এখন আমি ছিড়া জামা পড়ি কি বলবো তোমাদের কাছে স্বামীর কাছে চাইতে পারি না ছেলেদের কাছেও চাইতেপারিনা আমি যে কি অবস্থায় আছি একমাত্র আমিই জানি আর আমার আল্লাহ জানে ইউটিউব করলাম শেখানো পারলাম না ভেবেছিলাম ইউটিউব করে নিজের স্বপ্ন নিজে পূরণ করব তাও আল্লাহ দিলো না তাই এখন ভাবছি আমার নসিবে কিছুই নাই আল্লাহ আমার নসিবে কিছুই লেখে নাই এইভাবে আমাকে বাকির কাটিয়ে দিতে হবে তাই তুমি নিজে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করছো আমার কাছে খুব ভালো লাগে দোয়া করি এইভাবে সারা জীবন নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারো আর মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারো❤❤
আজকে থেকে তুমার প্রতি আমার রেস্পেক্ট আরো বেড়ে গেলো,,তুমার কথাগুলো শুনে কখন যে চোখের পানি চলে আসছে বুঝতে পারিনাই 😭কষ্টগুলো জমা করে রাখো দেখবা সুখ হয়ে ফিরে আসছে,মন খারাপ করবানা দুই টা মেয়ে আছে,ওদের তুমি ছাড়া যেমন আপন কেউ নাই তেমন তুমার ও দুই টা মেয়ে ছাড়া আপন কেউ নাই, তুমাকে বাঁচতে হবে ওদের জন্য 🙏 আর শুনো স্বামী ভালো এইটা বলবানা কখনো, যে স্বামী ভালো সেই স্বামী আগে বউ বাচ্চার সব আশা পুরন করে তারপর অন্য সব,,বাবা মায়ের জায়গা আলাদা আর বউ বাচ্চাদের জায়গা আলাদা, এই সব অপদার্থ স্বামীর চাইতে একলা জীবন কাটানো অনেক শ্রেয়। ভুল বলে থাকলে ক্ষমা করে দিও🙏
তাদের কমেন্টে মন খারাপ করিও না,তারা অনেক কষ্টে আছে ,এটা তোমার বুঝতে হবে ,তুমি একা এত কিছু করো ,যখন যেখানে মন চাই সেখানেই যাও ,তুমি একজন স্বাধীনচেতা মহিলা ,ইচ্ছা করলেও তোমার মতো এতো সুন্দর করে গুছিয়ে আমিও চলতে পারব না ,পাছের লোকে কিছু বলে ,এই কবিতাটি ছোট বেলায় পড়েছিলাম ,আমি জানি তুমিও পড়েছ ।সুতরাং মন ছোট করবা না আমি তোমার একজন বোন যে নীরবে বসে তোমার সব ভিডিও দেখি ।কখনো কমেন্ট করি না । তুমি প্রশ্নের উত্তর গুলো দেয়ার সময় তোমার মনের ভিতরের কষ্ট গুলো আমি আমার মন দিয়ে ফিল করছিলাম, আমার অনেক খারাপ লাগতেছিল ,বার বার তোমার গলার শব্দ গুলো আটকিয়ে যাচ্ছিল ।আমার অনুরোধ আর কখনোই এরকম প্রশ্নের উত্তর দিবা না ,শুধু বলবা আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আমিন। তোমার দুই মেয়েকে আমার ভালবাসা দিও,ভালো থেকো জীবনে আরো উন্নতি করো দোয়া রইল আল্লাহ হাফেজ।
আপু তোমার সাথে ইচ্ছে করে ফোনে কথা বলি।যা কমেন্ট এ বলা যায় না। ভালো কিছু কিনলে vlogএ দেখাবেনা। তোমার শশুর বাড়ির লোকজন সহ্য করবেনা।। ভাইকে তোমার কাছে আসতে দিবে না।
Shilpi bone like diey video dekha shesh korlam sobar shami vaggo ek rokom hoy na ami mone kori allah amar jonno joto tuku nirdharon kore rekheche tar theke ek chul poriman beshi pawar shadhdho karo nai allah hoytoba tomar kormo kore khawa takei beshi pochondo koren ajke tomar videota onek sundor hoyeche onek doa roilo tomar o tomar meyeder jonno fiamanillah
Sotti apner husband ar kotha sune khub kosto laglo ... Cinta korben na apu ..sob husband k 1 din bow chara goti thakbe na ...sob kicu j din harabe oi din pashe oi obagi bow chara r keo takbe na.j bow k sara jibon sudu kosto e diya gace ..ses boyos a bow k proyojon hobe ...ami o fenir manus ... Amer o chela nai .. amer o boro meyar nam o tasnim boyos 8 bochor coler ..but amer amk onk vlobashe or shaddo mone amer sob iccha puron kore allahr kace sukrina dowa korbe ...amer husband army te job kore ..rank Sargent
বোন তোমার কথা ঠিক,,, বেশি বেশি করে দেখাবা ভিডিও তে। মেয়েদের জন্য বেচে থাকবে,তোমার জন্য বাচে থাকবে।শশুর বাড়ির লোক, সামী হচ্ছে সীজনাল ভালো। এই ভালো, এই মন্দ। এক viewer's যাবে ১০০ নতুন viewer 's আসবে।এর পর থেকে যারা বলবে তাদের তুমি block করে দিবা।সামীকে বশে আনার অনেক দোয়া আছে,,, সেই গুলো করতে পারো।❤❤HD Family ❤❤